বারাসত, 6 সেপ্টম্বর : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাসের অভিযোগ উঠল পুলিশ কর্মীর বিরুদ্ধে। অরিজিত চট্টোপাধ্যায় নামে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে বারাসত মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,2017 সালে বারাসতের বাসিন্দা ওই মহিলার সাথে সোশাল মিডিয়ায় পরিচয় হয় পুলিশ কর্মী অরিজিতের। তখন সে নিজেকে অবিবাহিত বলেই পরিচয় দিয়েছিল। সেই পরিচয় থেকে বন্ধুত্ব হয় তাঁদের। বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতাও বাড়ে দু'জনের মধ্যে। মহিলার অভিযোগ "বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুলিশ কর্মী তাঁর সাথে একাধিকবার সহবাস করেন। কিন্তু বিয়ের কথা বললেই সে এড়িয়ে যেত। এই নিয়ে ওই পুলিশকর্মী দীর্ঘদিন টালবাহানা করছিল"।এমনকি বিয়ের জন্য চাপ দেওয়া হলে সে ঘনিষ্ঠ মুহুর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ নির্যাতিতা মহিলার।
তিনি বলেন, "খোঁজখবর করে জানতে পারি ওই পুলিশ কর্মী বিবাহিত। তাঁর স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে"। এরপরই কয়েকদিন আগে ওই মহিলা এই বিষয়ে বারাসত মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।