ETV Bharat / state

গোবরডাঙা ও হাবড়ায় দুই যুবতিকে ধর্ষণের অভিযোগ - north 24 pargana

গোবরডাঙা ও হাবড়া থানা এলাকায় ধর্ষণের অভিযোগ । দুটি ঘটনাতেই পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্তরা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 25, 2019, 5:23 AM IST

হাবড়া, 25 জুলাই : মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক । উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার মছলন্দপুরের উত্তর বেতপুল এলাকার় ঘটনা । বছর তিরিশের ওই যুবতিকে ধর্ষণের অভিযোগে নিখিল ব্যাপারি নামে এক যুবককে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিশ । গতকাল ধৃতকে বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দেন ।

পুলিশ সূত্রে খবর, উত্তর বেতপুলের অভিযোগকারিণী ও তাঁর স্বামী দু'জনেই প্রতিবন্ধী । রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই যুবতি শৌচকর্ম সারতে ঘর থেকে বাইরে যান, তখন পাশের বাড়ির যুবক মুখ চেপে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ।

মূক ও বধির হওয়ার কারণে ওই যুবতি প্রথমে কিছুই জানাতে পারেননি । মঙ্গলবার পরিবারের সদস্যদের ইশারায় ঘটনাটি জানান । রাতে অভিযোগ দায়ের হয় গোবরডাঙা থানায় । যুবতিকে হাবড়া হাসপাতলে পাঠানো হয় । সেদিন রাতেই গ্রেপ্তার করা হয় নিখিলকে ।

অন্যদিকে, বন্ধুর দিদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভোলা পাল নামে আর এক যুবক । হাবড়া থানার বাণীপুর আস্রাফাবাদ সরকারি কলোনির ঘটনা । অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মানিকতলা আস্রাফাবাদ সরকারি কলোনির ভোলা পাল পেশায় দিনমজুর । মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পাশের বাড়িতে বন্ধুকে ডাকতে যায় সে । ঘুরতে যাবে বলে বন্ধুকে স্নান করতে বলে ভোলা । স্নানে যায় যুবক । সেই সুযোগে পাশের ঘরে থাকা যুবতিকে ধর্ষণ করে সে । বন্ধু স্নান করে বেরিয়ে দিদির উপর নির্যাতন দেখে চিৎকার চেঁচামেচি করলে গ্রামের লোকজন ভোলাকে ধরে ফেলে । হাবড়া থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে ভোলাকে গ্রেপ্তার করে । মঙ্গলবার বিকেলে হাবড়া থানায় ধর্ষণের মমলা রুজু হয় । অভিযুক্ত ভোলাকে গতকাল বারাসত আদালতে পাঠানো হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

হাবড়া, 25 জুলাই : মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক । উত্তর 24 পরগনার গোবরডাঙা থানার মছলন্দপুরের উত্তর বেতপুল এলাকার় ঘটনা । বছর তিরিশের ওই যুবতিকে ধর্ষণের অভিযোগে নিখিল ব্যাপারি নামে এক যুবককে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিশ । গতকাল ধৃতকে বারাসত আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দেন ।

পুলিশ সূত্রে খবর, উত্তর বেতপুলের অভিযোগকারিণী ও তাঁর স্বামী দু'জনেই প্রতিবন্ধী । রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই যুবতি শৌচকর্ম সারতে ঘর থেকে বাইরে যান, তখন পাশের বাড়ির যুবক মুখ চেপে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ।

মূক ও বধির হওয়ার কারণে ওই যুবতি প্রথমে কিছুই জানাতে পারেননি । মঙ্গলবার পরিবারের সদস্যদের ইশারায় ঘটনাটি জানান । রাতে অভিযোগ দায়ের হয় গোবরডাঙা থানায় । যুবতিকে হাবড়া হাসপাতলে পাঠানো হয় । সেদিন রাতেই গ্রেপ্তার করা হয় নিখিলকে ।

অন্যদিকে, বন্ধুর দিদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভোলা পাল নামে আর এক যুবক । হাবড়া থানার বাণীপুর আস্রাফাবাদ সরকারি কলোনির ঘটনা । অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মানিকতলা আস্রাফাবাদ সরকারি কলোনির ভোলা পাল পেশায় দিনমজুর । মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পাশের বাড়িতে বন্ধুকে ডাকতে যায় সে । ঘুরতে যাবে বলে বন্ধুকে স্নান করতে বলে ভোলা । স্নানে যায় যুবক । সেই সুযোগে পাশের ঘরে থাকা যুবতিকে ধর্ষণ করে সে । বন্ধু স্নান করে বেরিয়ে দিদির উপর নির্যাতন দেখে চিৎকার চেঁচামেচি করলে গ্রামের লোকজন ভোলাকে ধরে ফেলে । হাবড়া থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে ভোলাকে গ্রেপ্তার করে । মঙ্গলবার বিকেলে হাবড়া থানায় ধর্ষণের মমলা রুজু হয় । অভিযুক্ত ভোলাকে গতকাল বারাসত আদালতে পাঠানো হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

