ETV Bharat / state

Gobardanga Murder: পাওনা টাকা ফেরত চাওয়ায় জেঠিমাকে গলা টিপে খুন, ধৃত গৃহশিক্ষক - জেঠিমাকে খুনের দায়ে গ্রেফতার গৃহশিক্ষক

জেঠিমাকে খুন করে ঘরের মধ্যে ফেলে রেখেছিলেন 'গুণধর' গৃহশিক্ষক (Gobardanga Murder) ৷ থানায় অভিযোগ জানাতেই শুরু হয় তদন্ত ৷ আর তারপরই জেরায় খুনের কথা স্বীকার করেন ওই গৃহশিক্ষক ৷

Etv Bharat
জেঠিমাকে খুনে ধৃত গৃহশিক্ষক
author img

By

Published : Jan 6, 2023, 5:54 PM IST

জেঠিমাকে খুনের ঘটনায় প্রতিবেশীর প্রতিক্রিয়া

গোবরডাঙা, 6 জানুয়ারি: পাওনা টাকা ফেরত চাইছিলেন বৃদ্ধা জেঠিমা । আর সেই কারণেই জেঠিমাকে গলা টিপে খুন করে ঘরের মধ্যে ফেলে রাখার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার দশদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে বারাসত আদালতে তোলা হয় ৷

26 ডিসেম্বর গোবরডাঙার দমকদ্দারপাড়া থেকে পুষ্প আচার্যর (65) দেহ উদ্ধার করে পুলিশ । সেই ঘটনার ন'দিনের মাথায় খুনের অভিযোগে বৃদ্ধার মেজো দেওরের ছেলেকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ । পেশায় গৃহশিক্ষক ধৃত যুবকের নাম পিন্টু আচার্য (Gobardanga Murder Case) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে পিন্টুর বিয়ের কথা চলছিল । সেই কারণে পিন্টু তার জেঠিমার কাছ থেকে 50 হাজার টাকা ধার নেয় । এরপর পুষ্পদেবী ধারের সেই টাকা চাইছিলেন । যা নিয়ে পিন্টুর সঙ্গে তাঁর ঝামেলাও হয় । পরবর্তীতে 26 ডিসেম্বর সন্ধ্যায় বন্ধ ঘর থেকে পুষ্পদেবীর দেহ উদ্ধার হয় ।

আরও পড়ুন : পরকীয়া সন্দেহের জের, স্ত্রী'র ধড় থেকে মাথা আলাদা করে খালে ভাসিয়ে দিল স্বামী

এই ঘটনায় গোবরডাঙা থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার ৷ পুলিশ সূত্রে খবর, ফরেনসিক রিপোর্টে খুনের পিছনে পিন্টুর হাত থাকার কিছু তথ্য সামনে আসে তদন্তকারীদের । অন্যদিকে, বৃদ্ধার সঙ্গে পিন্টুর ঝামেলার কথাও পরিবার সূত্রে জানতে পারা যায় । এইসবের ভিত্তিতেই পিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ।

প্রাথমিক জেরায় পিন্টু গলা টিপে জেঠিমাকে খুনের কথা স্বীকার করে । শান্ত স্বভাবের পিন্টুর এমন কাণ্ডে হতবাক প্রতিবেশীরা । তাঁরা জানান, এলাকায় এই ধরনের ঘটনা কোনওদিন ঘটেনি । পিন্টু একজন গৃহশিক্ষক হয়ে এমন ঘটনা ঘটিয়েছে তা ভাবতে পারছেন না কেউই । পিন্টুর উপযুক্ত শাস্তির দাবি করেছেন সকলেই ।

আরও পড়ুন : পারিবারিক অশান্তির জের, স্ত্রীর গলা কেটে খুন ব্যক্তির

জেঠিমাকে খুনের ঘটনায় প্রতিবেশীর প্রতিক্রিয়া

গোবরডাঙা, 6 জানুয়ারি: পাওনা টাকা ফেরত চাইছিলেন বৃদ্ধা জেঠিমা । আর সেই কারণেই জেঠিমাকে গলা টিপে খুন করে ঘরের মধ্যে ফেলে রাখার অভিযোগে বৃহস্পতিবার রাতে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার দশদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে বারাসত আদালতে তোলা হয় ৷

26 ডিসেম্বর গোবরডাঙার দমকদ্দারপাড়া থেকে পুষ্প আচার্যর (65) দেহ উদ্ধার করে পুলিশ । সেই ঘটনার ন'দিনের মাথায় খুনের অভিযোগে বৃদ্ধার মেজো দেওরের ছেলেকে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ । পেশায় গৃহশিক্ষক ধৃত যুবকের নাম পিন্টু আচার্য (Gobardanga Murder Case) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে পিন্টুর বিয়ের কথা চলছিল । সেই কারণে পিন্টু তার জেঠিমার কাছ থেকে 50 হাজার টাকা ধার নেয় । এরপর পুষ্পদেবী ধারের সেই টাকা চাইছিলেন । যা নিয়ে পিন্টুর সঙ্গে তাঁর ঝামেলাও হয় । পরবর্তীতে 26 ডিসেম্বর সন্ধ্যায় বন্ধ ঘর থেকে পুষ্পদেবীর দেহ উদ্ধার হয় ।

আরও পড়ুন : পরকীয়া সন্দেহের জের, স্ত্রী'র ধড় থেকে মাথা আলাদা করে খালে ভাসিয়ে দিল স্বামী

এই ঘটনায় গোবরডাঙা থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার ৷ পুলিশ সূত্রে খবর, ফরেনসিক রিপোর্টে খুনের পিছনে পিন্টুর হাত থাকার কিছু তথ্য সামনে আসে তদন্তকারীদের । অন্যদিকে, বৃদ্ধার সঙ্গে পিন্টুর ঝামেলার কথাও পরিবার সূত্রে জানতে পারা যায় । এইসবের ভিত্তিতেই পিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ।

প্রাথমিক জেরায় পিন্টু গলা টিপে জেঠিমাকে খুনের কথা স্বীকার করে । শান্ত স্বভাবের পিন্টুর এমন কাণ্ডে হতবাক প্রতিবেশীরা । তাঁরা জানান, এলাকায় এই ধরনের ঘটনা কোনওদিন ঘটেনি । পিন্টু একজন গৃহশিক্ষক হয়ে এমন ঘটনা ঘটিয়েছে তা ভাবতে পারছেন না কেউই । পিন্টুর উপযুক্ত শাস্তির দাবি করেছেন সকলেই ।

আরও পড়ুন : পারিবারিক অশান্তির জের, স্ত্রীর গলা কেটে খুন ব্যক্তির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.