ETV Bharat / state

QR Code for E-Rickshaws: বেআইনি টোটোর দাপট রুখতে 'কিউআর কোড'-চালু হতে চলেছে মধ্যমগ্রাম ও বারাসতে - QR Code

বেআইনি টোটোর দাপট রুখতে 'কিউআর কোড'-চালু হতে চলেছে মধ্যমগ্রাম ও বারাসত শহরে। যা রাজ্যে প্রথম ৷ অভিনব উদ্যোগে যান যন্ত্রণা থেকে এবার রেহাই মিলবে শহরবাসীর বলে আশাবাদী পৌরসভার আধিকারিকরা ৷

QR Code in Totos
টোটোর দাপট
author img

By

Published : Aug 20, 2023, 9:24 PM IST

কিউআর কোড চালু হতে চলেছে মধ্যমগ্রাম ও বারাসতে

মধ্যমগ্রাম, 20 অগস্ট: মধ্যমগ্রাম ও বারাসত শহরে বে-আইনি টোটোর দাপট রুখতে উদ্যোগী হল উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। টোটোয় রাশ টানতে এই দুই শহরেই এবার 'কিউআর কোড'-চালু হতে চলেছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের নির্দেশ কার্যকরী করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পৌর কর্তৃপক্ষের তরফে। একদিকে টোটো ইউনিয়নের সঙ্গে কথা বলে তাঁদের অনুমোদিত বৈধ টোটোর তালিকা তৈরি করা। অন‍্যদিকে, সেই তালিকা অনুয়ায়ী প্রশাসনের নির্দেশমতো বৈধ টোটোতে 'কিউআর কোড'-চালু করা ৷ দুই কাজই এখন চলছে সমানভাবে।

দ্রুত তা বাস্তবায়ন হলে দুই শহরেই যেমন যানজট কমবে, তেমনই যান যন্ত্রণা থেকে আমজনতার সুরাহা মিলবে বলেও আশাবাদী পৌরসভার আধিকারিকরা। যানজটের মূলে রয়েছে গুরুত্বপূর্ণ রাস্তায় যত্রতত্র অটো-টোটোর পার্কিং এবং বেআইনি যানবাহনের দাপট। যেভাবে দিনদিন অটো-টোটোর দাপট বেড়ে চলেছে তাতে পথ চলতে গিয়ে আমজনতার কার্যত নাভিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে টোটোয় লাগাম টানতে 'কিউআর কোড'-বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই তা চালু হওয়ার সম্ভবনা।

এই মুহূর্তে মধ্যমগ্রামে ইউনিয়ন এবং পৌরসভা অনুমোদিত টোটোর সংখ্যা অন্তত 1100। কিন্তু পৌর এলাকায় অনুমোদনহীন টোটো চলে এর কয়েকগুণ বেশি। জেলার সদর শহর বারাসতের অবস্থা তো আরও ভয়াবহ ৷ পৌরসভা যেখানে আড়াই হাজার টোটোর অনুমোদন দিয়েছে রাস্তায় নামার জন্য, সেখানে অতিরিক্ত আরও সাড়ে 3000 টোটো চলছে বারাসত শহরে। অর্থাৎ, এই সমস্ত বেআইনি টোটো কোনও না কোনও ইউনিয়নের ছত্রছায়ায় থেকে শহরে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ।

তাই প্রশাসনের এই উদ্যোগকে অভিনব বলেই মনে করা হচ্ছে। কারণ, টোটোতে 'কিউআর কোড'-চালু হতে কখনও দেখা যায়নি। 'কিউআর কোড'-স্ক‍্যানার করলেই টোটোর রেজিস্ট্রেশন থেকে শুরু মালিকের বায়োডাটা, টোটোর রুট- সহ যাবতীয় তথ্য এক নিমেষেই জানা যাবে। এই বিষয়ে মধ্যমগ্রাম শহর আইএনটিটিইউসি-র সভাপতি কুমারেশ চক্রবর্তী বলেন, "প্রশাসনের সহযোগিতায় মধ্যমগ্রামে বৈধ টোটোতে 'কিউআর কোড'-চালু হবে শীঘ্রই। এতে একদিকে অবৈধ টোটোকে যেমন চিহ্নিত করা যাবে, তেমনই যান চলাচলে গতি বাড়বে।"

'কিউআর কোড'-চালু হলে চালকদের হয়রানি থেকে সুরাহা মেলার পাশাপাশি বহিরাগত টোটোর দাপটও কমবে বলে মনে করছেন এক টোটো চালক স্মরজিৎ মণ্ডল। অন‍্যদিকে, জেলা প্রশাসনের বৈঠকে হওয়া 'কিউআর কোড'-চালুর সিদ্ধান্ত দ্রুত কার্যকরী করার আশ্বাস দিয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ৷

