ETV Bharat / state

ব্রিগেডে প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করিয়ে কোনও লাভ হবে না: সৌগত - বিরাটি

৩ এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা প্রসঙ্গে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, "BJP-র পয়সা আছে। পয়সার উপর বসে আছে। BJP বড়লোকদের সরকার। আম্বানি, আদানির সরকার। টাকা আম্বানি, আদানি দিচ্ছে। তবে জনসভা করে কোনও লাভ হবে না।"

সৌগত রায়
author img

By

Published : Mar 31, 2019, 1:34 AM IST

বিরাটি, ৩১ মার্চ : "BJP-র পয়সা আছে। পয়সার উপর বসে আছে। BJP বড়লোকদের সরকার। সুটবুটের সরকার। আম্বানি, আদানির সরকার। টাকা আম্বানি, আদানি দিচ্ছে। তবে জনসভা করে কোনও লাভ হবে না।" ৩ এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা প্রসঙ্গে একথা বলেন তৃণমূল নেতা সৌগত রায়।

মোদির সভাকে কটাক্ষ করে সৌগতবাবু বলেন, "প্রধানমন্ত্রী তো ২০১৪ সালেও সভা করেছিলেন। তখন তো মোদি হাওয়া ছিল। মাত্র ২টি আসন পেয়েছিল। দক্ষিণবঙ্গে একটাও না। এবারও তাই হবে। BJP কিছু পাবে না।"

সৌগত রায়ের বক্তব্য

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভাস্থল শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। রোদ থেকে কর্মীদের বাঁচাতে টিন দিয়ে ঘেরা হয়েছে মাঠের একাংশ। এবিষয়ে সৌগত রায় বলেন, BJP বড়লোকদের সরকার। টাকা আদানি আম্বানি দিচ্ছে। টিন কেন ওরা ব্রিগেডে পাকা বাড়ি করে দিতে পারে।

এবারই হয়তো শেষবারের মতো নির্বাচনে লড়ছেন। এই ইঙ্গিতও দেন সৌগতবাবু। বলেন, "এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে। আমার উপর ভরসা রেখেছেন। আমার বয়স হয়েছে। আগামীদিনে হয়তো নির্বাচনে নাও লড়তে পারি। তবে এই নির্বাচন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।"

দিন কয়েক আগে বিরাটির মহাজাতি নগর ময়দানে সভার আয়োজন করেছিল BJP। সভায় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। গতকাল ওই একই মাঠে পালটা সভার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। সভায় BJP-র সভার থেকে বেশি লোক হয়েছিল বলে দাবি করেন সৌগত রায়। বলেন, "BJP-র সভার থেকে গতকাল মহিলাদের সভায় অনেক বেশি লোক হয়েছে। বিপ্লব দেব কোনও নেতাই না।"

বিরাটি, ৩১ মার্চ : "BJP-র পয়সা আছে। পয়সার উপর বসে আছে। BJP বড়লোকদের সরকার। সুটবুটের সরকার। আম্বানি, আদানির সরকার। টাকা আম্বানি, আদানি দিচ্ছে। তবে জনসভা করে কোনও লাভ হবে না।" ৩ এপ্রিল ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা প্রসঙ্গে একথা বলেন তৃণমূল নেতা সৌগত রায়।

মোদির সভাকে কটাক্ষ করে সৌগতবাবু বলেন, "প্রধানমন্ত্রী তো ২০১৪ সালেও সভা করেছিলেন। তখন তো মোদি হাওয়া ছিল। মাত্র ২টি আসন পেয়েছিল। দক্ষিণবঙ্গে একটাও না। এবারও তাই হবে। BJP কিছু পাবে না।"

সৌগত রায়ের বক্তব্য

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভাস্থল শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। রোদ থেকে কর্মীদের বাঁচাতে টিন দিয়ে ঘেরা হয়েছে মাঠের একাংশ। এবিষয়ে সৌগত রায় বলেন, BJP বড়লোকদের সরকার। টাকা আদানি আম্বানি দিচ্ছে। টিন কেন ওরা ব্রিগেডে পাকা বাড়ি করে দিতে পারে।

এবারই হয়তো শেষবারের মতো নির্বাচনে লড়ছেন। এই ইঙ্গিতও দেন সৌগতবাবু। বলেন, "এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে। আমার উপর ভরসা রেখেছেন। আমার বয়স হয়েছে। আগামীদিনে হয়তো নির্বাচনে নাও লড়তে পারি। তবে এই নির্বাচন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।"

দিন কয়েক আগে বিরাটির মহাজাতি নগর ময়দানে সভার আয়োজন করেছিল BJP। সভায় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। গতকাল ওই একই মাঠে পালটা সভার আয়োজন করে তৃণমূল মহিলা কংগ্রেস। সভায় BJP-র সভার থেকে বেশি লোক হয়েছিল বলে দাবি করেন সৌগত রায়। বলেন, "BJP-র সভার থেকে গতকাল মহিলাদের সভায় অনেক বেশি লোক হয়েছে। বিপ্লব দেব কোনও নেতাই না।"

Intro:সৌগত রায়ের সমর্থনে বিরাটি তে মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার মহিলা কর্মীরা মিছিলে পা মেলায়। মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


Body:তিনি বলেন দমদম থেকে সৌগত রায়ের জয় নিশ্চিত। মহিলা পুরুষ বয়স নির্বিশেষে সৌগত রায়ের সমর্থনে নেমেছে। বিরাটি পাঠান পুর মোড় থেকে মহাজাতি অব্দি প্রায় দুই কিলোমিটার মিছিলে পা মেলান কয়েক হাজার মহিলা ও পুরুষ। মহাজাতি মাঠে এদিন মিছিল শেষে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সেই সভায় বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য সৌগত রায় প্রমূখ।


Conclusion:গতকাল দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য এর উপর হামলা করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই মিছিলে হামলা চালায় । এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গতকাল আমি অযোধ্যায় ছিলাম সেখানেই খবর পেয়েছি খোঁজ নিয়ে দেখছি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.