ETV Bharat / state

বাড়তি আয়ের টোপ দিয়ে পাচারের ছক বানচাল করল পুলিশ, উদ্ধার তিন নাবালিকা ছাত্রী - তিন নাবালিকা পড়ুয়াকে উদ্ধার উদ্ধার করল পুলিশ

Human Trafficking Case: ভিন রাজ্যে পাচারের ছক বানচাল করে কলকাতার একটি গোপন আস্তানা থেকে তিন নাবালিকা পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ ৷ যদিও পাচারকারীরা এখনও অধরা ৷ তবে অশোকনগর থানার গুমা এলাকা থেকে নিখোঁজ তিন ছাত্রীকে উদ্ধার করল তারা ৷

Human Trafficking Case
বাড়তি আয়ের টোপ দিয়ে পাচারের ছক বাঞ্চাল করল পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 10:43 PM IST

Updated : Dec 9, 2023, 7:45 AM IST

অশোকনগর, 8 ডিসেম্বর: ভিন রাজ‍্যে পাচারের ছক বানচাল করে তিন নাবালিকা পড়ুয়াকে কলকাতার একটি গোপন আস্তানা থেকে উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ । বৃহস্পতিবার এই তিন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ ৷ প্রথমে তাঁদের তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে । পরে, তিন নাবালিকা পড়ুয়াকে পাঠানো হয়েছে জেলারই একটি হোমে ।

পুলিশ সূত্রে খবর, এই তিন নাবালিকার বয়স 12 থেকে 15 বছরের মধ্যে । তাদের প্রত‍্যেকেরই বাড়ি অশোকনগর থানার গুমা এলাকায় । বাড়তি উপার্জনের টোপ দিয়ে তিন নাবালিকা পড়ুয়াকে ভিন রাজ‍্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তাদেরই পরিচিত এক মহিলা । উদ্দেশ্য ছিল তিন নাবালিকাকে ভিন রাজ‍্যে নিয়ে গিয়ে পাচার করে দেওয়া। কিন্তু,তার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই ছক । পাচারকারীদের হাত থেকে তিন নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও চক্রটি এখনও পুলিশের জালে ধরা পড়েনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন নাবালিকা স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী । একই স্কুলে পড়াশোনা করার সুবাদে তিনজনের মধ্যে বন্ধুত্বও ছিল বেশ গভীর । তাদের পরিবারের আর্থিক হাল খুব খারাপ । সেই কারণে কিছু টাকা আয় করার টোপ দিয়ে তাদের ফাঁসায় এই চক্রান্তকারীরা । এলাকারই এক মহিলা তিন পড়ুয়াকে প্রস্তাব দেয়,নাচের দলের সঙ্গে ভিন রাজ‍্যে গিয়ে অনুষ্ঠান করলে অতিরিক্ত টাকা উপার্জন করা যাবে । সেই প্রস্তাবে সম্মত হয় তারা । এরই মধ্যে মঙ্গলবার আচমকাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এই তিন স্কুল পড়ুয়া । স্বভাবতই একই এলাকা থেকে একসঙ্গে তিন নাবালিকা পড়ুয়ার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় । খোঁজ শুরু হয় । কিন্তু,পরিবারের সদস্যরা কোথাও তাদের হদিস না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হন ।

সূত্রের খবর, তিন নাবালিকা পড়ুয়ার সঙ্গে নিখোঁজ হয়ে যায় গুমা এলাকার এক মহিলাও । স্বভাবতই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তার ওপর । দু'টি ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে অনুমান করে পুলিশের একটি তদন্তকারী দল ৷ এমন সময় পুলিশ জানতে পারে, তিন পড়ুয়ার মধ্যে একজন তার বাবার মোবাইল নিয়ে গিয়েছে । ফলে, তদন্তকারীরা ওই ছাত্রীর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে । তখনই পুলিশ জানতে পারে, তিন নাবালিকা পড়ুয়াকে আটকে রাখা হয়েছে হরিদেবপুর থানার অন্তর্গত ঠাকুরপুকুর এলাকায় । এরপরই পুলিশের একটি টিম সেখানে গিয়ে উদ্ধার করে এই তিনজনকে । যদিও সেখানে পাচারকারীদের কারও হদিস মেলেনি । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন:

