ETV Bharat / state

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসার অভিযোগে মুখ্যমন্ত্রীকে 'গুন্ডা' বলে সম্বোধন প্রিয়াঙ্কার - Priyanka Tibrewal

ভোট পরবর্তী হিংসার অভিযোগে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ রাজ্যে হিংসার অভিযোগ তাঁকে গুন্ডা বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী ৷ তাঁর হুঁশিয়ারি প্রয়োজনে ফের আদালতে যাবেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ৷

Priyanka on Post-poll Violence
Priyanka on Post-poll Violence
author img

By

Published : Jul 13, 2023, 8:06 PM IST

ভোট পরবর্তী হিংসার অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা প্রিয়াঙ্কার

দত্তপুকুর, 13 জুলাই: ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি নেতা-কর্মীদের সাহস জোগাতে বৃহস্পতিবার দত্তপুকুরের নেতাজি পল্লিতে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ কিন্তু, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গুন্ডা’ বলে সম্বোধন করার অভিযোগ উঠল এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে ৷ পঞ্চায়েত নির্বাচন ও তার পরবর্তী পর্যায়ে সন্ত্রাসের অভিযোগে কুৎসিত ভাষায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বলে অভিযোগ ৷

হুঁশিয়ারির সুরে প্রিয়াঙ্কা বলেন, "উনি বড় বড় স্বপ্ন দেখছেন ৷ প্রধানমন্ত্রী হবেন ৷ কিন্তু, ওনার কাউন্সিলর হওয়ার যোগ্যতাও নেই ৷ যিনি রাজ্যের মানুষকে মানুষ বলেই ভাবেন না ৷ মনুষ্যত্ব বলে যেখানে কিছু নেই ৷ তিনি কিসের মুখ্যমন্ত্রী ? গোটা রাজ‍্যটাই নিয়ন্ত্রিত হচ্ছে গুন্ডাদের দিয়ে ৷ তাই, মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো একজন গুন্ডা ছাড়া আর কিছুই নন ৷"

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট মিটলেও হিংসা থামার কোনও লক্ষ্মণই নেই ৷ ভোট পরবর্তী অশান্তি যেন বেড়েই চলেছে ৷ দত্তপুকুরের নেতাজি পল্লি গ্রাম পঞ্চায়েতে বিজেপির তিন পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, রাস্তার লাইট নিভিয়ে তারপর তিন বিজেপি প্রার্থীর বাড়িতে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ হামলার জেরে আতঙ্কিত নৃপেন ধর, অনিমা মণ্ডল এবং নীতীশ মণ্ডল নামে বিজেপির ওই তিন পরাজিত প্রার্থী ৷ পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে তাঁদের ৷

বিধ্বস্ত এই তিন পরাজিত প্রার্থীর পাশে দাঁড়াতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ সঙ্গে ছিলেন বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্র ৷ এ দিন আতঙ্কিত ওই তিন পরাজিত প্রার্থীর সঙ্গে কথা বলেন তিনি ৷ এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রীকে ৷

আরও পড়ুন: বিধানসভা অভিযানে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, মৃত বিজেপি নেতা

প্রিয়াঙ্কা বলেন, "রাজ‍্য জুড়ে যা চলছে তা সকলেই দেখতে পাচ্ছে ৷ নতুন করে আমার কিছু বলার নেই ৷ তবে, যেভাবে সন্ত্রাস বাড়ছে তাতে মনুষ্যত্ব ক্রমশ হারিয়ে যেতে বসেছে ৷ তার পরেও মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন ৷ ওনার লজ্জা নেই ৷" এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের শাসকদলকে হুঙ্কারও দিয়েছেন বিজেপির এই মহিলা নেত্রী ৷ তাঁর কথায়, "2021-র ভোট পরবর্তী অশান্তিতে তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে লড়াই করতে হয় ৷ সেই সময় আমার লড়াইয়ের জেরে জাতীয় মানবাধিকার কমিশনকে আসতে হয়েছিল এ রাজ্যে ৷ এবারও প্রয়োজন হলে তাই কবর ৷ লড়াই করব ৷ এসব করতে আমার বেশি সময় লাগে না ৷"

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর পর বারাসতের ময়নায় পুলিশ সুপারের অফিসে যান ৷ যদিও, সেখানে পুলিশ সুপারের দেখা পাননি ৷ পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সন্ত্রাস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্জি জানানো হয় তাঁকে ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়াল অতিরিক্ত পুলিশ সুপার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁকে ৷

ভোট পরবর্তী হিংসার অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা প্রিয়াঙ্কার

দত্তপুকুর, 13 জুলাই: ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি নেতা-কর্মীদের সাহস জোগাতে বৃহস্পতিবার দত্তপুকুরের নেতাজি পল্লিতে যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ কিন্তু, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গুন্ডা’ বলে সম্বোধন করার অভিযোগ উঠল এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে ৷ পঞ্চায়েত নির্বাচন ও তার পরবর্তী পর্যায়ে সন্ত্রাসের অভিযোগে কুৎসিত ভাষায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বলে অভিযোগ ৷

হুঁশিয়ারির সুরে প্রিয়াঙ্কা বলেন, "উনি বড় বড় স্বপ্ন দেখছেন ৷ প্রধানমন্ত্রী হবেন ৷ কিন্তু, ওনার কাউন্সিলর হওয়ার যোগ্যতাও নেই ৷ যিনি রাজ্যের মানুষকে মানুষ বলেই ভাবেন না ৷ মনুষ্যত্ব বলে যেখানে কিছু নেই ৷ তিনি কিসের মুখ্যমন্ত্রী ? গোটা রাজ‍্যটাই নিয়ন্ত্রিত হচ্ছে গুন্ডাদের দিয়ে ৷ তাই, মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো একজন গুন্ডা ছাড়া আর কিছুই নন ৷"

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট মিটলেও হিংসা থামার কোনও লক্ষ্মণই নেই ৷ ভোট পরবর্তী অশান্তি যেন বেড়েই চলেছে ৷ দত্তপুকুরের নেতাজি পল্লি গ্রাম পঞ্চায়েতে বিজেপির তিন পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, রাস্তার লাইট নিভিয়ে তারপর তিন বিজেপি প্রার্থীর বাড়িতে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ হামলার জেরে আতঙ্কিত নৃপেন ধর, অনিমা মণ্ডল এবং নীতীশ মণ্ডল নামে বিজেপির ওই তিন পরাজিত প্রার্থী ৷ পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটছে তাঁদের ৷

বিধ্বস্ত এই তিন পরাজিত প্রার্থীর পাশে দাঁড়াতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ সঙ্গে ছিলেন বারাসত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস মিত্র ৷ এ দিন আতঙ্কিত ওই তিন পরাজিত প্রার্থীর সঙ্গে কথা বলেন তিনি ৷ এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রীকে ৷

আরও পড়ুন: বিধানসভা অভিযানে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, মৃত বিজেপি নেতা

প্রিয়াঙ্কা বলেন, "রাজ‍্য জুড়ে যা চলছে তা সকলেই দেখতে পাচ্ছে ৷ নতুন করে আমার কিছু বলার নেই ৷ তবে, যেভাবে সন্ত্রাস বাড়ছে তাতে মনুষ্যত্ব ক্রমশ হারিয়ে যেতে বসেছে ৷ তার পরেও মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন ৷ ওনার লজ্জা নেই ৷" এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের শাসকদলকে হুঙ্কারও দিয়েছেন বিজেপির এই মহিলা নেত্রী ৷ তাঁর কথায়, "2021-র ভোট পরবর্তী অশান্তিতে তৃণমূলকে বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে লড়াই করতে হয় ৷ সেই সময় আমার লড়াইয়ের জেরে জাতীয় মানবাধিকার কমিশনকে আসতে হয়েছিল এ রাজ্যে ৷ এবারও প্রয়োজন হলে তাই কবর ৷ লড়াই করব ৷ এসব করতে আমার বেশি সময় লাগে না ৷"

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর পর বারাসতের ময়নায় পুলিশ সুপারের অফিসে যান ৷ যদিও, সেখানে পুলিশ সুপারের দেখা পাননি ৷ পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সন্ত্রাস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্জি জানানো হয় তাঁকে ৷ প্রিয়াঙ্কা টিবরেওয়াল অতিরিক্ত পুলিশ সুপার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.