ETV Bharat / state

রজত খুনের মামলায় স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা পুলিশের - anindita paul

নিউটাউনে আইনজীবী রজত কুমার দে খুনের মামলায় ধৃত অনিন্দিতা দে(পাল)-র বিরুদ্ধে গতকাল বারাসত আদালতে চার্জশিট জমা দিল পুলিশ

anindita dey
author img

By

Published : Feb 20, 2019, 10:24 AM IST

বারাসত, ২০ ফেব্রুয়ারি : নিউটাউনে আইনজীবী রজত কুমার দে খুনের মামলায় ধৃত অনিন্দিতা দে(পাল)-র বিরুদ্ধে গতকাল বারাসত আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। খুনের ৮১ দিনের মাথায় বারাসত আদালতের CJM রতন সূরের এজলাসে চার্জশিট জমা দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, প্রায় ৩৫০ পাতার চার্জশিট জমা পড়েছে। মোট ৩৯ জন এই মামলায় সাক্ষ্য দেবেন। অনিন্দিতার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের এবং ২০১ ধারায় তথ্যপ্রমাণ লোপাটের মামলা হয়েছে। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, " রজত দে খুনের মামলায় FIR -এ অনিন্দিতার বাবার বাড়ির তিনজনের নামও ছিল। কিন্তু, তাদের বিরুদ্ধে সেরকম কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তাই,পরিবারের তিনজনের নাম এই চার্জশিটে দেওয়া হয়নি।" তিনি আরও বলেন, " পরিকল্পনা করেই আইনজীবী রজত দে-কে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে সরাসরি জড়িত রজতের স্ত্রী অনিন্দিতা। খুনের সমস্ত তথ্যপ্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে।"

গত বছরের ২৫ নভেম্বর নিউটাউনের DB ব্লকের ফ্ল্যাট থেকে রজত কুমার দে-র দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে নিউটাউন থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে, খুনের মামলা রুজু হয়। পুলিশ জানায়, জেরায় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে অনিন্দিতা। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।

undefined

বারাসত, ২০ ফেব্রুয়ারি : নিউটাউনে আইনজীবী রজত কুমার দে খুনের মামলায় ধৃত অনিন্দিতা দে(পাল)-র বিরুদ্ধে গতকাল বারাসত আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। খুনের ৮১ দিনের মাথায় বারাসত আদালতের CJM রতন সূরের এজলাসে চার্জশিট জমা দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, প্রায় ৩৫০ পাতার চার্জশিট জমা পড়েছে। মোট ৩৯ জন এই মামলায় সাক্ষ্য দেবেন। অনিন্দিতার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের এবং ২০১ ধারায় তথ্যপ্রমাণ লোপাটের মামলা হয়েছে। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, " রজত দে খুনের মামলায় FIR -এ অনিন্দিতার বাবার বাড়ির তিনজনের নামও ছিল। কিন্তু, তাদের বিরুদ্ধে সেরকম কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তাই,পরিবারের তিনজনের নাম এই চার্জশিটে দেওয়া হয়নি।" তিনি আরও বলেন, " পরিকল্পনা করেই আইনজীবী রজত দে-কে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে সরাসরি জড়িত রজতের স্ত্রী অনিন্দিতা। খুনের সমস্ত তথ্যপ্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে।"

গত বছরের ২৫ নভেম্বর নিউটাউনের DB ব্লকের ফ্ল্যাট থেকে রজত কুমার দে-র দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে নিউটাউন থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে, খুনের মামলা রুজু হয়। পুলিশ জানায়, জেরায় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে অনিন্দিতা। তারপর তাকে গ্রেপ্তার করা হয়।

undefined
রাজুবিশ্বাস,বারাসতঃ-আবারও সাংবাদিকের সাথে অভব্য আচরনের ঘটনা ঘটল বারাসত আদালতে৷অভিযোগের তীর সেই এক আসামীর দিকে৷পুলিশের সামনে ফের এমন ঘটনা ঘটায় হতভম্ব সকলে৷জানা গেছে,সেক্টর ফাইভে বিদেশিনীকে কিডন্যাপিং ও গনধষ'ন মামলায় আজ চার অভিযুক্ত অন'ব বেরা,শুভেন্দু নাগ,সৌরভ দে ও সুব্রত দত্তকে সাজা ঘোষনার জন্য বারাসত আদালতে নিয়ে আসা হয়েছিল৷দুপুর সাড়ে তিনটে নাগাদ কড়া পুলিশি প্রহরায় তাদের বিচারকের এজলাসে নিয়ে যাওয়া হয়৷তখন সবকিছু ঠিকঠাকই ছিল৷কিন্তু গোল বাঁধে চার অভিযুক্তকে এজলাস থেকে বের করানোর সময়৷এজলাস থেকে সবে তাদের বের করে কোট' লকআপের দিকে যাওয়া হচ্ছিল৷সেই ছবি বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ার চিত্র সাংবাদিকরা তুলছিলেন৷হঠাতই,চার অভিযুক্তের একজন সুব্রত দত্ত পুলিশের সামনেই এক চিত্র সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন৷এই ঘটনায় হতভম্ব অন্যান্য সাংবাদিকরাও ভ্যাবাচ্যাকা খেয়ে যান৷যদিও,কিছু হওয়ার আগেই তত্পরতার সঙ্গে পুলিশ ওই অভিযুক্তকে সরিয়ে নিয়ে যান৷তবে,এখানেই ক্ষান্ত না থেকে ওই অভিযুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ দেন বলেও অভিযোগ৷এর আগেও ভরা আদালতে এক চিত্র সাংবাদিককে জলের বোতল ছোঁড়ার অভিযোগ ওঠে মনুয়া কান্ডের অন্যতম অভিযুক্ত অজিত রায়ের বিরুদ্ধে৷তখনও পুলিশের সামনে এমন অভব্য আচরণের ঘটনা ঘটেছিল৷সেই ঘটনায় ওই চিত্র সাংবাদিকের বুকে আঘাতও লাগে৷আজকেও পুলিশের সামনে ফের অভব্য আচরনের ঘটনা ঘটায় তাদের ভূমিকা নিয়েই বড়সড় প্রশ্ন ওঠে গেল৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.