দেগঙ্গা, 31 মার্চ : জমিজটে আটকে মুখ্যমন্ত্রীর সাধের বারাসত বাইপাস রোডের সংস্কার (Road Block at Deganga)। রাস্তার দেড় কিলোমিটার অংশে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ চার বছর ধরে। বেহাল দশার জেরে রাস্তায় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বাড়ছে শ্বাসকষ্টে প্রাদুর্ভাবও। এই পরিস্থিতিতে রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পথে নামলেন স্থানীয় গ্রামবাসীরা। চলল বাশেঁর ব্যারিকেড দিয়ে আটকে বেঞ্চ পেতে রাস্তা অবরোধ। বাদ গেল না প্ল্যাকার্ড হাতে বিক্ষোভও । ঘটনাটি দেগঙ্গার আরিজুল্লাপুর এলাকার। দীর্ঘক্ষণ অবরোধের জেরে এদিন দুর্ভোগের মুখে পড়েন বহু সাধারণ মানুষ। সমস্যা পোহাতে হয় পড়ুয়াদেরও । শেষে,পুলিশের আশ্বাসে প্রায় দু'ঘন্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।
দেগঙ্গার বেলিয়াঘাটা থেকে হাবরা সদর পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা সংস্কারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এটি ছিল মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প। বারাসত বাইপাস রোড নামে পরিচিত সেই প্রকল্পের কাজও শুরু হয় মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েকদিনের মধ্যে । কিন্তু প্রকল্পের কাজ করতে গিয়ে নির্মাণ সংস্থাকে হোঁচট খেতে হয় দেগঙ্গার নূরনগর পঞ্চায়েত এলাকায় এসে। কারণ, জমিজটের সমস্যা। সূত্রের খবর,নূরনগর পঞ্চায়েত এলাকা থেকে মোহনপুর মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ শুরুই করা যায়নি জমিজটের জেরে। যার ফলে দীর্ঘ চার বছর ধরে বাইপাস রোডের ওই অংশটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ,সংস্কার না হওয়ায় সেই রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভর্তি রাস্তায় প্রায়ই ঘটছে কোনও না কোনও দুর্ঘটনা। রাস্তার চলতা উঠে ধুলোর বাড়বাড়ন্তে রীতিমতো অতিষ্ঠ গ্রামবাসী থেকে স্থানীয় ব্যবসায়ীরা। এর জেরে এলাকায় শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ ।
আরও পড়ুন: বিধাননগরে ভুয়ো কলসেন্টার থেকে প্রতারণা, 5 মহিলা-সহ গ্রেফতার 14
বহুবার এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ গ্রামবাসীদের। শেষে নিরুপায় হয়ে এদিন রাস্তা অবরোধে নামেন তাঁরা। এই বিষয়ে জুলফিকার আলী নামে এক গ্রামবাসী বলেন,"নায্য ক্ষতিপূরণ পেলে স্থানীয়রা জমি দিতে প্রস্তুত। কিন্তু, প্রশাসনই কোনও উদ্যোগ নিচ্ছে না জমিজট কাটাতে। যার ফলে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। আমরা চাই বেহাল রাস্তার দ্রুত সংস্কার করা হোক। যতদিন রাস্তা সংস্কার হচ্ছে না ততদিন বেহাল রাস্তায় জল ছিটিয়ে ধুলো মুক্ত করুক প্রশাসন। এমন আশ্বাস পেয়েই আমরা অবরোধ আপাতত তুলে নিয়েছি।" এদিকে,প্রতিশ্রুতি না মিটলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।