ETV Bharat / state

Saugata Roy: গ্রামে কোথায় কে বাজি তৈরি করছে সরকারের পক্ষে জানা সম্ভব নয়, সাফাই সৌগতর - saugata roy speaks on several blast in bengal

এগরা, বজবজ, দুবরাজপুর, মালদা ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিনে পর পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে ৷ বিষয়টি নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷

ETV Bharat
সৌগত রায়
author img

By

Published : May 24, 2023, 12:50 AM IST

ব্যারাকপুর, 23 মে: রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাজি কারখানায় পরপর ঘটে চলেছে বিস্ফোরণের ঘটনা ৷ এগরা, বজবজ, মালদা, দুবরাজপুর ৷ স্থান, কাল, পাত্র আলাদা ৷ কিন্তু ঘটনাক্রম প্রায় এক ৷ একের পর এক বাজি কারখানায় বা গুদামে বিস্ফোরণের জেরে গত এক সপ্তাহে রাজ্যে প্রাণ হারিয়েছেন 16 জন ৷ প্রশ্ন উঠছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে বেআইনি বাজার কারখানা গড়ে উঠেছে, এলাকার পর এলাকায় দোকান, ঘর তৈরি করে হাজার হাজার কেজির বাজি, বিস্ফোরক জমিয়ে রাখা হয়েছে, তা পুলিশ-প্রশাসনের নজর এড়ায় কী করে ৷ বিরোধীদের অভিযোগ, রাজ্যে বাজিকারখানার আড়ালে কার্যত বোমা তৈরির কুটিরশিল্প তৈরি হয়েছে ৷

তবে বিরোধীদের এই অভিযোগ মানতে চাননি তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ মঙ্গলবার তিনি জানান, পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনার পর সরকার পুলিশকে বলেছে বাজি উদ্ধার করতে ৷ প্রায় 37 হাজার কেজি বাজি ইতিমধ্যেই উদ্ধার হয়েছে । তবে সব বাজি নিষিদ্ধ নয়, বাজির কারখানাও নিষিদ্ধ নয় ৷ তবে নিষিদ্ধ বাজি উদ্ধার হওয়া দরকার ।

গ্রামে গ্রামে কোথায় কে বাজি তৈরি করছে সরকারের পক্ষে তা জানা সম্ভব নয় বলেও এদিন দাবি করেন তৃণমূল সাংসদ ৷ তিনি বলেন,"রাজ্যে আটত্রিশ হাজার গ্রামের মধ্যে 3 হাজার গ্রামে কোথায় কে বাজি তৈরি করছে তা সরকারের পক্ষে জানা সম্ভব নয় ৷ তার উপর পুলিশের কাজ অনেক বেড়ে গিয়েছে ৷ তাই হয়তো সেভাবে খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি ৷"

সৌগত রায়ের কথায়, অভিষেক বলেছে যে কেন্দ্র থেকে বকেয়া টাকা না আসার কারণে লোকে কাজ পাচ্ছে না ৷ তাই বাধ্য হয়ে বাজির কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছেন সকলে ৷ সৌগতর দাবি, এগরার ক্ষেত্রে কৃষ্ণপদ বাগকে বাজির দোকান তৈরির জন্য পঞ্চায়েতের তরফে লাইসেন্স ইস্যু করা হয়েছিল, পঞ্চায়েত প্রধানের তরফে ৷ কিন্তু প্রধান তো আর জানতেন না, ওই ব্যক্তি তার আড়ালে কী করছেন ৷

আরও পড়ুন: বজবজে বিস্ফোরণের পর বৈধ বাজি কারখানাগুলির উপর নজরদারির নির্দেশ নবান্নের

ব্যারাকপুর, 23 মে: রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বাজি কারখানায় পরপর ঘটে চলেছে বিস্ফোরণের ঘটনা ৷ এগরা, বজবজ, মালদা, দুবরাজপুর ৷ স্থান, কাল, পাত্র আলাদা ৷ কিন্তু ঘটনাক্রম প্রায় এক ৷ একের পর এক বাজি কারখানায় বা গুদামে বিস্ফোরণের জেরে গত এক সপ্তাহে রাজ্যে প্রাণ হারিয়েছেন 16 জন ৷ প্রশ্ন উঠছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে বেআইনি বাজার কারখানা গড়ে উঠেছে, এলাকার পর এলাকায় দোকান, ঘর তৈরি করে হাজার হাজার কেজির বাজি, বিস্ফোরক জমিয়ে রাখা হয়েছে, তা পুলিশ-প্রশাসনের নজর এড়ায় কী করে ৷ বিরোধীদের অভিযোগ, রাজ্যে বাজিকারখানার আড়ালে কার্যত বোমা তৈরির কুটিরশিল্প তৈরি হয়েছে ৷

তবে বিরোধীদের এই অভিযোগ মানতে চাননি তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ মঙ্গলবার তিনি জানান, পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনার পর সরকার পুলিশকে বলেছে বাজি উদ্ধার করতে ৷ প্রায় 37 হাজার কেজি বাজি ইতিমধ্যেই উদ্ধার হয়েছে । তবে সব বাজি নিষিদ্ধ নয়, বাজির কারখানাও নিষিদ্ধ নয় ৷ তবে নিষিদ্ধ বাজি উদ্ধার হওয়া দরকার ।

গ্রামে গ্রামে কোথায় কে বাজি তৈরি করছে সরকারের পক্ষে তা জানা সম্ভব নয় বলেও এদিন দাবি করেন তৃণমূল সাংসদ ৷ তিনি বলেন,"রাজ্যে আটত্রিশ হাজার গ্রামের মধ্যে 3 হাজার গ্রামে কোথায় কে বাজি তৈরি করছে তা সরকারের পক্ষে জানা সম্ভব নয় ৷ তার উপর পুলিশের কাজ অনেক বেড়ে গিয়েছে ৷ তাই হয়তো সেভাবে খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি ৷"

সৌগত রায়ের কথায়, অভিষেক বলেছে যে কেন্দ্র থেকে বকেয়া টাকা না আসার কারণে লোকে কাজ পাচ্ছে না ৷ তাই বাধ্য হয়ে বাজির কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছেন সকলে ৷ সৌগতর দাবি, এগরার ক্ষেত্রে কৃষ্ণপদ বাগকে বাজির দোকান তৈরির জন্য পঞ্চায়েতের তরফে লাইসেন্স ইস্যু করা হয়েছিল, পঞ্চায়েত প্রধানের তরফে ৷ কিন্তু প্রধান তো আর জানতেন না, ওই ব্যক্তি তার আড়ালে কী করছেন ৷

আরও পড়ুন: বজবজে বিস্ফোরণের পর বৈধ বাজি কারখানাগুলির উপর নজরদারির নির্দেশ নবান্নের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.