ETV Bharat / state

Titagarh Custodial Death : দমদম সংশোধনাগারে বন্দির মৃত্যু, টিটাগড়ে অবরোধ পরিজনদের

author img

By

Published : Dec 12, 2021, 7:56 PM IST

চুরির অভিযোগে ধৃত তরুণের আকস্মিক মৃত্যু (Custodial Death) হয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ৷ পরিবারের সদস্যদের দাবি, পুলিশই মইনুদ্দিন খান নামে ওই তরুণকে পিটিয়ে খুন করেছে ৷ এর প্রতিবাদে রবিবার উত্তর 24 পরগনার টিটাগড় থানার (Titagarh Police Station) সামনে পথ অবরোধ (Road Block) করেন তাঁরা ৷

relatives block road to protest custodial death in titagarh
Titagarh Custodial Death : দমদম সংশোধনাগারে বন্দির মৃত্যু, টিটাগড়ে অবরোধ পরিজনদের

টিটাগড়, 12 ডিসেম্বর : চুরির অভিযোগে ধৃত তরুণের আকস্মিক মৃত্যুতে (Custodial Death) খুনের অভিযোগ ৷ পরিবারের সদস্যদের দাবি, পুলিশই ওই তরুণকে পিটিয়ে খুন করেছে ৷ আর সেই অপরাধ লুকোনোর জন্য বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ প্রতিবাদে রবিবার উত্তর 24 পরগনার টিটাগড় থানার (Titagarh Police Station) সামনে পথ অবরোধ (Road Block) করেন মৃতের আত্মীয়রা ৷ পুলিশ অবশ্য কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে দেয় ৷ মৃত যুবকের নাম মইনুদ্দিন খান ৷ বয়স 19 বছর ৷ তিনি টিটাগড়েরই বাসিন্দা ছিলেন ৷

আরও পড়ুন : Custodial Death : মালদায় পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ

মৃতের এক আত্মীয়া জানিয়েছেন, গত 6 ডিসেম্বর মইনুদ্দিনকে পাকড়াও করে টিটাগড় থানার পুলিশ ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ মইনুদ্দিনের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল ৷ পরিবারের দাবি, জেরার নামে প্রথমে থানার লকআপেই তাঁকে একপ্রস্থ মারধর করা হয় ৷ এরপর দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় ওই তরুণকে ৷ ইতিমধ্যেই মইনুদ্দিনের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেন ৷ তাঁর যাতে দ্রুত জামিনের ব্যবস্থা করা হয়, মাকে সেকথাও বলেন মইনুদ্দিন ৷

আরও পড়ুন : সিঁথি থানায় অভিযুক্তর মৃত্যুতে রাজনৈতিক রং

এই অবস্থায় রবিবার ভোররাতে (রাত আড়াইটে নাগাদ) মইনুদ্দিনের পরিবারকে জানানো হয়, তিনি মারা গিয়েছেন ৷ যদিও পরে জানা যায়, শনিবার সন্ধে ছ’টা নাগাদই মৃত্যু হয়েছিল তাঁর ৷ পরিবারের সদস্যদের প্রশ্ন, কেন মৃত্যুর এত পরে তাঁদের খবর দেওয়া হল ? কেনই বা মৃত্যুর কারণ সঠিকভাবে বলতে পারছে না পুলিশ ? রবিবার এইসব প্রশ্নের জবাব পেতেই টিটাগড় থানায় যান মইনুদ্দিনের পরিবারের সদস্যরা ৷ কিন্তু, পুলিশ কর্মীরা তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন বলে অভিযোগ ৷ এরপরই থানার সামনে বি টি রোড অবরোধ করেন মৃতের আত্মীয়রা ৷

টিটাগড়, 12 ডিসেম্বর : চুরির অভিযোগে ধৃত তরুণের আকস্মিক মৃত্যুতে (Custodial Death) খুনের অভিযোগ ৷ পরিবারের সদস্যদের দাবি, পুলিশই ওই তরুণকে পিটিয়ে খুন করেছে ৷ আর সেই অপরাধ লুকোনোর জন্য বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ প্রতিবাদে রবিবার উত্তর 24 পরগনার টিটাগড় থানার (Titagarh Police Station) সামনে পথ অবরোধ (Road Block) করেন মৃতের আত্মীয়রা ৷ পুলিশ অবশ্য কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে দেয় ৷ মৃত যুবকের নাম মইনুদ্দিন খান ৷ বয়স 19 বছর ৷ তিনি টিটাগড়েরই বাসিন্দা ছিলেন ৷

আরও পড়ুন : Custodial Death : মালদায় পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ

মৃতের এক আত্মীয়া জানিয়েছেন, গত 6 ডিসেম্বর মইনুদ্দিনকে পাকড়াও করে টিটাগড় থানার পুলিশ ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ মইনুদ্দিনের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল ৷ পরিবারের দাবি, জেরার নামে প্রথমে থানার লকআপেই তাঁকে একপ্রস্থ মারধর করা হয় ৷ এরপর দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় ওই তরুণকে ৷ ইতিমধ্যেই মইনুদ্দিনের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেন ৷ তাঁর যাতে দ্রুত জামিনের ব্যবস্থা করা হয়, মাকে সেকথাও বলেন মইনুদ্দিন ৷

আরও পড়ুন : সিঁথি থানায় অভিযুক্তর মৃত্যুতে রাজনৈতিক রং

এই অবস্থায় রবিবার ভোররাতে (রাত আড়াইটে নাগাদ) মইনুদ্দিনের পরিবারকে জানানো হয়, তিনি মারা গিয়েছেন ৷ যদিও পরে জানা যায়, শনিবার সন্ধে ছ’টা নাগাদই মৃত্যু হয়েছিল তাঁর ৷ পরিবারের সদস্যদের প্রশ্ন, কেন মৃত্যুর এত পরে তাঁদের খবর দেওয়া হল ? কেনই বা মৃত্যুর কারণ সঠিকভাবে বলতে পারছে না পুলিশ ? রবিবার এইসব প্রশ্নের জবাব পেতেই টিটাগড় থানায় যান মইনুদ্দিনের পরিবারের সদস্যরা ৷ কিন্তু, পুলিশ কর্মীরা তাঁদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন বলে অভিযোগ ৷ এরপরই থানার সামনে বি টি রোড অবরোধ করেন মৃতের আত্মীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.