বারাসত, 7 ডিসেম্বর : এবার বারাসত । শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার পড়ল বারাসতের যশোর রোডের ডাকবাংলো মোড় থেকে এলআইসি অফিস এলাকা পর্যন্ত । তাতে লেখা "দাদার অনুগামী" । পোস্টারগুলি ল্যাম্পপোস্ট ও ত্রিফলা বাতির গায়ে লাগানো ছিল। বাদ পড়েনি ট্র্যাফিক সিগনালও । ইতিমধ্যে বিষয়টি নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে ।
পোস্টারের কোথাও লেখা রয়েছে- "দীনজনের ত্রাতা, শুভেন্দুদা জিন্দাবাদ ।" আবার কোথাও লেখা- "নতুন সূর্যোদয় ঘটবে । নতুন ভোর আসবে । আমরা সবাই দাদার সাথে আছি ।" কোথাও আবার রয়েছে, "জরাজীর্ণর হোক অবসান । নতুনকে করো আহ্বান । শুভেন্দুদা জিন্দাবাদ ।" আর এইসমস্ত পোস্টারের নিচে লেখা- "আমরা দাদার অনুগামী ।"
এই প্রসঙ্গে বারাসত তৃণমূলের সভাপতি ও পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায় বলেন, "এটা রাজনৈতিক দেউলিয়ার বহিঃপ্রকাশ । যারা এই কাজ করছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোনও যোগাযোগ নেই । তারা সাধারণ মানুষের স্বার্থে কোনও কাজও করে না । রাজনীতিতে ভেসে থাকার জন্য দু'একজন বিক্ষিপ্তভাবে এই কাজ করছে । যারা এই কাজ করছে তাদের দু'একজনকে আমরা চিনতেও পেরেছি ।" এরপরই তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "দলের মধ্যে থেকে এধরনের কাজ বরদাস্ত করা হবে না । তারা যদি মনে করে অন্য দলে চলে যেতে পারে । তৃণমূল দলে কোনও অনুগামী থাকবে না । একটাই অনুগামী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ।"