ETV Bharat / state

Kamarhati : কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, মৃত 2 - diarrhoea in Kamarhati

কামারহাটি পৌরসভার পাঁচটি ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ ৷ মৃত্যু হয়েছে দুই মহিলার ৷ আক্রান্ত প্রায় 70 জন ৷

কামারহাটিতে ডাইরিয়া
কামারহাটিতে ডাইরিয়া
author img

By

Published : Sep 7, 2021, 10:39 PM IST

কামারহাটি, 7 সেপ্টেম্বর : কামারহাটি পৌরসভার 1 থেকে 5 নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ায় মৃত্যু হয়েছে দু‘জনের ৷ সোমবার রাত থেকে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 70 জন ৷ যাদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃত দুই মহিলার নাম জানোকি বিবি (50) ও মিনতি সাহা (72) ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পৌরসভার জল থেকে এই সংক্রমণ ছড়িয়েছে ৷


ইতিমধ্যেই পৌরসভার তরফে এই পাঁচ ওয়ার্ডে পৌরসভার জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ৷ জল ফুটিয়ে খাওয়ার আবেদন করা হয়েছে এলাকাবাসীদের ৷ জলের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে পৌরসভা সূত্রে খবর ৷

ডায়েরিয়া আক্রান্ত রোগীরা স্থানীয় নার্সিংহোম ও সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তবে সাগর দত্ত হাসপাতালে বেড খালি না থাকায় বেশ কিছু রোগীকে মঙ্গলবার হাসপাতাল চত্বরে অপেক্ষা করতেও দেখা যায় । হাসপাতাল সূত্রে খবর, যাঁদের অবস্থা গুরুতর তাঁদের বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন : Dilip Ghosh: 9 ঘণ্টা জেরার পর অনেকেই আবোল-তাবোল বকেন, অভিষেককে কটাক্ষ দিলীপের

এই বিষয়ে কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহা জানান, প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । দু‘জনের মৃত্যুর খবর এসেছে । স্বাস্থ্য বিভাগের কর্মীরা এলাকা পরিদর্শনের পাশাপাশি এবং প্রয়োজনীয় ওষুধ বিলি করছেন । ইতিমধ্যেই জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য । পৌরসভার পানীয় জলের থেকে সংক্রমণ হয়ে থাকতে পারে । তাই ইতিমধ্যেই ওইসব অঞ্চলে পানীয় জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পৌরসভা ।

কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ

পৌরসভার স্বাস্থ্য বিভাগের কো-অর্ডিনেটর বিমল সাহা জানান, কামারহাটির এই ওয়ার্ডগুলি এমনিতেই নিচু এলাকা হিসেবেই পরিচিত । যার কারণে বর্ষা হলেই জল জমে যায় এইসব ওয়ার্ডে । যেসব অঞ্চলগুলিতে পানীয় জলের পাইপ ফাটা রয়েছে সেইসব জায়গাগুলি মেরামতির ব্যবস্থা করা হচ্ছে । এই অঞ্চল দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই পানীয় জলের পাইপ ফেটে যায় । অপরিসর জায়গা হওয়ায় সব সময় মেরামতি সময়মতো করা সম্ভব হয় না । তবে পৌরসভাও যুদ্ধকালীন পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থার কাজ চালাচ্ছে ।

কামারহাটির বিধায়ক মদন মিত্র এই বিষয়ে জানান, পৌরসভার প্রশাসক আবেগপ্রবণ হয়ে নিজের ঘাড়ে দোষ নিয়ে বলেছেন পৌরসভার জল থেকে এই সংক্রমণ ছড়িয়েছে । তবে এটা সঠিক নাও হতে পারে । জল পরীক্ষা না করে কখনওই তা বলা যায় না ৷ ডায়েরিয়া অনেক কারণেই হতে পারে । তবে সব রকমভাবে এর মোকাবিলা করা হবে । সাগর দত্ত মেডিকেল কলেজে আরও দু‘টি ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে যাতে রোগীরা এসে কোনও অসুবিধায় না পড়েন ৷

