বারাসত, 16 এপ্রিল : দলের সঙ্গে দূরত্ব বেড়েছে সব্যসাচী দত্তর। লোকসভা ভোটে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচার করতেও দেখা যায়নি তাঁকে। এবার কি প্রচার করবেন না ? উত্তর দিলেন সব্যসাচী। কথাবার্তায় বোঝালেন তিনি আসলে প্রার্থীর কাছ থেকে ডাক পাননি। তাঁর কথায়, "বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার আগে নির্বাচনী প্রচারের জন্য আমাকে ডাকুক। প্রচারের জন্য বাকি ৪১টি কেন্দ্র তো রইলই।"
আজ বারাসত আদালতে এক পুরোনো মামলার হাজিরা দিতে আসেন সব্যসাচী দও। কাকলির সঙ্গে সব্যসাচীর সম্পর্ক ভালো নয় বলেই শোনা যায়। তবে তিনি যে এখনও তৃণমূলেরই একনিষ্ঠ কর্মী তার প্রমাণ পাওয়া গেল বক্তব্য। CPI(M)-এর সঙ্গে BJP-র গোপন আঁতাত রয়েছে, বারবার অভিযোগ করে এসেছে তৃণমূল নেতৃত্ব। সে প্রসঙ্গে সব্যসাচী বলেন, "CPI(M) বুঝে গেছে, ভারতবর্ষে তাদের অস্তিত্ব আর নেই। বাংলা, ত্রিপুরা যাওয়ার পর এখন CPI(M)-এর হাতে শুধু কেরালা। তারা শত্রুর শত্রুকে বন্ধু ভাবছে। এর মোকাবিলা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।"
নিজের ওয়ার্ডে নির্বাচন কমিটিতে সব্যসাচীবাবুকে ব্রাত্য রাখা হয়েছে। তাঁর বদলে অন্য একজনকে নির্বাচন কমিটির সদস্য করা হয়েছে। এই প্রসঙ্গে সব্যসাচীবাবু বলেন, "নতুন ছেলেরা আসুক। আমি ২৫ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর আছি। "