ETV Bharat / state

Matua Protest Rally: মতুয়াদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তপ্ত কেষ্টপুর, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধ্বস্তাধ্বস্তি - শুভেন্দু অধিকারী

মতুয়াদের হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরকে মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলে অভিযোগ ৷ তার প্রতিবাদে বুধবার মিছিল করে মতুয়ারা (Matua Protest Rally at Kestopur) ৷ সেই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় কেষ্টপুরে ৷

Matua Protest Rally
Matua Protest Rally
author img

By

Published : Feb 8, 2023, 2:57 PM IST

মতুয়াদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তপ্ত কেষ্টপুর

কেষ্টপুর (বিধাননগর), 8 ফেব্রুয়ারি: মতুয়াদের প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা সংলগ্ন কেষ্টপুরে ৷ পুলিশের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয় (Scuffling between Police and Matuas) ৷ প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা ৷ মতুয়াদের অভিযোগ, তাদের মিছিল পুলিশ জোর করে আটকে দিয়েছে ৷ তাদের হেনস্তাও করা হয়েছে ৷ অনেকে পড়ে গিয়েছেন ৷ আহত হয়েছেন ৷ যদিও এই নিয়ে পুলিশের তরফে কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

কী কারণে মতুয়াদের বিক্ষোভ: দিন কয়েক আগে মালদার গাজোলে সরকারি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকে মতুয়াদের জন্য তাঁর সরকার কী কী করেছে, সেই খতিয়ান তুলে ধরেন তিনি ৷ আর সেই সময়ই তিনি মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম উল্লেখ করতে গিয়ে ভুল করে ফেলেন ৷ হরিচাঁদ-গুরুচাঁদের পরিবর্তে তিনি বলেন ‘রঘুচাঁদ-গরুচাঁদ’ ৷

এই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ প্রতিবাদে সরব হয় মতুয়ারা ৷ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ভিডিয়ো বার্তা দেন ৷ সেখানে মমতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই নিয়ে ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন বনগাঁর সাংসদ ৷ টুইট করে এই নিয়ে মমতার সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ৷ সেই নিয়েই বুধবার বিক্ষোভ কর্মসূচি হয় বিধাননগরে ৷

সেখানকার নিউটাউন থানার মৃধা মার্কেট হরি মন্দিরের সামনে থেকে মতুয়া সমাজের মানুষ প্রতিবাদ মিছিল শুরু করেন ৷ সেই মিছিল বাগজোলা ক্যানেল পেরিয়ে পৌঁছায় কেষ্টপুরে ৷ সেখানে ভিআইপি রোডের কাছে পৌঁছাতেই গোলমাল হয় ৷ উত্তেজনা ছড়ায় ৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় ৷ পরে মতুয়ারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে ৷

মতুয়াদের বক্তব্য কী: এদিনের বিক্ষোভে যাঁরা সামিল হয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন মনোজ মজুমদার ৷ তাঁর প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী তাঁদের ভগবান নিয়ে এমন মন্তব্য করলেন ? তাঁদের ঈশ্বরকে নিয়ে কি এমন মন্তব্য করা যায় ? তাঁর দাবি, মতুয়ারা শান্তিপ্রিয়, তাই এদিন শান্তিপূর্ণ আন্দোলন করার চেষ্টা করা হয় ৷ অন্য কেউ হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠত এতক্ষণে ৷

অন্যদিকে আন্দোলনকারী রেখা মণ্ডলের দাবি, মতুয়াদের ভোটব্য়াংক হিসেবে বরাবর ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের প্রয়োজনেই বারবার তিনি বড়মা বীণাপানিদেবীর কাছে ছুটে যেতেন ৷ ভোট মিটে যেতেই এভাবে অপমান করছেন ৷ তাঁর আরও দাবি, এদিন পুলিশ ধাক্কা দিয়েছে আন্দোনকারীদের ৷ কেন এমন করা হল সেই প্রশ্নও তুলেছেন তিনি ?

আরও পড়ুন: মালদায় মতুয়াদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মমতার স্লিপ অফ টাং, সমালোচনা বিজেপির

মতুয়াদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তপ্ত কেষ্টপুর

কেষ্টপুর (বিধাননগর), 8 ফেব্রুয়ারি: মতুয়াদের প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল কলকাতা সংলগ্ন কেষ্টপুরে ৷ পুলিশের সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয় (Scuffling between Police and Matuas) ৷ প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা ৷ মতুয়াদের অভিযোগ, তাদের মিছিল পুলিশ জোর করে আটকে দিয়েছে ৷ তাদের হেনস্তাও করা হয়েছে ৷ অনেকে পড়ে গিয়েছেন ৷ আহত হয়েছেন ৷ যদিও এই নিয়ে পুলিশের তরফে কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

কী কারণে মতুয়াদের বিক্ষোভ: দিন কয়েক আগে মালদার গাজোলে সরকারি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকে মতুয়াদের জন্য তাঁর সরকার কী কী করেছে, সেই খতিয়ান তুলে ধরেন তিনি ৷ আর সেই সময়ই তিনি মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের নাম উল্লেখ করতে গিয়ে ভুল করে ফেলেন ৷ হরিচাঁদ-গুরুচাঁদের পরিবর্তে তিনি বলেন ‘রঘুচাঁদ-গরুচাঁদ’ ৷

এই নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ প্রতিবাদে সরব হয় মতুয়ারা ৷ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ভিডিয়ো বার্তা দেন ৷ সেখানে মমতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই নিয়ে ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন বনগাঁর সাংসদ ৷ টুইট করে এই নিয়ে মমতার সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ৷ সেই নিয়েই বুধবার বিক্ষোভ কর্মসূচি হয় বিধাননগরে ৷

সেখানকার নিউটাউন থানার মৃধা মার্কেট হরি মন্দিরের সামনে থেকে মতুয়া সমাজের মানুষ প্রতিবাদ মিছিল শুরু করেন ৷ সেই মিছিল বাগজোলা ক্যানেল পেরিয়ে পৌঁছায় কেষ্টপুরে ৷ সেখানে ভিআইপি রোডের কাছে পৌঁছাতেই গোলমাল হয় ৷ উত্তেজনা ছড়ায় ৷ পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় ৷ পরে মতুয়ারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে ৷

মতুয়াদের বক্তব্য কী: এদিনের বিক্ষোভে যাঁরা সামিল হয়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন মনোজ মজুমদার ৷ তাঁর প্রশ্ন, কেন মুখ্যমন্ত্রী তাঁদের ভগবান নিয়ে এমন মন্তব্য করলেন ? তাঁদের ঈশ্বরকে নিয়ে কি এমন মন্তব্য করা যায় ? তাঁর দাবি, মতুয়ারা শান্তিপ্রিয়, তাই এদিন শান্তিপূর্ণ আন্দোলন করার চেষ্টা করা হয় ৷ অন্য কেউ হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠত এতক্ষণে ৷

অন্যদিকে আন্দোলনকারী রেখা মণ্ডলের দাবি, মতুয়াদের ভোটব্য়াংক হিসেবে বরাবর ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটের প্রয়োজনেই বারবার তিনি বড়মা বীণাপানিদেবীর কাছে ছুটে যেতেন ৷ ভোট মিটে যেতেই এভাবে অপমান করছেন ৷ তাঁর আরও দাবি, এদিন পুলিশ ধাক্কা দিয়েছে আন্দোনকারীদের ৷ কেন এমন করা হল সেই প্রশ্নও তুলেছেন তিনি ?

আরও পড়ুন: মালদায় মতুয়াদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মমতার স্লিপ অফ টাং, সমালোচনা বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.