ব্যারাকপুর, 26 মে : মধ্যবিত্ত পরিবারের মেয়ে ৷ ইচ্ছে ছিল জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর । মডেলিং এবং অভিনয় জগতকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন বিদিশা দে মজুমদার । মাত্র 21 বছরের সেই উঠতি তারকার রহস্যমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বিদিশার পরিবার-পরিজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীরা । তাঁদের একটাই প্রশ্ন, কী কারণে সদাহাস্যময় মেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন (Bidisha De Majumdar death) ?
ভাটপাড়া পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের টালিখোলা এলাকায় বাড়ি বিদিশার । বাবা-মা ছাড়াও পরিবারে রয়েছে ছোট বোনও । বাবার যৎসামান্য আয়ের উপরই নির্ভরশীল পরিবার । আর্থিক স্বচ্ছলতা ফেরাতেই মডেলিংয়ের পথ বেছে নিয়েছিলেন বিদিশা । তাতে বাবার অমত থাকলেও মা সবসময় মেয়েকে উৎসাহ দিয়ে গিয়েছেন । গ্ল্যামার-দুনিয়ায় ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিতও করছিলেন তিনি (Bidisha De Majumdar Death mystery) ।
2021 সালে অনির্বেদ চট্টোপাধ্যায় পরিচালিত শর্টফিল্ম ‘ভর : দ্য ক্লাউনে’ আত্মপ্রকাশ ঘটে বিদিশার । তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল টলিউডের পরিচিত মুখ দেবরাজ মুখোপাধ্যায়কে । পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলা থেকেই নাচ-গান এবং ছবি আঁকতে ভালবাসতেন বিদিশা । সবসময় চেষ্টা করতেন গরিব মানুষের পাশে দাঁড়ানোর । সেই মেয়েরই এহেন পরিণতিতে অবাক ঘনিষ্ঠমহল ৷
আরও পড়ুন : পল্লবীর পর বিদিশা, এবার নাগেরবাজারে রহস্যমৃত্যু টলি-অভিনেত্রীর
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নাকি পেশাগত কারণ ? কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ৷ সেখানে মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি বিদিশা ৷ তবে তাঁর পরিবার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিনেত্রীর বান্ধবীদের অভিযোগ, বিদিশার সঙ্গে ঝাড়গ্রামের এক যুবকের বিগত চার মাস ধরে প্রণয়ের সম্পর্ক ছিল । অনুভব বেরা নামে সেই যুবক অন্য সম্পর্কে জড়ানোয় মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন বিদিশা । সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন ৷