ETV Bharat / state

সল্টলেকে বাড়ি দখলের চেষ্টা, পরিচারিকার শ্লীলতাহানি প্রোমোটারের

রবিবার দুপুর 12টার সময় জনাদশেক দুষ্কৃতী তাণ্ডব চালায় সল্টলেকে ৷ বাড়ির পরিচারিকাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে দুই প্রোমোটারের বিরুদ্ধে। সল্টলেকে বাড়ি দখলের চেষ্টার অভিযোগও উঠেছে ৷

পরিচারিকাকে শ্লীলতাহানি
author img

By

Published : Nov 17, 2019, 9:16 PM IST

Updated : Nov 17, 2019, 9:33 PM IST

বিধাননগর, 17 নভেম্বর : বাড়ি দখলের চেষ্টা করতে গিয়ে পরিচারিকাকে মারধর এবং শ্লীলতাহানির করার অভিযোগ উঠল দুই প্রোমোটারের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই দুই প্রোমোটারের নাম মৃণ্ময় যাদব এবং পঙ্কজ ঘোষ ৷

আজ দুপুর 12টার সময় মৃণ্ময় যাদব এবং পঙ্কজ ঘোষ নামে দুই স্থানীয় প্রোমোটার জনা দশেক দুষ্কৃতীকে নিয়ে সল্টলেকের 1 নং সেক্টরের একটি বাড়িতে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ বাড়ির সদর দরজা ভেঙে তারা ঘরে ঢুকে ভাঙচুর চালায়, জিনিসপত্র লণ্ডভণ্ড করে ৷ বাড়ির পরিচারিকাকে মারধর করে, শ্লীলতাহানি করা হয় ৷ প্রাণনাশের হুমকি দেয় প্রোমোটাররা ৷

ঘটনার কথা পরিচারিকা প্রথমে বিধাননগর উত্তর থানায় জানাতে চাইলে পুলিশ অভিযোগ নেয়নি ৷ ফোনে পুলিশের সাহায্য চাইলে প্রোমোটারের বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয় ৷ প্রোমোটার সহ দুষ্কৃতীরা ফের হামলা চালায় ওই বাড়িতে ৷ তখন পরিচারিকা পুলিশকে জানালে তারা ঘটনাস্থানে আসে ৷ এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি ৷

স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের 1 নম্বর সেক্টরের ওই বাড়ির মালিক ইংল্যান্ডে থাকেন ৷ ইংল্যান্ডে যাওয়ার আগে প্রোমোটারদের সঙ্গে ওই বাড়ি সংক্রান্ত একটি চুক্তি হয় ৷ তবে তাতে সম্পূর্ণ বাড়ির কথা উল্লেখ ছিল না ৷ অভিযোগ ওঠে, চুক্তি ভেঙে প্রোমোটাররা গোটা বাড়ি দখল করতে চাইছে ৷

বিধাননগর, 17 নভেম্বর : বাড়ি দখলের চেষ্টা করতে গিয়ে পরিচারিকাকে মারধর এবং শ্লীলতাহানির করার অভিযোগ উঠল দুই প্রোমোটারের বিরুদ্ধে ৷ অভিযুক্ত ওই দুই প্রোমোটারের নাম মৃণ্ময় যাদব এবং পঙ্কজ ঘোষ ৷

আজ দুপুর 12টার সময় মৃণ্ময় যাদব এবং পঙ্কজ ঘোষ নামে দুই স্থানীয় প্রোমোটার জনা দশেক দুষ্কৃতীকে নিয়ে সল্টলেকের 1 নং সেক্টরের একটি বাড়িতে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ বাড়ির সদর দরজা ভেঙে তারা ঘরে ঢুকে ভাঙচুর চালায়, জিনিসপত্র লণ্ডভণ্ড করে ৷ বাড়ির পরিচারিকাকে মারধর করে, শ্লীলতাহানি করা হয় ৷ প্রাণনাশের হুমকি দেয় প্রোমোটাররা ৷

ঘটনার কথা পরিচারিকা প্রথমে বিধাননগর উত্তর থানায় জানাতে চাইলে পুলিশ অভিযোগ নেয়নি ৷ ফোনে পুলিশের সাহায্য চাইলে প্রোমোটারের বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয় ৷ প্রোমোটার সহ দুষ্কৃতীরা ফের হামলা চালায় ওই বাড়িতে ৷ তখন পরিচারিকা পুলিশকে জানালে তারা ঘটনাস্থানে আসে ৷ এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি ৷

স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের 1 নম্বর সেক্টরের ওই বাড়ির মালিক ইংল্যান্ডে থাকেন ৷ ইংল্যান্ডে যাওয়ার আগে প্রোমোটারদের সঙ্গে ওই বাড়ি সংক্রান্ত একটি চুক্তি হয় ৷ তবে তাতে সম্পূর্ণ বাড়ির কথা উল্লেখ ছিল না ৷ অভিযোগ ওঠে, চুক্তি ভেঙে প্রোমোটাররা গোটা বাড়ি দখল করতে চাইছে ৷

Intro:বিধাননগর, ১৭ নভেম্বর: সল্টলেকে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠল প্রোমোটারের বিরূদ্ধে। বাড়ির পরিচারিকাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে দুই প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ প্রোমোটার মৃন্ময় যাদব ও পঙ্কজ ঘোষ রবিবার দুপুর বারোটার সময় জনাদশেক দুষ্কৃতী নিয়ে সল্টলেকের ১নম্বর সেক্টরের সিএফ ৭১ এ হাজির হয়ে তান্ডব চালায়।Body:জানা গিয়েছে বাড়ির মালিক বিদেশে থাকেন। ইংল্যান্ডে যাওয়ার আগে প্রোমোটার বাড়ির মালিকের সঙ্গে চুক্তি করেছিলেন বলে দাবি প্রমোটারের। রবিবার তিনি প্রথমে পরিচারিকাকে অবিলম্বে বাড়ি খালি করতে চাপ দেন। মালিকের অনুপস্থিতিতে পরিচারিকা অস্বীকার করায় বাড়ির গেট ভাঙচুর করা হয়। ভিতরে জিনিসপত্র লন্ডভন্ড করে দেয়া হয়। প্রমোটার তাকে মারধর ও শ্লীলতাহানির করে বলে অভিযোগ করেছেন পরিচারিকা সেবিকা হালদার।

বিধাননগর উত্তর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। ফোনেও বারবার পুলিশকে সাহায্য চাওয়া হলেও পুলিশ সাহায্য করেনি বলে অভিযোগ সেবিকা হালদারের। প্রাণহানীর আশঙ্কায় রয়েছেন পরিচারিকা। ওই বাড়ির মালিক সমীরণ দাসের সঙ্গে যোগাযোগ করেছেন পরিচারিকা। অন্যদিকে প্রমোটারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রোমোটার সমস্ত বিষয়গুলি এড়িয়ে যান। মহিলা পরিচারিকাকে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। Conclusion:
Last Updated : Nov 17, 2019, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.