ETV Bharat / state

যুবতি নিখোঁজের ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগে পথ অবরোধ - road block

অবরোধের জেরে রাজারহাট-বেলেঘাটা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় ব্যাপক যানজট হয় । অবরোধকারীদের দাবি, থানার IC এসে প্রতিশ্রুতি দিলে তবেই অবরোধ তোলা হবে । এরপর শাসন থানার IC ফৈয়াজ আহমেদ ঘটনাস্থানে যান । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।

ফাইল ফোটো
author img

By

Published : May 5, 2019, 1:10 PM IST

বারাসত, 5 মে : পুলিশের গাফিলতির অভিযোগে রাজারঘাট-বেলেঘাটা রোড অবরোধ করা হল । গত সপ্তাহের শনিবার এক প্রতিবন্ধী যুবতি নিখোঁজ হয়ে যায় । তার নাম জাহিরা খাতুন (22) । তার পরিবারের তরফে শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । কিন্তু সাতদিন পরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে । পুলিশের গাফিলতির অভিযোগ তুলে গতকাল জাহিরার পরিবারের লোকজন ও স্থানীয়রা রাজারহাট-বেলেঘাটা রোড অবরোধ করে ।

অবরোধের জেরে রাজারহাট-বেলেঘাটা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় ব্যাপক যানজট হয় । অবরোধকারীদের দাবি, থানার IC এলেই অবরোধ তোলা হবে । এরপর শাসন থানার IC ফৈয়াজ আহমেদ ঘটনাস্থানে যান । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাতদিন আগে শাসন থানার সাহাজিপাড়ার বাসিন্দা জাহিরা খাতুন নিখোঁজ হয় । ঘটনার পর শাসন থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল । জাহিরার বয়স সহ তাকে চেনার অন্যান্য তথ্য পুলিশকে দেওয়া হয়েছিল । তার পরিবারের অভিযোগ, সাতদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধারের বিষয়ে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি । শাসন থানার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গতকাল তারা রাস্তা অবরোধ করেন । সাহাজিপাড়ার প্রায় হাজার দেড়েক বাসিন্দা এই অবরোধে সামিল হন ।

গাফিলতির অভিযোগ অস্বীকার করে শাসন থানার IC ফৈয়াজ আহমেদ বলেন, "ওই যুবতির খোঁজ পেতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যায় তাড়াতড়ি তাকে পরিবারের হাতে তুলে দিতে পারব ।

বারাসত, 5 মে : পুলিশের গাফিলতির অভিযোগে রাজারঘাট-বেলেঘাটা রোড অবরোধ করা হল । গত সপ্তাহের শনিবার এক প্রতিবন্ধী যুবতি নিখোঁজ হয়ে যায় । তার নাম জাহিরা খাতুন (22) । তার পরিবারের তরফে শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । কিন্তু সাতদিন পরেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে । পুলিশের গাফিলতির অভিযোগ তুলে গতকাল জাহিরার পরিবারের লোকজন ও স্থানীয়রা রাজারহাট-বেলেঘাটা রোড অবরোধ করে ।

অবরোধের জেরে রাজারহাট-বেলেঘাটা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় । এলাকায় ব্যাপক যানজট হয় । অবরোধকারীদের দাবি, থানার IC এলেই অবরোধ তোলা হবে । এরপর শাসন থানার IC ফৈয়াজ আহমেদ ঘটনাস্থানে যান । প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাতদিন আগে শাসন থানার সাহাজিপাড়ার বাসিন্দা জাহিরা খাতুন নিখোঁজ হয় । ঘটনার পর শাসন থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল । জাহিরার বয়স সহ তাকে চেনার অন্যান্য তথ্য পুলিশকে দেওয়া হয়েছিল । তার পরিবারের অভিযোগ, সাতদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধারের বিষয়ে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি । শাসন থানার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে গতকাল তারা রাস্তা অবরোধ করেন । সাহাজিপাড়ার প্রায় হাজার দেড়েক বাসিন্দা এই অবরোধে সামিল হন ।

গাফিলতির অভিযোগ অস্বীকার করে শাসন থানার IC ফৈয়াজ আহমেদ বলেন, "ওই যুবতির খোঁজ পেতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যায় তাড়াতড়ি তাকে পরিবারের হাতে তুলে দিতে পারব ।


Shimla (Himachal Pradesh), May 05 (ANI): A vegetable vendor Ravi Kumar is contesting as an independent candidate from the Shimla parliamentary constituency. Ravi Kumar released his manifesto which focuses on various social issues. His electoral symbol is telephone. Speaking to ANI he said, "I am a vegetable seller. In past 20 years both BJP and Congress only made promises to people. They only made fool out of people. Lok Sabha polls will be held in Himachal Pradesh in last phase on May 19.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.