ETV Bharat / state

কাকলির হয়ে প্রচার করবেন ? উত্তর দিলেন সব্যসাচী - kakoli

আজ বারাসত আদালতে হাজিরা দিতে আসেন সব্যসাচী দত্ত। কথা বলেন লোকসভা ভোটে কাকলি ঘোষ দস্তিদারের হয়ে প্রচারে না নামা নিয়ে।

সব্যসাচী দত্ত
author img

By

Published : Apr 16, 2019, 7:40 PM IST

Updated : Apr 16, 2019, 7:58 PM IST

বারাসত, 16 এপ্রিল : দলের সঙ্গে দূরত্ব বেড়েছে সব্যসাচী দত্তর। লোকসভা ভোটে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচার করতেও দেখা যায়নি তাঁকে। এবার কি প্রচার করবেন না ? উত্তর দিলেন সব্যসাচী। কথাবার্তায় বোঝালেন তিনি আসলে প্রার্থীর কাছ থেকে ডাক পাননি। তাঁর কথায়, "বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার আগে নির্বাচনী প্রচারের জন্য আমাকে ডাকুক। প্রচারের জন্য বাকি ৪১টি কেন্দ্র তো রইলই।"

ভিডিয়োয় শুনুন সব্যসাচী দত্তের বক্তব্য

আজ বারাসত আদালতে এক পুরোনো মামলার হাজিরা দিতে আসেন সব্যসাচী দও। কাকলির সঙ্গে সব্যসাচীর সম্পর্ক ভালো নয় বলেই শোনা যায়। তবে তিনি যে এখনও তৃণমূলেরই একনিষ্ঠ কর্মী তার প্রমাণ পাওয়া গেল বক্তব্য। CPI(M)-এর সঙ্গে BJP-র গোপন আঁতাত রয়েছে, বারবার অভিযোগ করে এসেছে তৃণমূল নেতৃত্ব। সে প্রসঙ্গে সব্যসাচী বলেন, "CPI(M) বুঝে গেছে, ভারতবর্ষে তাদের অস্তিত্ব আর নেই। বাংলা, ত্রিপুরা যাওয়ার পর এখন CPI(M)-এর হাতে শুধু কেরালা। তারা শত্রুর শত্রুকে বন্ধু ভাবছে। এর মোকাবিলা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।"

নিজের ওয়ার্ডে নির্বাচন কমিটিতে সব্যসাচীবাবুকে ব্রাত্য রাখা হয়েছে। তাঁর বদলে অন্য একজনকে নির্বাচন কমিটির সদস্য করা হয়েছে। এই প্রসঙ্গে সব্যসাচীবাবু বলেন, "নতুন ছেলেরা আসুক। আমি ২৫ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর আছি। "

বারাসত, 16 এপ্রিল : দলের সঙ্গে দূরত্ব বেড়েছে সব্যসাচী দত্তর। লোকসভা ভোটে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচার করতেও দেখা যায়নি তাঁকে। এবার কি প্রচার করবেন না ? উত্তর দিলেন সব্যসাচী। কথাবার্তায় বোঝালেন তিনি আসলে প্রার্থীর কাছ থেকে ডাক পাননি। তাঁর কথায়, "বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার আগে নির্বাচনী প্রচারের জন্য আমাকে ডাকুক। প্রচারের জন্য বাকি ৪১টি কেন্দ্র তো রইলই।"

ভিডিয়োয় শুনুন সব্যসাচী দত্তের বক্তব্য

আজ বারাসত আদালতে এক পুরোনো মামলার হাজিরা দিতে আসেন সব্যসাচী দও। কাকলির সঙ্গে সব্যসাচীর সম্পর্ক ভালো নয় বলেই শোনা যায়। তবে তিনি যে এখনও তৃণমূলেরই একনিষ্ঠ কর্মী তার প্রমাণ পাওয়া গেল বক্তব্য। CPI(M)-এর সঙ্গে BJP-র গোপন আঁতাত রয়েছে, বারবার অভিযোগ করে এসেছে তৃণমূল নেতৃত্ব। সে প্রসঙ্গে সব্যসাচী বলেন, "CPI(M) বুঝে গেছে, ভারতবর্ষে তাদের অস্তিত্ব আর নেই। বাংলা, ত্রিপুরা যাওয়ার পর এখন CPI(M)-এর হাতে শুধু কেরালা। তারা শত্রুর শত্রুকে বন্ধু ভাবছে। এর মোকাবিলা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।"

