ETV Bharat / state

Bangaon Road Accident: পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে সংঘর্ষ, মৃত 3 বাইক আরোহী - বনগাঁয় পথ দুর্ঘটনা

কালীপুজোর রাতে গোপালনগর থানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল ৷ পুলিশের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে 3 বাইক আরোহীর ৷

Etv Bharat
পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 8:33 AM IST

Updated : Nov 13, 2023, 10:42 AM IST

পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ

বনগাঁ, 13 নভেম্বর: কালীপুজোর সরঞ্জাম কিনতে যাওয়ার সময় পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হল। রবিবার রাতের এই ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার এবং অমিত মাঝি । তাঁরা গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায় ।

পুলিশ সূত্রে খবর, রাতে নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে আসছিলেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় চারাতলা এলাকায় উলটো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁর গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই তিন বাইক আরোহীর মৃত্যু হয় । গুরুতর আহত হয়েছেন পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর গাড়ির চালক। গাড়ির কাঁচ ভেঙে তাঁদের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে । বর্তমানে তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আহত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটি বাইক মুখোমুখি এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে। গাড়ির কাঁচ ভেঙে আমি এবং আমার গাড়ির চালক আহত হয়েছি ।" তবে পুলিশের এই তথ্য মানতে নারাজ স্থানীয়রা ৷ তাদের দাবি, পুলিশের গাড়ি দ্রুতগতিতে এসে বাইকে ধাক্কা মেরেছে । এই রাস্তা দিয়ে পুলিশর গাড়ি সবসময় দ্রুত গতিতে চলাচল করে । তাদের আরও অভিযোগ, দুর্ঘটনা ঘটার পর দেরিতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বনগাঁ মহকুমা হাসপাতালে । ঘটনাস্থলে পৌঁছন বনগাঁ থানার পুলিশ ও জেলা পুলিশ আধিকারিকরা । তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি ।

আরও পড়ুন:

1. আলোর উৎসবে নেমে এলো অন্ধকার, বাজির আগুনে পুড়ে মৃত্যু নাবালিকার

2. আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ

বনগাঁ, 13 নভেম্বর: কালীপুজোর সরঞ্জাম কিনতে যাওয়ার সময় পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হল। রবিবার রাতের এই ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার এবং অমিত মাঝি । তাঁরা গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায় ।

পুলিশ সূত্রে খবর, রাতে নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে আসছিলেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় চারাতলা এলাকায় উলটো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁর গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই তিন বাইক আরোহীর মৃত্যু হয় । গুরুতর আহত হয়েছেন পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর গাড়ির চালক। গাড়ির কাঁচ ভেঙে তাঁদের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে । বর্তমানে তাঁরা বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

আহত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটি বাইক মুখোমুখি এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে। গাড়ির কাঁচ ভেঙে আমি এবং আমার গাড়ির চালক আহত হয়েছি ।" তবে পুলিশের এই তথ্য মানতে নারাজ স্থানীয়রা ৷ তাদের দাবি, পুলিশের গাড়ি দ্রুতগতিতে এসে বাইকে ধাক্কা মেরেছে । এই রাস্তা দিয়ে পুলিশর গাড়ি সবসময় দ্রুত গতিতে চলাচল করে । তাদের আরও অভিযোগ, দুর্ঘটনা ঘটার পর দেরিতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বনগাঁ মহকুমা হাসপাতালে । ঘটনাস্থলে পৌঁছন বনগাঁ থানার পুলিশ ও জেলা পুলিশ আধিকারিকরা । তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেনি ।

আরও পড়ুন:

1. আলোর উৎসবে নেমে এলো অন্ধকার, বাজির আগুনে পুড়ে মৃত্যু নাবালিকার

2. আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

Last Updated : Nov 13, 2023, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.