বারাসত, 1 মে : বঙ্গ বিজেপির অন্দরে বিদ্রোহ থামার কোনও লক্ষণ নেই । বরং তা বেড়েই চলেছে ৷ জেলা ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই দলীয় পদ ছেড়েছেন মুর্শিদাবাদ ও নদিয়ার বেশ কয়েকজন নেতা, বিধায়ক ৷ এবার দলের জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বারাসতে জেলা কমিটি থেকে ইস্তফা দিলেন 15 জন বিজেপি নেতা (BJP leaders from Barasat resign from party post ) । এদের মধ্যে যেমন রাজ্য কমিটির সদস্য রয়েছেন । তেমনই দলের কয়েকজন মণ্ডল সভাপতি এবং পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরাও রয়েছেন ।
জেলা কমিটি থেকে একসঙ্গে এতজন নেতার পদত্যাগে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে পদ্ম শিবিরে । অস্বস্তি আরও বেড়েছে বিজেপির অন্দরে । আগামী 4 মে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার আগে এই ডামোডোল মিটিয়ে রাজ্য বিজেপিতে ঐক্যের ছবি তুলে ধরতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষরা । কিন্তু, তার মধ্যেও বিভিন্ন জেলা সংগঠনে বারবার মতানৈক্য উঠে আসায় বিড়ম্বনা বাড়ছে গেরুয়া শিবিরে । যার থেকে ব্যতিক্রম নয় বিজেপির বারাসত সাংগঠনিক জেলাও । সূত্রের খবর, জেলা সভাপতির স্বেচ্ছাচারিতা এবং স্বজনপোষণের বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভ ছিল দলের নেতা-কর্মীদের একাংশের । সেই ক্ষোভে ঘৃতাহুতি দেয় পৌরভোটের টিকিট বণ্টন ।
আরও পড়ুন : অক্ষয় তৃতীয়ার দিন দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মমতা
অভিযোগ, দলের যোগ্যদের টিকিট না দিয়ে তৃণমূল থেকে আসা অযোগ্যদের পৌরভোটের টিকিট বিলি করা হয়েছে টাকার বিনিময়ে । এই নিয়ে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপি জেলা সভাপতি তাপস মিত্রকে । জেলা কমিটি গঠন নিয়েও ক্ষোভ রয়েছে বিক্ষুদ্ধ নেতাদের । তাঁদের অভিযোগ, "69 জনের যে জেলা কমিটি গঠন করা হয়েছে, সেখানে অধিকাংশ অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে । যোগ্য নেতা-কর্মীদের বাদ দিয়ে সভাপতি নিজের পছন্দসই লোককে জায়গা করে দিয়েছেন জেলা কমিটিতে । যা দলে থেকে কখনই মেনে নেওয়া যায় না।" রবিবার বারাসতে সাংবাদিক সম্মেলন করে এর বিরুদ্ধেই সরব হন পদত্যাগী বিজেপির 15 জন জেলা কমিটির সদস্য । সংগঠন বাঁচাতে জেলা সভাপতি পরিবর্তনের ডাকও দিয়েছেন বিক্ষুব্ধরা । ইতিমধ্যে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পদত্যাগের কপিও পাঠিয়েছেন বিক্ষুব্ধ এই 15 জন নেতা ।
যদিও, এই পদত্যাগকে গুরুত্ব দিতে চাননি দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র । তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তাপসবাবু ৷ তাঁর কথায়, "টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি সভাপতির পদ ছেড়ে দেব । দল যা শাস্তি দেবে তা মাথা পেতে নেব । রাজ্য নেতৃত্বের নির্দেশেই নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে । যে কমিটি গঠন হয়েছে তা দলের গাইডলাইন মেনেই । শাসকদলের ইন্ধনেই এই সমস্ত নেতারা আমার বিরুদ্ধে চক্রান্ত করতে নেমেছে । এসব করে কিছু লাভ হবে না । দলের কোনও ক্ষতি হওয়ার প্রশ্নই আসে না । রাজ্য নেতৃত্বের কাছে বিষয়টি তুলে ধরব"।