ETV Bharat / state

দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা এলাকাবাসীর, উদ্ধার প্রচুর গাঁজা - North 24 Paragana

মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা । দেগঙ্গার নেতাজি পল্লি এলাকার ঘটনা ।

Public attack on weed seller's house Deganga, destroy huge amount of weeds
দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত জনতার হামলা, মিলল প্রচুর গাঁজা
author img

By

Published : Feb 2, 2020, 9:45 PM IST

দেগঙ্গা, 2 ফেব্রুয়ারি : উত্তর 24 পরগনার দেগঙ্গার নেতাজি পল্লি এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালালেন সেখানকার বাসিন্দারা । মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃদ্ধা সবিতা নন্দী, তার মেয়ে মায়া পালিত ও জামাই অরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন অরুণ পালিত । এই ব্যবসায় তাকে সাহায্য করত তার স্ত্রী মায়া ও ৭০ বছরের শাশুড়ি । আরও অভিযোগ, মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গেও জড়িত ছিল তারা । শনিবার ওই এলাকা থেকেই এক যুবতি তার দু'মাসের শিশুকে রেখে নিখোঁজ হয়ে যায় । সন্দেহ গিয়ে পড়ে মাদক ব্যবসায়ীর পরিবারের উপর । অভিযোগ দায়ের হয় দেগঙ্গা থানাতেও । এরপর রাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা । নিখোঁজ ওই যুবতির খোঁজ করতে গিয়ে অরুণের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা । এরপরই উত্তেজিত জনতা ওই গাঁজায় আগুন লাগিয়ে দেয় । বিক্ষোভও দেখায় তারা ।

দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত জনতার হামলা, মিলল প্রচুর গাঁজা
স্থানীয় বাসিন্দা রিয়া দত্ত বলেন,"প্রথমে ঘরে ঢুকতে বাধা দেওয়া হয় এলাকার বাসিন্দাদের । এরপর জোর করে ঘরে ঢোকা হয় । ঠাকুর ঘরের পিছন থেকে পাওয়া যায় একের পর এক গাঁজার প্যাকেট । সেগুলো পুড়িয়ে দেওয়া হয় ৷" তার অভিযোগ, "মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গে জড়িত এরা । পুলিশ তদন্ত করলেই তা সামনে আসবে ।" দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা নারী পাচারের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"

দেগঙ্গা, 2 ফেব্রুয়ারি : উত্তর 24 পরগনার দেগঙ্গার নেতাজি পল্লি এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালালেন সেখানকার বাসিন্দারা । মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃদ্ধা সবিতা নন্দী, তার মেয়ে মায়া পালিত ও জামাই অরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন অরুণ পালিত । এই ব্যবসায় তাকে সাহায্য করত তার স্ত্রী মায়া ও ৭০ বছরের শাশুড়ি । আরও অভিযোগ, মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গেও জড়িত ছিল তারা । শনিবার ওই এলাকা থেকেই এক যুবতি তার দু'মাসের শিশুকে রেখে নিখোঁজ হয়ে যায় । সন্দেহ গিয়ে পড়ে মাদক ব্যবসায়ীর পরিবারের উপর । অভিযোগ দায়ের হয় দেগঙ্গা থানাতেও । এরপর রাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা । নিখোঁজ ওই যুবতির খোঁজ করতে গিয়ে অরুণের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা । এরপরই উত্তেজিত জনতা ওই গাঁজায় আগুন লাগিয়ে দেয় । বিক্ষোভও দেখায় তারা ।

দেগঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত জনতার হামলা, মিলল প্রচুর গাঁজা
স্থানীয় বাসিন্দা রিয়া দত্ত বলেন,"প্রথমে ঘরে ঢুকতে বাধা দেওয়া হয় এলাকার বাসিন্দাদের । এরপর জোর করে ঘরে ঢোকা হয় । ঠাকুর ঘরের পিছন থেকে পাওয়া যায় একের পর এক গাঁজার প্যাকেট । সেগুলো পুড়িয়ে দেওয়া হয় ৷" তার অভিযোগ, "মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গে জড়িত এরা । পুলিশ তদন্ত করলেই তা সামনে আসবে ।" দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা নারী পাচারের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।"
Intro:মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে সেখান থেকে উদ্ধার হওয়া গাঁজায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি উত্তর 24 পরগনার দেগঙ্গার নেতাজি পল্লী এলাকার।পরে,পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বৃদ্ধা সবিতা নন্দী,তার মেয়ে মায়া পালিত ও জামাই অরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে। Body:দেগঙ্গাঃমাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে সেখান থেকে উদ্ধার হওয়া গাঁজায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিল উত্তেজিত জনতা।ঘটনাট উত্তর 24 পরগনার দেগঙ্গার নেতাজি পল্লী এলাকার।পরে,পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেগঙ্গা থানার পুলিশ বৃদ্ধা সবিতা নন্দী,তার মেয়ে মায়া পালিত ও জামাই অরুনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন অরুন পালিত।এই ব্যবসায় তাকে সহযোগিতা করত তার স্ত্রী মায়া ও ৭০ বছরের বৃদ্ধা শাশুড়ি।এমনই অভিযোগ এলাকার লোকজনের।আরও অভিযোগ,মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তারা।শনিবার ওই এলাকা থেকেই এক বধূ তার ২ মাসের শিশুকে রেখে আচমকাই নিখোঁজ হয়ে যান।সন্দেহ গিয়ে পড়ে মাদক ব্যবসায়ীর পরিবারের ওপর।অভিযোগ দায়ের হয় দেগঙ্গা থানাতেও।এরপর,রাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয় এলাকার লোকজন।ঘরে নিখোঁজ ওই বধূর খোঁজ করতে গিয়ে মেলে প্রচুর পরিমাণে গাঁজা।এরপরই উত্তেজিত জনতা ওই গাঁজায় আগুন লাগিয়ে দেয়।চলে বিক্ষোভও।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।স্থানীয় বাসিন্দা রিয়া দত্ত বলেন,"প্রথমে ঘরে ঢুকতে বাধা দেওয়া হয় এলাকার লোকজনকে।এরপর জোর করে ঘরে ঢোকা হয়।ঠাকুর ঘরের পিছন থেকে পাওয়া যায় একের পর এক গাঁজার প্যাকেট।সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়"।তার অভিযোগ,"মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গে যুক্ত এরা।পুলিশ তদন্ত করলেই তা সামনে আসবে"।দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে,মাদক ব্যবসা চালানো অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতরা নারী পাচারের সঙ্গে জড়িত কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে"।Conclusion:দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে,"মাদক ব্যবসা চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতদের সঙ্গে নারী পাচারের কেনও যোগ আছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।নিখোঁজ বধূর খোঁজ পাওয়ার চেষ্টা চলছে"।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.