গাইঘাটা, 9 জুলাই : বারাসতের পর এবার গাইঘাটা । কোরোনায় আক্রান্ত এক পুলিশ অফিসার । আক্রান্ত হয়েছে তাঁর মেয়েও । গতকাল তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে , কয়েকদিন আগে হার্টের সমস্যা নিয়ে গাইঘাটা গ্রামীণ হাসপাতালে গিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক । সেখান থেকে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল । গতকাল তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পৌঁছায় গাইঘাটা থানায় । সঙ্গে তাঁর মেয়েরও লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ।
কোরোনা সংক্রমণের রিপোর্ট আসার পর তাঁদের গাইঘাটায় একটি সরকারি হোটেলে রেখে চিকিৎসা শুরু করেছে স্বাস্থ্য বিভাগ । আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরির কাজ শুরু করেছে প্রশাসন । সম্প্রতি, বারাসত পুলিশ লাইনের তিন পুলিশকর্মীর কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ।