বারাসত, 13 অক্টোবর: বাংলা ও বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো ৷ এ পুজো সর্বজনীন, মানে সবার পুজো ৷ আর এই উৎসবে,পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এগিয়ে এল বারাসত নবপল্লির কাঁঠালতলা দুর্গাপুজো কমিটি ৷ সপ্তমীর রাতে এলাকার শতাধিক দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল এই পুজো কমিটি ৷ রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নিজে উপস্থিত থেকে অসহায় মানুষদের হাতে এই সাহায্য তুলে দেন ৷
এই পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, মূলত বারাসত স্টেশন চত্বর-সহ অন্যান্য় কিছু এলাকার অসহায় মহিলা,পথশিশু এবং ভবঘুরেদের হাতে এদিন তুলে দেওয়া হয় নতুন পোশাক। খাদ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক বিবর্তন সাহা-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুন : Puja Parikrama : শোভাবাজার রাজবাড়ির পুজোয় সাবেকিয়ানার 232 বছর
পুজোর খরচ বাঁচিয়ে পুজো উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, বলেন, "আনন্দ উৎসবের মধ্যে দিয়ে মা মর্তে আগমন করেন। সেই উৎসবেই গত আট বছর ধরে নবপল্লী কাঁঠালতলা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তা দৃষ্টান্ত। আগামীদিনেও তাঁদের শ্রীবৃদ্ধি কামনা করি ৷"