ETV Bharat / state

কচুয়ার ঘটনায় পুলিশমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত : সায়ন্তন

"কচুয়া দুর্ঘটনার দায় সরকারেরই নেওয়া উচিত", আহতদের দেখতে বারাসত হাসপাতালে গিয়ে বললেন BJP নেতা সায়ন্তন বসু ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 24, 2019, 3:40 PM IST

কচুয়া (উত্তর 24 পরগনা), 24 অগাস্ট : কচুয়া দুর্ঘটনায় গতকাল আহতদের দেখতে বারাসত হাসপাতালে যান BJP নেতা সায়ন্তন বসু । দুর্ঘটনার দায় সরকারের উপর চাপিয়ে তিনি বলেন, "কচুয়া ঘটনায় মুখ্যমন্ত্রীর দায় স্বীকার করা উচিত । উনি পুলিশমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেটা ওঁর বিবেকের উপর‌ই ছেড়ে দিলাম । তবে পুলিশমন্ত্রী থেকে ওঁর সরে যাওয়া উচিত । ওই পুলিশের জন্যই আজ সর্বনাশ হচ্ছে । প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ।"

গতকাল দুর্ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক মন্দির কমিটির গাফিলতিকে কাঠগড়ায় তোলেন । এবিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "কচুয়ার দুর্ঘটনা এড়ানো যেত । প্রশাসন যদি সক্রিয় থাকত । পুলিশ লাঠিচার্জ করাতেই বিপত্তি আরও বাড়ে । পুণ্যার্থীদের ভিড় সামলানোর কোন‌ও পরিকাঠামো রাজ‍্য সরকারের নেই । এই ঘটনার জন্য পুলিশমন্ত্রীর দায় স্বীকার করা উচিত ।" কেন করবেন পুলিশমন্ত্রী পদত্যাগ ? সায়ন্তন বসু বলেন, "কয়েকদিন আগে রেল দুর্ঘটনায় যদি রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পুলিশমন্ত্রী হিসেবে ওঁর পদত্যাগের দাবি কেন করবে না ওঁর দল ? তবে, পদত্যাগের বিষয়টা পুরোটাই ওঁর উপর নির্ভর করছে ।"

গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজ ও SSKM-এ গিয়ে মুখ্যমন্ত্রী নিজে মৃত ও আহতদের নাম ঘোষণা করেন । এবিষয়ে সঠিক তথ্য গোপনের অভিযোগ তুলে সায়ন্তন বলেন, "সকালে খবর পেলাম বারাসত হাসপাতালে 11 জন ভরতি রয়েছেন । BJP-র লোকজন আসবে বলে সেটা কমে দাঁড়াল চারে । এবার আমি আসছি শুনে সেই সংখ্যাটা দাঁড়াল তিনে । তারপর শুনলাম দু'জন চলতে ফিরতে পারছে না, তাঁদেরকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । শুধু একজনকে নিয়ে যেতে পারেনি, সেই একজনের সঙ্গে গিয়ে দেখা করে কথা বললাম আমরা ।" পাশাপাশি তিনি বারাসত হাসপাতালের মর্গে থাকা একজনের মৃতদেহ পাচার করারও অভিযোগ‌ তোলেন ।

কচুয়া (উত্তর 24 পরগনা), 24 অগাস্ট : কচুয়া দুর্ঘটনায় গতকাল আহতদের দেখতে বারাসত হাসপাতালে যান BJP নেতা সায়ন্তন বসু । দুর্ঘটনার দায় সরকারের উপর চাপিয়ে তিনি বলেন, "কচুয়া ঘটনায় মুখ্যমন্ত্রীর দায় স্বীকার করা উচিত । উনি পুলিশমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেটা ওঁর বিবেকের উপর‌ই ছেড়ে দিলাম । তবে পুলিশমন্ত্রী থেকে ওঁর সরে যাওয়া উচিত । ওই পুলিশের জন্যই আজ সর্বনাশ হচ্ছে । প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ।"

গতকাল দুর্ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক মন্দির কমিটির গাফিলতিকে কাঠগড়ায় তোলেন । এবিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে সায়ন্তন বলেন, "কচুয়ার দুর্ঘটনা এড়ানো যেত । প্রশাসন যদি সক্রিয় থাকত । পুলিশ লাঠিচার্জ করাতেই বিপত্তি আরও বাড়ে । পুণ্যার্থীদের ভিড় সামলানোর কোন‌ও পরিকাঠামো রাজ‍্য সরকারের নেই । এই ঘটনার জন্য পুলিশমন্ত্রীর দায় স্বীকার করা উচিত ।" কেন করবেন পুলিশমন্ত্রী পদত্যাগ ? সায়ন্তন বসু বলেন, "কয়েকদিন আগে রেল দুর্ঘটনায় যদি রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পুলিশমন্ত্রী হিসেবে ওঁর পদত্যাগের দাবি কেন করবে না ওঁর দল ? তবে, পদত্যাগের বিষয়টা পুরোটাই ওঁর উপর নির্ভর করছে ।"

গতকাল ন্যাশনাল মেডিকেল কলেজ ও SSKM-এ গিয়ে মুখ্যমন্ত্রী নিজে মৃত ও আহতদের নাম ঘোষণা করেন । এবিষয়ে সঠিক তথ্য গোপনের অভিযোগ তুলে সায়ন্তন বলেন, "সকালে খবর পেলাম বারাসত হাসপাতালে 11 জন ভরতি রয়েছেন । BJP-র লোকজন আসবে বলে সেটা কমে দাঁড়াল চারে । এবার আমি আসছি শুনে সেই সংখ্যাটা দাঁড়াল তিনে । তারপর শুনলাম দু'জন চলতে ফিরতে পারছে না, তাঁদেরকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে । শুধু একজনকে নিয়ে যেতে পারেনি, সেই একজনের সঙ্গে গিয়ে দেখা করে কথা বললাম আমরা ।" পাশাপাশি তিনি বারাসত হাসপাতালের মর্গে থাকা একজনের মৃতদেহ পাচার করারও অভিযোগ‌ তোলেন ।

Intro:কচুয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর দায় স্বীকার করা উচিত।উনি পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করবেন কিনা, তা ওনার বিবেকের ওপর‌ই ছেড়ে দিলাম! তবে ওনার পুলিশ মন্ত্রী থেকে সরে যাওয়া উচিত। কচুয়ার ঘটনায় জখম পুণ্যার্থীকে বারাসত হাসপাতালে দেখতে এসে এমনই মন্তব্য করলেন রাজ‍্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু!Body:রাজু বিশ্বাস,বারাসত:-কচুয়ার দুর্ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত।ওনার পুলিশের জন্য আজ সর্বনাশ হচ্ছে! প্রাণ দিতে হচ্ছে সাধারন মানুষকে!আজ বিকালে কচয়ার দুর্ঘটনায় জখম পুণ্যার্থীকে বারাসত হাসপাতালে দেখতে এসে এমনই মন্তব্য করলেন রাজ‍্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন,কচুয়ার ঘটনা এড়ানো যেত! প্রশাসন যদি সক্রিয় থাকত! পুলিশ লাঠিচার্জ করাতেই বিপত্তি আরও বেড়েছে! পূণ্যার্থীদের ভিড় সামলানোর কোন‌ও পরিকাঠামো রাজ‍্য সরকারের নেই!এই ঘটনার জন্য পুলিশ মন্ত্রীর দায় স্বীকার করা উচিত!কচুয়ার ঘটনায় কেন পুলিশ মন্ত্রী পদত্যাগ করবে না,সেই প্রশ্ন তুলে সায়ন্তন বসু বলেন,"কয়েকদিন আগে রেল দুর্ঘটনায় যদি রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন, তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে কেন পদত্যাগ দাবি করবে না ওনার দল! এপ্রসঙ্গে তিনি আরও বলেন,ওনার(মুখ্যমন্ত্রী) বিবেকের ওপর ছেড়ে দিলাম!ওনার পদত্যাগ করা উচিত,না উচিত তা উনিই ঠিক করুন!যদি মনে হয়, অনুচিত তাহলে অন্তত পুলিশ মন্ত্রী থেকে সরে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর!কারন,ওনার পুলিশের জন্যই এই বিশৃঙ্খলা! মানুষকে প্রান দিতে হচ্ছে!রাজ‍্য সরকারের ক্ষতিপূরণের টাকার অঙ্ক নিয়ে কটাক্ষ‌ও করেন সায়ন্তন বসু। এপ্রসঙ্গে তিনি বলেন,মক্কায় হজে গিয়ে কেউ মারা গেলে তখন ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। জঙ্গিদের শিকার হয়ে কোনও নিরাপত্তারক্ষী মারা গেলে তার পরিবারকেও ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।আর কচুয়ায় এতবড় ঘটনা, সেখানে মৃতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে সরকার।এই ভেদাভেদ কেন!আমরা বিজেপির তরফে বলতে চাই, ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে ১০ লাখ টাকা করা হোক!কচুয়ার ঘটনায় মৃত ও আহতের সংখ্যা নিয়েও রাজ‍্য সরকার তথ্য গোপন করছে বলে অভিযোগ করেন সায়ন্তন বসু। তাঁর কথায়, সকালে খবর পেলাম বারাসত হাসপাতালে ১১ জন জখম ভর্তি রয়েছে।বিজেপির লোকজন আসবে বলে,সেটা কমে দাঁড়াল ৪-এ।আমি আসবো শুনে সেই সংখ্যা দাঁড়াল ৩-এ।এরপর, শুনলাম যে ২ জন চলতে ফিরতে পারছে না, তাঁদেরকেও বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।১ জনকে নিয়ে যেতে পারেনি,সেই ১ জনের সাথে গিয়ে দেখা করে কথা বললাম আমরা।বারাসত হাসপাতালের মর্গে থাকা একজনের মৃতদেহ পাচার করার অভিযোগ‌ও তুলেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।এত দেরি করা আসার কারন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দলের কার্যকতা থেকে শুরু করে বসিরহাট জেলার সভাপতি সকলেই গতরাত থেকে দুর্ঘটনাস্থলে রয়েছেন।আমরা গেলে বিশৃঙ্খলা ও উদ্ধার কাজে ব‍্যাঘাত ঘটতে পারে, সেইজন্য যায়নি।তবে,আজ উদ্ধার কাজ সম্পন্ন হ‌ওয়ায় কচুয়ার দুর্ঘটনাস্থলে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর হাসপাতাল গিয়ে তদারকি করাকেও কটাক্ষ করেন সায়ন্তন বসু।বলেন,উনি হাসপাতালে যাচ্ছেন,চা বানাচ্ছেন।তবে বড্ড দেরি হয়ে গেছে!কচুয়ার ঘটনায় মুখ্যমন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করা উচিত!Conclusion:জখম পুণ্যার্থীকে দেখার পর বারাসত হাসপাতালের সুপার সুব্রত মন্ডলের সঙ্গেও দেখা করে চিকিৎসার খোঁজখবর নেন সায়ন্তন বসু।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.