ETV Bharat / state

ফণীর আশঙ্কায় ট্রেন বাতিল ; ভাঙচুর, অবরোধ বারাসত স্টেশনে - VANDALIZED

বারাসত স্টেশনে ভাঙচুর চালাল যাত্রীদের একাংশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স ।

স্টেশনে ভাঙচুর
author img

By

Published : May 3, 2019, 7:39 PM IST

Updated : May 3, 2019, 9:37 PM IST

বারাসত, 3 মে : কোনও রকম কারণ না জানিয়ে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন । এই অভিযোগ তুলে বারাসত স্টেশনে ভাঙচুর চালাল যাত্রীদের একাংশ । অবরোধ করা হয় ট্রেনও । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স । পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ । চারজনকে আটক করেছে পুলিশ । সাংবাদিকদের হেনস্থার অভিযোগ ।

ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় আজ শিয়ালদা-হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয় । বারাসত স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী । আগে থেকে রেল কর্তৃপক্ষ জানায়নি । এই অভিযোগ তুলে রেল অবরোধে নামেন যাত্রীদের একাংশ । স্টেশনের কেবিনরুমে ঢুকে চলে ব্যাপক ভাঙচুর । খবর পেয়ে স্টেশনে পৌঁছায় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স । পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় । মোতায়েন রয়েছে পুলিশ ও RAF ।

BARASAT
চলছে ভাঙচুর

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট 10টি ট্রেন বাতিল করা হয়েছে । সন্ধে 6টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।

অবরোধ, ভাঙচুর ঘিরে উত্তাল বারাসত স্টেশন

বারাসত, 3 মে : কোনও রকম কারণ না জানিয়ে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন । এই অভিযোগ তুলে বারাসত স্টেশনে ভাঙচুর চালাল যাত্রীদের একাংশ । অবরোধ করা হয় ট্রেনও । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স । পরে পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ । চারজনকে আটক করেছে পুলিশ । সাংবাদিকদের হেনস্থার অভিযোগ ।

ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় আজ শিয়ালদা-হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয় । বারাসত স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী । আগে থেকে রেল কর্তৃপক্ষ জানায়নি । এই অভিযোগ তুলে রেল অবরোধে নামেন যাত্রীদের একাংশ । স্টেশনের কেবিনরুমে ঢুকে চলে ব্যাপক ভাঙচুর । খবর পেয়ে স্টেশনে পৌঁছায় পুলিশ, RAF ও কমব্যাট ফোর্স । পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায় । মোতায়েন রয়েছে পুলিশ ও RAF ।

BARASAT
চলছে ভাঙচুর

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট 10টি ট্রেন বাতিল করা হয়েছে । সন্ধে 6টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।

অবরোধ, ভাঙচুর ঘিরে উত্তাল বারাসত স্টেশন
Wb_Darj_03May_19_Sarada Rai_Expel_Sanjib_7205425 ------------- বিধানসভার উপ নির্বাচন দার্জিলিং কেন্দ্রে বিনযয়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার সারদা রাই দার্জিলিং, ০৩ মে: তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্দলয় প্রার্থী বিনয় তামাঙয়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার মাসুল । দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হল তৃণমূল কংগ্রেসের পাহাড় শাখার সভানেত্রী সারদা রাইকে । তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি সারদা রাইকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় । শুক্রবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সই করা এক প্রেস বিবৃতিতে সারদা রাইকে দল থেকে বহিষ্কারের কথা বিষয়টি জানানো হয় । বিধানসভার উপ নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাঙ। ওই কেন্দ্রেই দলের অনুশাসনের তোয়াক্কা না করে নিজেই নির্দল হিসাবে মনোনয়ন দেন সারদা রাই । এই অভিযোগে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস । মনোনয়ন দাখিলের দিন সারদা রাইকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিনয় তামাঙ তৃণমূল কংগ্রেসের কেউ নন । তিনি তৃণমূলের প্রতিকেও প্রার্থী হননি । ভোটও পাবেন না । তাই বিনয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি । এজন্য দল থেকে স্বেছায় পদত্যাগও করবেন না। তবে দল তাঁকে ছেঁটে ফেললে মাথা পেতে নেবেন । এদিন দল তাঁকে বহিষ্কার করেছে জানার পর সারদা রাই বলেন, দল বহিষ্কার করেছে আমি তা মেনে নিয়েছি । তবে একটা বিষয়ে আমি তাজ্জব । সেটি হল বহিষ্কার নিয়ে চিঠিতে বলা হয়েছে এবার থেকে সারদা কোনোও বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলে দলের কোনোও দায় থাকবে না । এটা নিয়ে সারদা রাইয়ের প্রশ্ন দল বহিষ্কার না করলে বেআইনি কাজ করলে দল দায় নিত ?
Last Updated : May 3, 2019, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.