ETV Bharat / state

পৌরপ্রধান "চোর", পোস্টার পড়ল ব্যারাকপুরে - allegation poster

ব্যারাকপুরের জাফরপুর এলাকায় পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে পোস্টার পড়ল ৷

ব্যারাকপুরে পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে পোস্টার
author img

By

Published : Jul 29, 2019, 10:20 AM IST

Updated : Jul 29, 2019, 10:27 AM IST

ব্যারাকপুর, 29 জুলাই : কয়েকদিন আগে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়েছিল তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে ৷ এবার ফের তাঁর নামে পোস্টার পড়ল ৷ লেখা "উত্তম দাস চোর" ।

ব্যারাকপুরে পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে পোস্টার
ব্যারাকপুরে পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে পোস্টার

ব্যারাকপুরের জাফরপুর এলাকায় পোস্টারগুলি পড়েছে । পোস্টারে উত্তমবাবু ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে । কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি । পরে পোস্টারগুলো ছিড়ে ফেলা হয় ।

এই বিষয়ে উত্তম দাস বলেন, "কুকুরের লেজে পা পড়লে কুকুর ঘেউ ঘেউ করে । কামড়াতে আসে । ঠিক তেমনই কারও ব্যক্তিস্বার্থে আঘাত করেছি বলেই হয়ত এই প্রতিহিংসামূলক কাজটা করেছে ।" তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না বলে জানিয়েছেন তিনি ।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, "উত্তম দাস আগে 3 হাজার টাকা বেতনে একটি গ্যাসের গোডাউনে কাজ করতেন । বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটির উপর । কী ভাবে তাঁর এই সম্পত্তি হল তা জানতে চেয়ে মানুষ এই পোস্টার দিয়েছে ।"

ব্যারাকপুর, 29 জুলাই : কয়েকদিন আগে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়েছিল তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে ৷ এবার ফের তাঁর নামে পোস্টার পড়ল ৷ লেখা "উত্তম দাস চোর" ।

ব্যারাকপুরে পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে পোস্টার
ব্যারাকপুরে পৌরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে পোস্টার

ব্যারাকপুরের জাফরপুর এলাকায় পোস্টারগুলি পড়েছে । পোস্টারে উত্তমবাবু ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে । কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি । পরে পোস্টারগুলো ছিড়ে ফেলা হয় ।

এই বিষয়ে উত্তম দাস বলেন, "কুকুরের লেজে পা পড়লে কুকুর ঘেউ ঘেউ করে । কামড়াতে আসে । ঠিক তেমনই কারও ব্যক্তিস্বার্থে আঘাত করেছি বলেই হয়ত এই প্রতিহিংসামূলক কাজটা করেছে ।" তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না বলে জানিয়েছেন তিনি ।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, "উত্তম দাস আগে 3 হাজার টাকা বেতনে একটি গ্যাসের গোডাউনে কাজ করতেন । বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটির উপর । কী ভাবে তাঁর এই সম্পত্তি হল তা জানতে চেয়ে মানুষ এই পোস্টার দিয়েছে ।"

Intro:কুকুরের লেজে পা পড়লে কুকুর ঘেউ ঘেউ করে কামড়াতে আসে ঠিক তেমনি কারো ব্যক্তি স্বার্থে আঘাত করার জন্যই এই প্রতি হিংসা এ কাজ করেছে বলে অভিযোগ উত্তম দাসেরBody:
তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এর বিরুদ্ধে সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দিয়ে কাট মানি নেওয়ার অভিযোগ তুলে তার এলাকায় পোস্টার পড়েছিল কিছু দিন আগে। এবার সেই উত্তম দাস কে "চোর" অপবাদ দিয়ে পোস্টার করল ব্যারাকপুর জাফরপুর এলাকায়। তার এবং তার পরিবারের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে পোস্টারে। কে বা কারা এই পোস্টার দিল তা এখনো জানা যায়নি। পরে অবশ্য এই পোষ্টার কেউ খুলে দেয়। তবে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান এর বিরুদ্ধে এই পোস্টার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ব্যারাকপুর জুড়ে। যদিও ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস জানিয়েছেন কে বা কারা করেছে তা জানা যায়নি। কারণ কেউ কারো নাম দিতে সাহস পায়নি। হয়তো যাদের ব্যক্তি স্বার্থে আঘাত করেছি তারাই এ কাজ করেছে বলে অভিযোগ করেছেন উত্তম বাবু। তবে এসব নিয়ে তিনি কোন মাথা ঘামাতে চান না। অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং জানান উত্তম দাস আগে তিন হাজার টাকা বেতনে একটি গ্যাসের গোডাউনে কাজ করতো। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ প্রায় 100 কোটির ওপর। কিভাবে তার এই সম্পত্তি হলো তা মানুষ জানতে চেয়ে এই পোস্টার দিয়েছে।Conclusion:null
Last Updated : Jul 29, 2019, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.