বনগাঁ, 7 অগস্ট : বোয়ালদহ পোস্ট অফিসে গ্রাহকের কোটি কোটি টাকা কেলেঙ্কারির ঘটনা অবশেষে পুলিশের জালে পোস্টমাস্টার । ধৃতের নাম নন্দগোপাল সর্দার । শুক্রবার রাতে তাঁকে বনগাঁর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । পোস্টমাস্টার গ্রেফতার হয়েছে জানতে পেরে বনগাঁর থানার সামনে সকাল থেকে জমাতের করেন গ্রাহকরা । ধৃতকে থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান গ্রাহকরা । টাকা ফেরত ও পোস্টমাস্টারের শাস্তির দাবি তোলেন তাঁরা । শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ থানার সামনে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ থানার বোয়ালদহ গ্রামে পোস্ট অফিসের একটি শাখা রয়েছে । গোয়ালদহ, ট্যাংরা, সুটিয়া-সহ আশপাশের গ্রামের বহু মানুষ ওই পোস্ট অফিসে টাকা জমিয়েছিলেন ৷ এলাকার গরিব মানুষ রেকারিং, সেভিংস অ্যাকাউন্ট ও দৈনিক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা রেখেছিলেন ৷ মার্চ মাসে গ্রাহকরা পোস্ট অফিসে টাকা তুলতে গিয়ে জানতে পারেন তাঁদের বইগুলি ভুয়ো এবং তাঁদের টাকা পোস্ট অফিসে জমাই পড়েনি । গ্রাহকদের অভিযোগ, পোস্টমাস্টার নন্দগোপাল সর্দার ওই টাকা আত্মসাৎ করেছেন ৷ এই ঘটনা সামনে আসতেই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত পোস্টমাস্টার । তাঁকে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন গ্রাহকরা । থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা । টাকা ফেরতের দাবিতে বনগাঁ পোস্ট অফিসের সামনে বিক্ষোভও দেখিয়েছিলেন ৷
অভিযোগ পেয়ে তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ । দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল পুলিশের জালে ধরা পড়েন নন্দগোপাল । পোস্টমাস্টার গ্রেফতার হয়েছে শুনে শনিবার বনগাঁ থানার সামনে জমায়েত হন প্রতারিত গ্রাহকরা । ধৃতকে আদালতের নিয়ে যাওয়ার জন্য পুলিশ গাড়িতে তোলার সময় তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা । গাড়ি ঘিরে বিক্ষোভ করে ধৃতকে মারধরের চেষ্টাও করেন তাঁরা । পুলিশের চেষ্টায় কোনওমতে সেখান থেকে ধৃতকে বের করে আদালতে নিয়ে যাওয়া হয় ।
গ্রাহকদের দাবি, সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকার তছরুপ হয়েছে ৷ এলাকার প্রচুর লোকের টাকা ছিল ওই পোস্ট অফিসে ৷ ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি টাকা ফেরতের দাবিও জানিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন : আদালতের হস্তক্ষেপে পরিণতি পেল ভালবাসা, এজলাসের সামনেই এক হল চার হাত