কলকাতা, 13 ফেব্রুয়ারি: 10 লক্ষ টাকারও বেশি সামগ্রী-সহ সাত 8 দুষ্কৃতীকে পাকড়াও করল বিএসএফ (Seven Bangladeshi Detained by BSF) । উত্তর 24 পরগনার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের আইসিপি পেট্রাপোলে জামাকাপড় ও বিবিধ সামগ্রী-সহ এই আট যাত্রীকে আটক করা হয়েছে । জব্দ করা সামগ্রীর মূল্য আনুমানিক 10 লক্ষ 95 হাজার 996 টাকা । আটক হওয়া আট জনের মধ্যে একজন ভারতীয় বাকিরা বাংলাদেশের বাসিন্দা । জব্দ করা জিনিস-সহ আটক যাত্রীদের পেট্রাপোল কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে ।
বিএসএফ সূত্রের খবর, 145 ব্যাটালিয়নের জওয়ানরা আইসিপি পেট্রাপোলের যাত্রী গেটের কাছে একটি বিশেষ অভিযান চালায় । ভারত থেকে বাংলাদেশে যাওয়া আটজন যাত্রীকে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি করা হয় । তল্লাশি অভিযানে তাদের ব্যাগ থেকে 10 লক্ষ 95 হাজার 996 টাকা মূল্যের জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতের বাজার থেকে পণ্য কিনে বাংলাদেশের চোরাকারবারীদের কাছে পাচার করাই তাদের পেশা । বাহক হিসেবে এই কাদ করে 1000 থেকে 1200 টাকা করে পেত বলেও জানিয়েছে ।
এদিকে মুর্শিদাবাদে 115 ব্যাটালিয়নের জওয়ানরা তিনটি সোনার বিস্কুট-সহ এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে । জব্দ করা সোনার বিস্কুটের ওজন 349.89 গ্রাম । আনুমানিক মূল্য 19 লক্ষ 76 হাজার 877 টাকা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত সে । এই সোনা বাংলাদেশি চোরাকারবারী আজম জেলার চাঁপাই-নবাবগঞ্জের কাছ থেকে নিয়েছিল । তারপর সেগুলি ভারতের কথাকলি গ্রামের মেকাইল নামের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল । যার জন্য তার 1500 টাকা পাওয়ার কথা ছিল ।
বিএসএফের জনসংযোগ অধিকর্তা বলেন, "দুষ্কৃতীরা চোরাচালান কার্যক্রম চালাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে । বিএসএফ সদস্যরা রাতদিন সীমান্ত পাহারা দিচ্ছে । সীমান্তের ওপারে সব ধরনের চোরাচালান কার্যক্রম বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ । তারা চোরাকারবারী ধরার চেষ্টা করছেন এবং এ কাজে সফলতাও পেয়েছেন । যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে ।"
আরও পড়ুন: ফের বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার মুখে বিএসএফ, পালটা গুলিতে নিহত অনুপ্রবেশকারী