ETV Bharat / state

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব বারাসতের রায় চৌধুরি বাড়িতে - স্বর্গেশ্বর রায় চৌধুরির জ্যেষ্ঠ বংশধর নিশীথ রায় চৌধুরি

স্বর্গেশ্বর রায় চৌধুরির বংশধর নিশীথ রায় চৌধুরি বলেন,"প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনে খুব ভালো লাগছে । এর মধ্যে কোনও রাজনীতি নেই । প্রধানমন্ত্রী সকলের । এটা আমাদের কাছে গর্বের বিষয় ৷"

prime minister will virtually inaugurate in barasat puja
ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Oct 21, 2020, 9:53 PM IST

বারাসত, 21 অক্টোবর : আগামীকাল রাজ্যের দশটি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার মধ্যে 231 বছরের ঐতিহ্যবাহী বারাসতের রায় চৌধুরি বাড়ির পুজোও রয়েছে । উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এই বাড়ির সদস্যরা । তার আগে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ তাঁদের বাড়ি আসেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় সহ অন্যরা ।

পূর্ব বাংলার ফরিদপুর জেলায় এই পুজো শুরু হয় । সালটা তখন 1197 বঙ্গাব্দ । পরিবারের ষষ্ঠ বংশধর স্বর্গেশ্বর রায় চৌধুরির হাত ধরে শুরু হয় এই পুজো । তারপর থেকে বংশানুক্রমে এই পুজো হয়ে আসছে । পূর্ব বাংলার গ্রামের বাড়িতে এখনও পুজো হলেও সেখানে আর অংশগ্রহণ করতে পারেন না স্বর্গেশ্বর রায়ের বংশধর নিশীথ রায় চৌধুরির পরিবার । কারণ 1954 সালে বারাসতে চলে আসেন তাঁরা । পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কুতুলশাহী রোড়ে বাড়ি করেন নিশীথবাবু । একসময় চাকরি করতেন BSNL-এর ইঞ্জিনিয়ার হিসেবে । এখন অবশ্য চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি । 1992 সালে কুতুলশাহী রোডের বাড়িতেই ঐতিহ্যবাহী ওই পুজোর প্রচলন শুরু হয় । পূর্ব বাংলার গ্রামের পুজোর সমস্ত আচার ও ধর্মীয় রীতিনীতি মেনেই পুজো হয়ে আসছে বারাসতে রায় চৌধুরি বাড়ির পুজোয় । তার উপর বাড়তি পাওনা প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন । যা ঘিরে এখন সাজ সাজ রব রায় চৌধুরি পরিবারে ।

এই বিষয়ে স্বর্গেশ্বর রায় চৌধুরির বংশধর নিশীথ রায় চৌধুরি বলেন,"প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনে খুব ভালো লাগছে । এর মধ্যে কোনও রাজনীতি নেই । প্রধানমন্ত্রী সকলের । পাড়ার ছেলেরাই প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি জানায় আমাদের । এরপর তাতে সম্মতি দেওয়া হয় । উনি(প্রধানমন্ত্রী) সম্মানীয় ব্যক্তি ।এটা আমাদের কাছে গর্বের বিষয় ৷"

বিষয়টি নিয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যের যে দশটি দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে তার মধ্যে নিশীথ বাবুদের বাড়ির পুজোও রয়েছে । প্রথমে তাদের পাশেই একটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের জন্য ঠিক হয়েছিল । কিন্তু শাসকদলের বাধায় সেখান থেকে সরে আসতে হয় আমাদের । নিশীথবাবুর পরিবারের সম্মতি মেলায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় তাদের ৷" সরকার ও হাইকোর্টের সমস্ত নিয়মবিধি মেনেই এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হবে বলেও জানিয়েছেন তিনি ।

এদিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি পুজো উদ্বোধনকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল । এই বিষয়ে বারাসত শহর তৃণমূলের সভাপতি ও পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায় বলেন,"এর মাধ্যমে BJP নেতারা রাজনীতি করার চেষ্টা করছেন । কিন্তু তাতে বিশেষ কোনও সুবিধা হবে না । কারণ রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে ৷" BJP-র তোলা অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

বারাসত, 21 অক্টোবর : আগামীকাল রাজ্যের দশটি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার মধ্যে 231 বছরের ঐতিহ্যবাহী বারাসতের রায় চৌধুরি বাড়ির পুজোও রয়েছে । উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কী বার্তা দেন এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এই বাড়ির সদস্যরা । তার আগে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ তাঁদের বাড়ি আসেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় সহ অন্যরা ।

পূর্ব বাংলার ফরিদপুর জেলায় এই পুজো শুরু হয় । সালটা তখন 1197 বঙ্গাব্দ । পরিবারের ষষ্ঠ বংশধর স্বর্গেশ্বর রায় চৌধুরির হাত ধরে শুরু হয় এই পুজো । তারপর থেকে বংশানুক্রমে এই পুজো হয়ে আসছে । পূর্ব বাংলার গ্রামের বাড়িতে এখনও পুজো হলেও সেখানে আর অংশগ্রহণ করতে পারেন না স্বর্গেশ্বর রায়ের বংশধর নিশীথ রায় চৌধুরির পরিবার । কারণ 1954 সালে বারাসতে চলে আসেন তাঁরা । পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের কুতুলশাহী রোড়ে বাড়ি করেন নিশীথবাবু । একসময় চাকরি করতেন BSNL-এর ইঞ্জিনিয়ার হিসেবে । এখন অবশ্য চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি । 1992 সালে কুতুলশাহী রোডের বাড়িতেই ঐতিহ্যবাহী ওই পুজোর প্রচলন শুরু হয় । পূর্ব বাংলার গ্রামের পুজোর সমস্ত আচার ও ধর্মীয় রীতিনীতি মেনেই পুজো হয়ে আসছে বারাসতে রায় চৌধুরি বাড়ির পুজোয় । তার উপর বাড়তি পাওনা প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন । যা ঘিরে এখন সাজ সাজ রব রায় চৌধুরি পরিবারে ।

এই বিষয়ে স্বর্গেশ্বর রায় চৌধুরির বংশধর নিশীথ রায় চৌধুরি বলেন,"প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনে খুব ভালো লাগছে । এর মধ্যে কোনও রাজনীতি নেই । প্রধানমন্ত্রী সকলের । পাড়ার ছেলেরাই প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি জানায় আমাদের । এরপর তাতে সম্মতি দেওয়া হয় । উনি(প্রধানমন্ত্রী) সম্মানীয় ব্যক্তি ।এটা আমাদের কাছে গর্বের বিষয় ৷"

বিষয়টি নিয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "রাজ্যের যে দশটি দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হচ্ছে তার মধ্যে নিশীথ বাবুদের বাড়ির পুজোও রয়েছে । প্রথমে তাদের পাশেই একটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের জন্য ঠিক হয়েছিল । কিন্তু শাসকদলের বাধায় সেখান থেকে সরে আসতে হয় আমাদের । নিশীথবাবুর পরিবারের সম্মতি মেলায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় তাদের ৷" সরকার ও হাইকোর্টের সমস্ত নিয়মবিধি মেনেই এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হবে বলেও জানিয়েছেন তিনি ।

এদিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি পুজো উদ্বোধনকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল । এই বিষয়ে বারাসত শহর তৃণমূলের সভাপতি ও পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায় বলেন,"এর মাধ্যমে BJP নেতারা রাজনীতি করার চেষ্টা করছেন । কিন্তু তাতে বিশেষ কোনও সুবিধা হবে না । কারণ রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে ৷" BJP-র তোলা অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.