আরও পড়ুন: সংসার চালাতে টোটোই এখন ভরসা অঙ্গনওয়াড়ি দিদির, স্বপ্ন বুনছেন মাথা গোজার ঠাঁই বানানোর

কিউআর কোড চালু হতে চলেছে মধ্যমগ্রাম ও বারাসতে

মধ্যমগ্রাম, 20 অগস্ট: মধ্যমগ্রাম ও বারাসত শহরে বে-আইনি টোটোর দাপট রুখতে উদ্যোগী হল উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। টোটোয় রাশ টানতে এই দুই শহরেই এবার 'কিউআর কোড'-চালু হতে চলেছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের নির্দেশ কার্যকরী করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে পৌর কর্তৃপক্ষের তরফে। একদিকে টোটো ইউনিয়নের সঙ্গে কথা বলে তাঁদের অনুমোদিত বৈধ টোটোর তালিকা তৈরি করা। অন‍্যদিকে, সেই তালিকা অনুয়ায়ী প্রশাসনের নির্দেশমতো বৈধ টোটোতে 'কিউআর কোড'-চালু করা ৷ দুই কাজই এখন চলছে সমানভাবে।

দ্রুত তা বাস্তবায়ন হলে দুই শহরেই যেমন যানজট কমবে, তেমনই যান যন্ত্রণা থেকে আমজনতার সুরাহা মিলবে বলেও আশাবাদী পৌরসভার আধিকারিকরা। যানজটের মূলে রয়েছে গুরুত্বপূর্ণ রাস্তায় যত্রতত্র অটো-টোটোর পার্কিং এবং বেআইনি যানবাহনের দাপট। যেভাবে দিনদিন অটো-টোটোর দাপট বেড়ে চলেছে তাতে পথ চলতে গিয়ে আমজনতার কার্যত নাভিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে টোটোয় লাগাম টানতে 'কিউআর কোড'-বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই তা চালু হওয়ার সম্ভবনা।

এই মুহূর্তে মধ্যমগ্রামে ইউনিয়ন এবং পৌরসভা অনুমোদিত টোটোর সংখ্যা অন্তত 1100। কিন্তু পৌর এলাকায় অনুমোদনহীন টোটো চলে এর কয়েকগুণ বেশি। জেলার সদর শহর বারাসতের অবস্থা তো আরও ভয়াবহ ৷ পৌরসভা যেখানে আড়াই হাজার টোটোর অনুমোদন দিয়েছে রাস্তায় নামার জন্য, সেখানে অতিরিক্ত আরও সাড়ে 3000 টোটো চলছে বারাসত শহরে। অর্থাৎ, এই সমস্ত বেআইনি টোটো কোনও না কোনও ইউনিয়নের ছত্রছায়ায় থেকে শহরে দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ।

তাই প্রশাসনের এই উদ্যোগকে অভিনব বলেই মনে করা হচ্ছে। কারণ, টোটোতে 'কিউআর কোড'-চালু হতে কখনও দেখা যায়নি। 'কিউআর কোড'-স্ক‍্যানার করলেই টোটোর রেজিস্ট্রেশন থেকে শুরু মালিকের বায়োডাটা, টোটোর রুট- সহ যাবতীয় তথ্য এক নিমেষেই জানা যাবে। এই বিষয়ে মধ্যমগ্রাম শহর আইএনটিটিইউসি-র সভাপতি কুমারেশ চক্রবর্তী বলেন, "প্রশাসনের সহযোগিতায় মধ্যমগ্রামে বৈধ টোটোতে 'কিউআর কোড'-চালু হবে শীঘ্রই। এতে একদিকে অবৈধ টোটোকে যেমন চিহ্নিত করা যাবে, তেমনই যান চলাচলে গতি বাড়বে।"

'কিউআর কোড'-চালু হলে চালকদের হয়রানি থেকে সুরাহা মেলার পাশাপাশি বহিরাগত টোটোর দাপটও কমবে বলে মনে করছেন এক টোটো চালক স্মরজিৎ মণ্ডল। অন‍্যদিকে, জেলা প্রশাসনের বৈঠকে হওয়া 'কিউআর কোড'-চালুর সিদ্ধান্ত দ্রুত কার্যকরী করার আশ্বাস দিয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ৷

আরও পড়ুন: সংসার চালাতে টোটোই এখন ভরসা অঙ্গনওয়াড়ি দিদির, স্বপ্ন বুনছেন মাথা গোজার ঠাঁই বানানোর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.