নিজের ওয়ার্ডে নির্বাচন কমিটিতে সব্যসাচীবাবুকে ব্রাত্য রাখা হয়েছে। তাঁর বদলে অন্য একজনকে নির্বাচন কমিটির সদস্য করা হয়েছে। এই প্রসঙ্গে সব্যসাচীবাবু বলেন, "নতুন ছেলেরা আসুক। আমি ২৫ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর আছি। "

এবার মতুয়ারা কাকে ভোট দেবে তা নিয়ে বিভ্রান্ত। তৃনমূল ও বিজেপির হয়ে ঠাকুর বাড়ি থেকে দুই প্রার্থীর লড়াই নিয়ে এমন‍ই মন্তব্য করেন বনগাঁ লোকসভার সিপিএম প্রাথী'।আজ দুপুরে বারাসতে জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থীরা।এরপর‌ই,সিপিএম প্রার্থী অলোকেশ দাসকে ঠাকুরবাড়ি থেকে মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের লড়াইয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,মতুয়ারা ঠাকুরবাড়ি থেকে এর আগে কাউকে ভোট দিয়েছিল। কিন্তু এবার তাঁরা কাকে ভোট দেবেন,তা নিয়ে বিভ্রান্ত।এবার মতুয়ারা বুঝতে পেরেছে, যে ধর্ম ভোটের জায়গায় থাকবে, নাকি ব‍্যবসা ও রাজনৈতিক ‌‌ ক্ষমতা দখলের হাতিয়ার হবে।তিনি আরও বলেন, একমাত্র বামপন্থীরাই মতুয়াদের জীবনের সমস্যা নিয়ে লড়াই করতে পারে। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে বামপন্থীরাই ভোট চাইছে মতুয়াদের কাছে। শান্তনু ঠাকুরের দাবির প্রসঙ্গে সিপিএম প্রার্থী অলোকেশ দাস বলেন, মিথ্যাচার তৃনমূল ও বিজেপির বৈশিষ্ট্য।কালকে এরা একরকম বলবে, পরেরদিন আবার আরেকরকম বলবে। বনগাঁ লোকসভায় জয় পরাজয় মতুয়াদের ভোটের ওপর নির্ভর করে। সেখানে মতুয়া ভোট কিভাবে নিজের দিকে টানবেন?এই প্রশ্নের উত্তরে সিপিএম প্রার্থী বলেন,মতুয়ারাদের ভোট বরাবরই বামপন্থীরা পেয়ে এসেছে।২০১১সালের ভোটের আগে কোন‌ও তপশীলি আসন বামপন্থীরা হারায়নি।২০১১ সালে বিধানসভা ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে খুব সামান্য ভোটের শতকরায় আমরা পরাজিত হয়েছিলাম। তখনও আমরা মতুয়াদের ভোট পেয়েছিলাম। এবারের নির্বাচনেও পাব।তবে,সিপিএম প্রার্থীর অভিযোগ, মিথ্যা ও পরিকল্পিত রাজনীতি চলছে মতুয়াদের নিয়ে।সেটা এবার আর হবেনা। নিজের জয়ের ব্যাপারে প্রত‍্যয়ী অলোকেশ দাস বলেন,আমি একশো শতাংশ নিশ্চিত এবার বনগাঁবাসী বামপন্থীদের‌ই জয়ী করবে।যারা ভুল বুঝে দূরে সরে গেছে,তারাও বামপন্থীদের দিকে ঝুঁকছে বলে দাবি করেছেন সিপিএম প্রার্থী।অন‍্যদিকে, ব্যারাকপুর লোকসভার সিপিএম প্রার্থী গার্গী চ্যাটার্জী সব‍্যসাচী দত্তের তোলা অভিযোগ খন্ডন করে ইটিভি ভারতের প্রতিনিধির সামনে বলেন,ওরা কি বলব,তাতে কিছু আসে যায়না। তৃনমূল ও বিজেপির মধ্যে যে আঁতাত তা প্রথম দফার নির্বাচনের পর‌ই স্পষ্ট। শাসকদলের নেতা থেকে মুখ্যমন্ত্রী যত‌ই সিপিএম ও বিজেপি আঁতাতের অভিযোগ করুক, সবাই জানে বিজেপির সঙ্গে ঘর কে করেছে!২০০৪ সালে বাজপেয়ী সরকারের উনি(মুখ্যমন্ত্রী) বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন।আমরাই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। আগামীতেও করব। নিজের জয়ের বিষয়ে বলতে গিয়ে গার্গী চ্যাটার্জী বলেন,আমি আমার জয়ের বিষয়ে নিশ্চিত।এবার আমরা ব্যারাকপুর আসনটি পুনরুদ্ধার করব‌ই।
Last Updated : Apr 16, 2019, 7:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.