ETV Bharat / state

Saudi Riyal Seized : ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকার বেশি সৌদির নোট-সহ ধৃত 2 - উত্তর 24 পরগনা

ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকার-ও বেশি সৌদি রিয়াল-সহ পেট্রাপোলে আইসিপিতে (Integrated Check Post- ICP) ধরা পড়ল দুই যুবক ৷ সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force- BSF) তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ এত বিদেশি মুদ্রা তাদের কাছে এল কোথা থেকে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দেড় কোটির টাকার বেশি সৌদির মুদ্রা-সহ পেট্রোপালে ধৃত 2
দেড় কোটির টাকার বেশি সৌদির মুদ্রা-সহ পেট্রোপালে ধৃত 2
author img

By

Published : Aug 22, 2021, 9:35 PM IST

পেট্রাপোল, 22 অগস্ট : লক্ষাধিক সৌদি আরবের মুদ্রা রিয়াল (Saudi Riyal)-সহ ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ধরা পড়ল দুই যুবক ৷ তাদের পুলিশের হাতে তুলে দিন সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force- BSF) । ধৃতরা একটি লরি নিয়ে সীমান্ত পেরনোর চেষ্টা করছিল ৷ তল্লাশিতে তখনই এই বিদেশি মুদ্রা উদ্ধার হয় ৷ ধৃত লরিচালকের নাম বাকিবিল্লা সহজি এবং খালাসির হল সাহিন হোসেন মণ্ডল । পুলিশ জানায়, চালক পেট্রাপোলের বাসিন্দা ও খালাসি পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা । শনিবার বাংলাদেশ থেকে খালি লরি নিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে বিএসএফের 179 নম্বর ব্যাটেলিয়ন ।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার পেট্রাপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টে (Integrated Check Post- ICP) রুটিন চেকিং চালাচ্ছিল সীমান্তরক্ষী বাহিনী । এদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় একটি খালি লরি দাঁড় করায় তারা । লরিতে তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার হয় । বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মুদ্রা সৌদি আরবের রিয়াল । এদিন 8 লক্ষ 50 হাজার রিয়াল উদ্ধার হয়েছে, ভারতীয় অর্থমূল্যে যা 1 কোটি 68 লক্ষ 38 হাজার 500 টাকা । অবৈধভাবে রিয়াল নিয়ে ভারতে প্রবেশ করায় লরির চালক ও খালাসিকে আটক করে বিএসএফ । পরবর্তীতে ওই বৈদেশিক মুদ্রা, লরির চালক ও খালাসিকে পেট্রাপোল থানার হতে তুলে দেয় বিএসএফ ৷ আটক করা হয়েছে লরিটিও ৷ ধৃতদের আজ নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলে পেট্রাপোল থানার পুলিশ । বিচারক চালকের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা চালকের কাছে কোথা থেকে এল ? কে তাকে দিয়েছে ? কার কাছেই বা দেওয়ার কথা ছিল ? এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : Illegal Construction : জলাশয় বুঝিয়ে বহুতল, হেলে পড়ল আবাসন

পেট্রাপোল, 22 অগস্ট : লক্ষাধিক সৌদি আরবের মুদ্রা রিয়াল (Saudi Riyal)-সহ ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ধরা পড়ল দুই যুবক ৷ তাদের পুলিশের হাতে তুলে দিন সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force- BSF) । ধৃতরা একটি লরি নিয়ে সীমান্ত পেরনোর চেষ্টা করছিল ৷ তল্লাশিতে তখনই এই বিদেশি মুদ্রা উদ্ধার হয় ৷ ধৃত লরিচালকের নাম বাকিবিল্লা সহজি এবং খালাসির হল সাহিন হোসেন মণ্ডল । পুলিশ জানায়, চালক পেট্রাপোলের বাসিন্দা ও খালাসি পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা । শনিবার বাংলাদেশ থেকে খালি লরি নিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে বিএসএফের 179 নম্বর ব্যাটেলিয়ন ।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার পেট্রাপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টে (Integrated Check Post- ICP) রুটিন চেকিং চালাচ্ছিল সীমান্তরক্ষী বাহিনী । এদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় একটি খালি লরি দাঁড় করায় তারা । লরিতে তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার হয় । বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মুদ্রা সৌদি আরবের রিয়াল । এদিন 8 লক্ষ 50 হাজার রিয়াল উদ্ধার হয়েছে, ভারতীয় অর্থমূল্যে যা 1 কোটি 68 লক্ষ 38 হাজার 500 টাকা । অবৈধভাবে রিয়াল নিয়ে ভারতে প্রবেশ করায় লরির চালক ও খালাসিকে আটক করে বিএসএফ । পরবর্তীতে ওই বৈদেশিক মুদ্রা, লরির চালক ও খালাসিকে পেট্রাপোল থানার হতে তুলে দেয় বিএসএফ ৷ আটক করা হয়েছে লরিটিও ৷ ধৃতদের আজ নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলে পেট্রাপোল থানার পুলিশ । বিচারক চালকের চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা চালকের কাছে কোথা থেকে এল ? কে তাকে দিয়েছে ? কার কাছেই বা দেওয়ার কথা ছিল ? এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : Illegal Construction : জলাশয় বুঝিয়ে বহুতল, হেলে পড়ল আবাসন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.