দিল্লি, 22 মে : গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং । শীর্ষ আদালতে আজ সেই আবেদনের শুনানি রয়েছে ।
14 মার্চ BJP-তে যোগ দেন অর্জুন সিং । এরপর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করে দল । কিন্তু, BJP-তে যোগদানের পর থেকে আটটি থানায় মোট 36টি মামলা রুজু করে তৃণমূল কংগ্রেস । তাই গ্রেপ্তারি এড়াতে আগাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন ।
রাজ্য পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন অর্জুন । তাঁর আইনজীবী রঞ্জিত মিশ্র সুপ্রিম কোর্টে জানান, অর্জুন সিং গ্রেপ্তারির আশঙ্কায় ভুগছেন । তাঁকে এই মামলাগুলি থেকে অব্যাহতি দেওয়া হোক । আজ এই সংক্রান্ত মামলার শুনানি হবে ।