ETV Bharat / state

Teachers initiative for Students : পড়ুুয়াদের স্কুলমুখী করতে নয়া উদ্যোগ স্কুলের, ক্লাসরুমের দেওয়াল সাজছে শিক্ষামূলক চিত্রে - School is Been Renovated

করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দি থাকায় স্কুলে এসে পড়াশোনায় আগ্রহ কমেছে পড়ুয়াদের। তাই, পড়ুয়াদের মনসংযোগ বাড়াতে গ্রীষ্মের ছুটিতে স্কুল প্রাঙ্গণ শিক্ষামূলক বিভিন্ন চিত্রের মাধ্যমে সাজিয়ে তুলেছে স্কুল কর্তৃপক্ষ। যা পড়ুয়াদের মনসংযোগ বাড়াবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা (School is Been Renovated) ৷

Teachers initiative for Students
পড়ুুয়াদের স্কুলমুখী করতে নয়া উদ্যোগ প্রধান শিক্ষকের
author img

By

Published : Jun 26, 2022, 5:26 PM IST

বনগাঁ, 26 জুন : করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলতি বছরের প্রথম দিকে তিন মাসের জন্য স্কুল খুলেছিল। তারপরেই শুরু হয়ে যায় গরমের ছুটি ৷ স্কুল খোলার পর নতুন অনেক ক্ষুদে পড়ুয়া ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। বর্তমানে এই স্কুলে পিপি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 150 জন। তবে করোনা মহামারীর পর পড়ুয়াদের স্কুলে উপস্থিতি কমেছিল ৷ স্কুলের শিক্ষক শিক্ষিকারাও পড়ুয়াদের বাড়িতে গিয়ে তাদের স্কুলে আনার চেষ্টা করেছেন । তবে সবথেকে বেশি সমস্যা হয়েছে একদম ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে । আর যারা স্কুলে আসছে তাদেরও পড়াশোনায় মনযোগ কম (School is Been Renovated)।

গ্রীষ্মের ছুটির পর সোমবার থেকে খুলছে স্কুল । পড়ুয়াদের স্কুলমুখী করার লক্ষ্যে এই বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের মধ্যে দু'টি সাজিয়ে তোলা হয়েছে। শ্রেণিকক্ষের দেওয়ালে রয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের চিত্র, আবার কোথাও জাতীয় প্রতীক সমূহ, বিভিন্ন মনীষীদের বাণী । পাশাপাশি বিভিন্ন রং-এর নাম, নামতা, সহজ পাঠের বিভিন্ন চিত্র-সহ একাধিক শিক্ষামূলক চিত্র। শিক্ষক শিক্ষিকাদের কথায়, এই রঙিন কক্ষ এবং বিভিন্ন শিক্ষামূলক চিত্র দেখে ছাত্রছাত্রীরা যথেষ্ট আগ্রহী হয়ে উঠবে পড়াশোনায়। শ্রেণিকক্ষ তাদের কাছে একটা নতুন জগৎ বলে মনে হবে। হয়তো শ্রেণিকক্ষের টানে তারা আগের মতো ফের স্কুলে আসার আগ্রহ দেখাবে ।

পড়ুুয়াদের স্কুলমুখী করতে ক্লাসরুমের দেওয়াল সাজছে শিক্ষামূলক চিত্রে

আরও পড়ুন : স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ শিক্ষকদের

এই প্রসঙ্গেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসু বলেন, "অতিমারির জন্য বাচ্চারা 23-24 মাস স্কুলের বাইরে ছিল। তারপর যখন ওরা স্কুলে আসল আমরা লক্ষ্য করি বাচ্চারা আগের মত পড়াশোনা বা স্কুলের প্রতি মনোযোগী ছিল না । তাই আমার শিক্ষকরা ঠিক করলাম ওরা যাতে স্কুলে এসে পড়াশোনায় মনোযোগী হয়, তাই এভাবে ক্লাসঘর সাজিয়ে তোলা হয়েছে ।"

বনগাঁ, 26 জুন : করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলতি বছরের প্রথম দিকে তিন মাসের জন্য স্কুল খুলেছিল। তারপরেই শুরু হয়ে যায় গরমের ছুটি ৷ স্কুল খোলার পর নতুন অনেক ক্ষুদে পড়ুয়া ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। বর্তমানে এই স্কুলে পিপি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 150 জন। তবে করোনা মহামারীর পর পড়ুয়াদের স্কুলে উপস্থিতি কমেছিল ৷ স্কুলের শিক্ষক শিক্ষিকারাও পড়ুয়াদের বাড়িতে গিয়ে তাদের স্কুলে আনার চেষ্টা করেছেন । তবে সবথেকে বেশি সমস্যা হয়েছে একদম ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে । আর যারা স্কুলে আসছে তাদেরও পড়াশোনায় মনযোগ কম (School is Been Renovated)।

গ্রীষ্মের ছুটির পর সোমবার থেকে খুলছে স্কুল । পড়ুয়াদের স্কুলমুখী করার লক্ষ্যে এই বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের মধ্যে দু'টি সাজিয়ে তোলা হয়েছে। শ্রেণিকক্ষের দেওয়ালে রয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণের চিত্র, আবার কোথাও জাতীয় প্রতীক সমূহ, বিভিন্ন মনীষীদের বাণী । পাশাপাশি বিভিন্ন রং-এর নাম, নামতা, সহজ পাঠের বিভিন্ন চিত্র-সহ একাধিক শিক্ষামূলক চিত্র। শিক্ষক শিক্ষিকাদের কথায়, এই রঙিন কক্ষ এবং বিভিন্ন শিক্ষামূলক চিত্র দেখে ছাত্রছাত্রীরা যথেষ্ট আগ্রহী হয়ে উঠবে পড়াশোনায়। শ্রেণিকক্ষ তাদের কাছে একটা নতুন জগৎ বলে মনে হবে। হয়তো শ্রেণিকক্ষের টানে তারা আগের মতো ফের স্কুলে আসার আগ্রহ দেখাবে ।

পড়ুুয়াদের স্কুলমুখী করতে ক্লাসরুমের দেওয়াল সাজছে শিক্ষামূলক চিত্রে

আরও পড়ুন : স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ শিক্ষকদের

এই প্রসঙ্গেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তন্ময় বসু বলেন, "অতিমারির জন্য বাচ্চারা 23-24 মাস স্কুলের বাইরে ছিল। তারপর যখন ওরা স্কুলে আসল আমরা লক্ষ্য করি বাচ্চারা আগের মত পড়াশোনা বা স্কুলের প্রতি মনোযোগী ছিল না । তাই আমার শিক্ষকরা ঠিক করলাম ওরা যাতে স্কুলে এসে পড়াশোনায় মনোযোগী হয়, তাই এভাবে ক্লাসঘর সাজিয়ে তোলা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.