ETV Bharat / state

Pond fill bongaon: বেআইনিভাবে শতাব্দী প্রাচীন পুকুর ভরাটের চেষ্টা, গ্রেফতার মালিক - police arrested

বেআইনিভাবে পুকুর ভরাট করার অভিযোগে এক পুকুর মালিককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ । ধৃতের নাম স্বপন দাস । তিনি বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লির বাসিন্দা।

Pond fill bongaon
বেআইনিভাবে শতাব্দী প্রাচীন পুকুর ভরাট চেষ্টা, গ্রেফতার মালিক
author img

By

Published : Aug 9, 2021, 12:04 PM IST

বনগাঁ, 9 অগস্ট : বেআইনিভাবে পুকুর ভরাট করার চেষ্টায় এক পুকুর মালিককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ । ধৃতের নাম স্বপন দাস । তিনি বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লির বাসিন্দা। গতকাল তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লিতে বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে । স্থানীয় বাসিন্দারা বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠের কাছে সেই অভিযোগ জানায় । গ্রামবাসীদের অভিযোগ পেয়ে তৎপর হয় প্রশাসক । বনগাঁ থানায় বেআইনি পুকুর ভরাটের লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পেয়ে পুকুর মালিক স্বপন দাসকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। এলাকার সাধারণ মানুষ বলেন, "পুকুরটি শতাব্দী প্রাচীন । বর্ষার সময় এলাকার বৃষ্টির জল ওই পুকুরে জমা হয় । পুকুর ভরাট হলে এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙ্গে পড়বে । জল জমবে এলাকায় । নষ্ট হবে পরিবেশের ভারসাম্য ।" তাদের দাবি, "অনুমতি না নিয়েই পুকুর ভরাটের কাজ চলছিল । তারা বারণ করলেও কর্ণপাত করেনি মালিক ।"

বেআইনিভাবে শতাব্দী প্রাচীন পুকুর ভরাট চেষ্টা, গ্রেফতার মালিক

আগামী দিনে যাতে পুকুর ভরাট না হয় তার আবেদন জানিয়েছে তারা । এই বিষয়ে বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন কাউন্সিলর দীপেন্দু বিকাশ বৈরাগী বলেন, " শুনেছি এই পুকুরটা বিক্রি হয়ে গিয়েছে । একটা প্রোমোটার ও স্থানীয় কিছু মানুষ পয়সার বিনিময় পুকুরটা ভরাট করেছে । আমরা জানি যে বেআইনি কাজ হলে প্রশাসন প্রশাসনের মত ব্যবস্থা নেবে । জানতে পারলাম কালকে পুকুরের মালিক স্বপন দাসকে গ্রেফতার করেছে পুলিশ । আমি জানি না তাঁকে কেন গ্রেফতার করেছে । আমার মনে হয় না পুকুর ভরাটের সঙ্গে তিনি সরাসরি যুক্ত । পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে প্রকৃত অপরাধী কে তা বেড়িয়ে যাবে ।"

আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ

এ বিষয়ে বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ জানিয়েছেন, " ঠাকুরপল্লি এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাট চলছিল । সাধারণ মানুষ আমার কাছে অভিযোগ জানিয়েছিল । রাজ্য সরকারের নির্দেশিকা মতো আমি প্রশাসনের কাছে অভিযোগ জানাই । প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে । বনগাঁ পৌর এলাকার বাসিন্দাদের কাছে এই ঘটনার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাইছি, যাতে বেআইনিভাবে কেউ পুকুর ভরাট না করে । "

বনগাঁ, 9 অগস্ট : বেআইনিভাবে পুকুর ভরাট করার চেষ্টায় এক পুকুর মালিককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ । ধৃতের নাম স্বপন দাস । তিনি বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লির বাসিন্দা। গতকাল তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয় । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লিতে বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে । স্থানীয় বাসিন্দারা বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠের কাছে সেই অভিযোগ জানায় । গ্রামবাসীদের অভিযোগ পেয়ে তৎপর হয় প্রশাসক । বনগাঁ থানায় বেআইনি পুকুর ভরাটের লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পেয়ে পুকুর মালিক স্বপন দাসকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। এলাকার সাধারণ মানুষ বলেন, "পুকুরটি শতাব্দী প্রাচীন । বর্ষার সময় এলাকার বৃষ্টির জল ওই পুকুরে জমা হয় । পুকুর ভরাট হলে এলাকায় জল নিকাশি ব্যবস্থা ভেঙ্গে পড়বে । জল জমবে এলাকায় । নষ্ট হবে পরিবেশের ভারসাম্য ।" তাদের দাবি, "অনুমতি না নিয়েই পুকুর ভরাটের কাজ চলছিল । তারা বারণ করলেও কর্ণপাত করেনি মালিক ।"

বেআইনিভাবে শতাব্দী প্রাচীন পুকুর ভরাট চেষ্টা, গ্রেফতার মালিক

আগামী দিনে যাতে পুকুর ভরাট না হয় তার আবেদন জানিয়েছে তারা । এই বিষয়ে বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রাক্তন কাউন্সিলর দীপেন্দু বিকাশ বৈরাগী বলেন, " শুনেছি এই পুকুরটা বিক্রি হয়ে গিয়েছে । একটা প্রোমোটার ও স্থানীয় কিছু মানুষ পয়সার বিনিময় পুকুরটা ভরাট করেছে । আমরা জানি যে বেআইনি কাজ হলে প্রশাসন প্রশাসনের মত ব্যবস্থা নেবে । জানতে পারলাম কালকে পুকুরের মালিক স্বপন দাসকে গ্রেফতার করেছে পুলিশ । আমি জানি না তাঁকে কেন গ্রেফতার করেছে । আমার মনে হয় না পুকুর ভরাটের সঙ্গে তিনি সরাসরি যুক্ত । পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে প্রকৃত অপরাধী কে তা বেড়িয়ে যাবে ।"

আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ

এ বিষয়ে বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ জানিয়েছেন, " ঠাকুরপল্লি এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাট চলছিল । সাধারণ মানুষ আমার কাছে অভিযোগ জানিয়েছিল । রাজ্য সরকারের নির্দেশিকা মতো আমি প্রশাসনের কাছে অভিযোগ জানাই । প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে । বনগাঁ পৌর এলাকার বাসিন্দাদের কাছে এই ঘটনার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাইছি, যাতে বেআইনিভাবে কেউ পুকুর ভরাট না করে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.