  1. করণি সেনার সভাপতি খুনে দুই অভিযুক্ত চিহ্নিত, একজন সেনাকর্মী বলে দাবি রাজস্থান পুলিশের
  2. রোজ এসে জ্বালাতন করত, বিরক্ত হয়ে 8 বছরের নাবালিকাকে খুন প্রতিবেশী কিশোরের !
  3. বাড়িতে ঢুকে হত্যা, জয়পুরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান

অশোকনগর, 8 ডিসেম্বর: ভিন রাজ‍্যে পাচারের ছক বানচাল করে তিন নাবালিকা পড়ুয়াকে কলকাতার একটি গোপন আস্তানা থেকে উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ । বৃহস্পতিবার এই তিন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ ৷ প্রথমে তাঁদের তুলে দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে । পরে, তিন নাবালিকা পড়ুয়াকে পাঠানো হয়েছে জেলারই একটি হোমে ।

পুলিশ সূত্রে খবর, এই তিন নাবালিকার বয়স 12 থেকে 15 বছরের মধ্যে । তাদের প্রত‍্যেকেরই বাড়ি অশোকনগর থানার গুমা এলাকায় । বাড়তি উপার্জনের টোপ দিয়ে তিন নাবালিকা পড়ুয়াকে ভিন রাজ‍্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তাদেরই পরিচিত এক মহিলা । উদ্দেশ্য ছিল তিন নাবালিকাকে ভিন রাজ‍্যে নিয়ে গিয়ে পাচার করে দেওয়া। কিন্তু,তার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই ছক । পাচারকারীদের হাত থেকে তিন নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হলেও চক্রটি এখনও পুলিশের জালে ধরা পড়েনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন নাবালিকা স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী । একই স্কুলে পড়াশোনা করার সুবাদে তিনজনের মধ্যে বন্ধুত্বও ছিল বেশ গভীর । তাদের পরিবারের আর্থিক হাল খুব খারাপ । সেই কারণে কিছু টাকা আয় করার টোপ দিয়ে তাদের ফাঁসায় এই চক্রান্তকারীরা । এলাকারই এক মহিলা তিন পড়ুয়াকে প্রস্তাব দেয়,নাচের দলের সঙ্গে ভিন রাজ‍্যে গিয়ে অনুষ্ঠান করলে অতিরিক্ত টাকা উপার্জন করা যাবে । সেই প্রস্তাবে সম্মত হয় তারা । এরই মধ্যে মঙ্গলবার আচমকাই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এই তিন স্কুল পড়ুয়া । স্বভাবতই একই এলাকা থেকে একসঙ্গে তিন নাবালিকা পড়ুয়ার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় । খোঁজ শুরু হয় । কিন্তু,পরিবারের সদস্যরা কোথাও তাদের হদিস না পেয়ে শেষে পুলিশের দ্বারস্থ হন ।

সূত্রের খবর, তিন নাবালিকা পড়ুয়ার সঙ্গে নিখোঁজ হয়ে যায় গুমা এলাকার এক মহিলাও । স্বভাবতই পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তার ওপর । দু'টি ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে অনুমান করে পুলিশের একটি তদন্তকারী দল ৷ এমন সময় পুলিশ জানতে পারে, তিন পড়ুয়ার মধ্যে একজন তার বাবার মোবাইল নিয়ে গিয়েছে । ফলে, তদন্তকারীরা ওই ছাত্রীর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে । তখনই পুলিশ জানতে পারে, তিন নাবালিকা পড়ুয়াকে আটকে রাখা হয়েছে হরিদেবপুর থানার অন্তর্গত ঠাকুরপুকুর এলাকায় । এরপরই পুলিশের একটি টিম সেখানে গিয়ে উদ্ধার করে এই তিনজনকে । যদিও সেখানে পাচারকারীদের কারও হদিস মেলেনি । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন:

  1. করণি সেনার সভাপতি খুনে দুই অভিযুক্ত চিহ্নিত, একজন সেনাকর্মী বলে দাবি রাজস্থান পুলিশের
  2. রোজ এসে জ্বালাতন করত, বিরক্ত হয়ে 8 বছরের নাবালিকাকে খুন প্রতিবেশী কিশোরের !
  3. বাড়িতে ঢুকে হত্যা, জয়পুরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান
Last Updated : Dec 9, 2023, 7:45 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.