দেগঙ্গা, 2 ফেব্রুয়ারি : উত্তর 24 পরগনার দেগঙ্গার নেতাজি পল্লি এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালালেন সেখানকার বাসিন্দারা । মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃদ্ধা সবিতা নন্দী, তার মেয়ে মায়া পালিত ও জামাই অরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন অরুণ পালিত । এই ব্যবসায় তাকে সাহায্য করত তার স্ত্রী মায়া ও ৭০ বছরের শাশুড়ি । আরও অভিযোগ, মাদক ব্যবসার আড়ালে নারী পাচারের সঙ্গেও জড়িত ছিল তারা । শনিবার ওই এলাকা থেকেই এক যুবতি তার দু'মাসের শিশুকে রেখে নিখোঁজ হয়ে যায় । সন্দেহ গিয়ে পড়ে মাদক ব্যবসায়ীর পরিবারের উপর । অভিযোগ দায়ের হয় দেগঙ্গা থানাতেও । এরপর রাতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা । নিখোঁজ ওই যুবতির খোঁজ করতে গিয়ে অরুণের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা । এরপরই উত্তেজিত জনতা ওই গাঁজায় আগুন লাগিয়ে দেয় । বিক্ষোভও দেখায় তারা ।