আরও পড়ুন : Deganga Viral Video : যুবককে বেঁধে মারধরের ভিডিয়ো ভাইরাল, মামলা রুজু পুলিশের

কামারহাটি, 7 সেপ্টেম্বর : কামারহাটি পৌরসভার 1 থেকে 5 নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ায় মৃত্যু হয়েছে দু‘জনের ৷ সোমবার রাত থেকে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 70 জন ৷ যাদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃত দুই মহিলার নাম জানোকি বিবি (50) ও মিনতি সাহা (72) ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পৌরসভার জল থেকে এই সংক্রমণ ছড়িয়েছে ৷


ইতিমধ্যেই পৌরসভার তরফে এই পাঁচ ওয়ার্ডে পৌরসভার জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ৷ জল ফুটিয়ে খাওয়ার আবেদন করা হয়েছে এলাকাবাসীদের ৷ জলের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে পৌরসভা সূত্রে খবর ৷

ডায়েরিয়া আক্রান্ত রোগীরা স্থানীয় নার্সিংহোম ও সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ তবে সাগর দত্ত হাসপাতালে বেড খালি না থাকায় বেশ কিছু রোগীকে মঙ্গলবার হাসপাতাল চত্বরে অপেক্ষা করতেও দেখা যায় । হাসপাতাল সূত্রে খবর, যাঁদের অবস্থা গুরুতর তাঁদের বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন : Dilip Ghosh: 9 ঘণ্টা জেরার পর অনেকেই আবোল-তাবোল বকেন, অভিষেককে কটাক্ষ দিলীপের

এই বিষয়ে কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহা জানান, প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । দু‘জনের মৃত্যুর খবর এসেছে । স্বাস্থ্য বিভাগের কর্মীরা এলাকা পরিদর্শনের পাশাপাশি এবং প্রয়োজনীয় ওষুধ বিলি করছেন । ইতিমধ্যেই জলের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য । পৌরসভার পানীয় জলের থেকে সংক্রমণ হয়ে থাকতে পারে । তাই ইতিমধ্যেই ওইসব অঞ্চলে পানীয় জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে পৌরসভা ।

কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ

পৌরসভার স্বাস্থ্য বিভাগের কো-অর্ডিনেটর বিমল সাহা জানান, কামারহাটির এই ওয়ার্ডগুলি এমনিতেই নিচু এলাকা হিসেবেই পরিচিত । যার কারণে বর্ষা হলেই জল জমে যায় এইসব ওয়ার্ডে । যেসব অঞ্চলগুলিতে পানীয় জলের পাইপ ফাটা রয়েছে সেইসব জায়গাগুলি মেরামতির ব্যবস্থা করা হচ্ছে । এই অঞ্চল দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই পানীয় জলের পাইপ ফেটে যায় । অপরিসর জায়গা হওয়ায় সব সময় মেরামতি সময়মতো করা সম্ভব হয় না । তবে পৌরসভাও যুদ্ধকালীন পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থার কাজ চালাচ্ছে ।

কামারহাটির বিধায়ক মদন মিত্র এই বিষয়ে জানান, পৌরসভার প্রশাসক আবেগপ্রবণ হয়ে নিজের ঘাড়ে দোষ নিয়ে বলেছেন পৌরসভার জল থেকে এই সংক্রমণ ছড়িয়েছে । তবে এটা সঠিক নাও হতে পারে । জল পরীক্ষা না করে কখনওই তা বলা যায় না ৷ ডায়েরিয়া অনেক কারণেই হতে পারে । তবে সব রকমভাবে এর মোকাবিলা করা হবে । সাগর দত্ত মেডিকেল কলেজে আরও দু‘টি ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে যাতে রোগীরা এসে কোনও অসুবিধায় না পড়েন ৷

আরও পড়ুন : Deganga Viral Video : যুবককে বেঁধে মারধরের ভিডিয়ো ভাইরাল, মামলা রুজু পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.