ETV Bharat / state

করোনার জেরে বন্ধ স্কুল, চুরি গেল দেড় লাখ টাকার জিনিস - স্কুলে চুরি

করোনায় বন্ধ স্কুল ৷ ছিল না কোনও নিরাপত্তারক্ষী ৷ এই সুযোগে স্কুল থেকে প্রায় দেড় লাখ টাকার জিনিস নিয়ে চম্পট দিল চোর ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতন স্কুলে ৷

চুরি গেল দেড় লাখ টাকার জিনিস
চুরি গেল দেড় লাখ টাকার জিনিস
author img

By

Published : Jun 4, 2021, 10:56 AM IST

অশোকনগর, 4 জুন : করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল ৷ এই অবস্থায় তালা ভেঙে স্কুলে চুরির ঘটনা ঘটল ৷ বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় যুবকদের । এরপর তাঁরাই প্রধান শিক্ষককে খবর দেন । প্রধান শিক্ষককে এসে দেখেন স্কুলের বেশ কয়েকটি তালা ভাঙা ৷ চুরি গিয়েছে প্রায় দেড় লক্ষ টাকার জিনিস । এরপর খবর দেওয়া হয় অশোকনগর থানায় । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতন স্কুলে ।

স্কুল সূত্রে জানা গিয়েছে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলে কোনও নিরাপত্তারক্ষী ছিল না । আর সেই সুযোগেই এমন চুরির ঘটনা ঘটল । স্কুলের বেশ কয়েকটি তালা ভেঙে চারটে কম্পিউটার-সহ মিড ডে মিলের জিনিসপত্র, একটি গ্যাস সিলিন্ডার ও দুটি সবুজসাথীর সাইকেল নিয়ে চম্পট দেয় চোর । যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা ।

তালা ভেঙে স্কুল থেকে চুরি গেল প্রায় দেড় লাখ টাকার জিনিস
তালা ভেঙে স্কুল থেকে চুরি গেল প্রায় দেড় লাখ টাকার জিনিস

আরও পড়ুন : রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে

এছাড়াও প্রধান শিক্ষকের ঘরের আলমারি ভেঙে তছনছ করা হয় অফিশিয়াল কাগজপত্র । সাইকেল, কম্পিউটার ইত্যাদি ছাড়া আরও কিছু চুরি গিয়েছে কিনা তা এখনই সঠিকভাবে বলা যাবে না বলে জানান প্রধান শিক্ষক । স্কুলের পক্ষ থেকে চুরির বিষয়টি অশোকনগর থানায় অভিযোগ জানানো হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ । চুরির কিনারায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

অশোকনগর, 4 জুন : করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল ৷ এই অবস্থায় তালা ভেঙে স্কুলে চুরির ঘটনা ঘটল ৷ বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় যুবকদের । এরপর তাঁরাই প্রধান শিক্ষককে খবর দেন । প্রধান শিক্ষককে এসে দেখেন স্কুলের বেশ কয়েকটি তালা ভাঙা ৷ চুরি গিয়েছে প্রায় দেড় লক্ষ টাকার জিনিস । এরপর খবর দেওয়া হয় অশোকনগর থানায় । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতন স্কুলে ।

স্কুল সূত্রে জানা গিয়েছে, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুলে কোনও নিরাপত্তারক্ষী ছিল না । আর সেই সুযোগেই এমন চুরির ঘটনা ঘটল । স্কুলের বেশ কয়েকটি তালা ভেঙে চারটে কম্পিউটার-সহ মিড ডে মিলের জিনিসপত্র, একটি গ্যাস সিলিন্ডার ও দুটি সবুজসাথীর সাইকেল নিয়ে চম্পট দেয় চোর । যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা ।

তালা ভেঙে স্কুল থেকে চুরি গেল প্রায় দেড় লাখ টাকার জিনিস
তালা ভেঙে স্কুল থেকে চুরি গেল প্রায় দেড় লাখ টাকার জিনিস

আরও পড়ুন : রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে

এছাড়াও প্রধান শিক্ষকের ঘরের আলমারি ভেঙে তছনছ করা হয় অফিশিয়াল কাগজপত্র । সাইকেল, কম্পিউটার ইত্যাদি ছাড়া আরও কিছু চুরি গিয়েছে কিনা তা এখনই সঠিকভাবে বলা যাবে না বলে জানান প্রধান শিক্ষক । স্কুলের পক্ষ থেকে চুরির বিষয়টি অশোকনগর থানায় অভিযোগ জানানো হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ । চুরির কিনারায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.