বারাসত, 30 সেপ্টেম্বর : কোরোনা আক্রান্ত রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মায়ের আরোগ্য কামনায় এবার দরগায় গিয়ে মাজারে চাদর চড়ালেন মন্ত্রীর অনুগামীরা । সেই সঙ্গে তাঁদের সুস্থতা কামনায় নমাজ পড়লেন তাঁরা । বারাসতের কাজিপাড়ায় এক দরগায় এমনই দৃশ্য ধরা পড়ল ।
কিছুদিন আগে বারাসতের অশ্বিনী পল্লির একটি কালীমন্দিরে মহাযজ্ঞ করে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা গায়ত্রী দেবীর আরোগ্য কামনা করেছিলেন মন্ত্রীর অনুগামীরা । এবার দরগায় গিয়ে মাজারে চাদর চড়ালেন তাঁরা । কোরোনা পরিস্থিতিতে সীমিত সংখ্যক সংখ্যালঘু মানুষকে নিয়ে এই কর্মকাণ্ডে সামিল হন মন্ত্রীর অনুগামীরা ।
সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন তৃণমূল নেতা ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেই সঙ্গে কোরোনা আক্রান্ত হন শুভেন্দুবাবুর মা সহ পরিবারের আরও দু'জন । সংক্রমিত হওয়ার পর থেকেই কোলাঘাটের এক সরকারি অতিথি নিবাসে হোম আইসোলেশনে রয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী । তবে, তাঁর মা গায়ত্রী দেবীকে ভরতি করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসা চলছে তাঁর । সংক্রমণ ধরা পড়লেও মন্ত্রী শুভেন্দু অধিকারীর শরীরে কোরোনার তেমন কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে । আপাতত মন্ত্রী ও তাঁর মা দু'জনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে ।
ইতিমধ্যেই কোরোনা আক্রান্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মায়ের শারীরিক অবস্থা নিয়ে সাংসদ শিশির অধিকারীর কাছ থেকে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মন্ত্রীর কোরোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর আরোগ্য কামনায় জেলায় জেলায় চলছে মহাযজ্ঞ ও প্রার্থনা । বাদ গেল না উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতও ।
এই বিষয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামী তৃণমূল নেতা সুভাষ মিত্র বলেন, "কোরোনা আক্রান্ত পরিবহনমন্ত্রী ও তাঁর মায়ের সুস্থ কামনায় বারাসতের বিভিন্ন মন্দির, গির্জা ও দরগায় প্রার্থনা চলছে । আজ আমরা তাঁদের আরোগ্য কামনায় মাজারে চাদর চড়ালাম । যাতে পরিবহনমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন । শুধু আমরা নয়, সংখ্যালঘু মানুষেরা মন্ত্রী ও তাঁর মায়ের সুস্থতায় নমাজ পড়ে প্রার্থনা করলেন দরগায় ।"