Intro:পাশাপাশি দুই থানায় দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

হাবড়াঃ মূক ও বধির প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার অন্তর্গত মছলন্দপুরের উত্তর বেতপুল এলাকার় এক বছর তিরিশের মূক ও বধির প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নিখিল ব্যাপারী নামে এক যুবক। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, উত্তর বেতপুলের বাসিন্দা শ্যামল দেবনাথ ও তার স্ত্রী দু'জনেই প্রতিবন্ধী। গত রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ যখন ওই মহিলা শৌচকর্ম সারতে ঘর থেকে বাইরে যান, তখন পাশের বাড়ির যুবক মুখ চেপে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

মূক ও বধির হওয়ার কারণে ওই মহিলা প্রথমে কিছুই জানাতে পারেননি। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের অন্য সকলকে ইশারায় ঘটনাটি জানান। রাতে অভিযোগ দায়ের হয় গোবরডাঙা থানায়। প্রতিবন্ধী মহিলাকে হাবড়া হাসপাতলে পাঠানো হয়। মঙ্গলবার রাতেই গ্রেফতার হয় নিখিলকে।


অন্য দিকে, বন্ধুর দিদিকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার এক যুবক।
হাবড়া থানার অন্তর্গত বাণীপুর আস্রাফাবাদ সরকারি কলোনির ঘটনা। ধৃতের নাম ভোলা পাল। অভিযুক্ত, যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মানিকতলা আস্রাফাবাদ সরকারি কলোনির ভোলা পাল পেশায় দিনমজুর। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পাশের বাড়িতে বন্ধুকে ডাকতে যায়। বন্ধু ও ভোলা ঘুরতে যাবে সেই জন্য বন্ধুকে স্নান করতে বলে। এই সুযোগে পাশের ঘরে থাকা বন্ধুর দিদিকে ধর্ষণ করে। বন্ধু স্নান করে বেরিয়ে দিদির ওপর নির্যাতন দেখে চিৎকার চেঁচামেচি করলে গ্রামের লোকজন ভোলাকে ধরে ফেলেন। হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোলাকে আটক করে। মঙ্গলবার বিকেলে হাবড়া থানায় ধর্ষণের মমলা রুজু হয়। অভিযুক্ত ভোলাকে বুধবার বারাসত আদালতে পাঠানো হয়। বিচারক তাকে ১৪ দিল জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Body:পাশাপাশি দুই থানায় দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

হাবড়াঃ মূক ও বধির প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার অন্তর্গত মছলন্দপুরের উত্তর বেতপুল এলাকার় এক বছর তিরিশের মূক ও বধির প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নিখিল ব্যাপারী নামে এক যুবক। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, উত্তর বেতপুলের বাসিন্দা শ্যামল দেবনাথ ও তার স্ত্রী দু'জনেই প্রতিবন্ধী। গত রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ যখন ওই মহিলা শৌচকর্ম সারতে ঘর থেকে বাইরে যান, তখন পাশের বাড়ির যুবক মুখ চেপে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

মূক ও বধির হওয়ার কারণে ওই মহিলা প্রথমে কিছুই জানাতে পারেননি। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের অন্য সকলকে ইশারায় ঘটনাটি জানান। রাতে অভিযোগ দায়ের হয় গোবরডাঙা থানায়। প্রতিবন্ধী মহিলাকে হাবড়া হাসপাতলে পাঠানো হয়। মঙ্গলবার রাতেই গ্রেফতার হয় নিখিলকে।


অন্য দিকে, বন্ধুর দিদিকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার এক যুবক।
হাবড়া থানার অন্তর্গত বাণীপুর আস্রাফাবাদ সরকারি কলোনির ঘটনা। ধৃতের নাম ভোলা পাল। অভিযুক্ত, যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মানিকতলা আস্রাফাবাদ সরকারি কলোনির ভোলা পাল পেশায় দিনমজুর। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পাশের বাড়িতে বন্ধুকে ডাকতে যায়। বন্ধু ও ভোলা ঘুরতে যাবে সেই জন্য বন্ধুকে স্নান করতে বলে। এই সুযোগে পাশের ঘরে থাকা বন্ধুর দিদিকে ধর্ষণ করে। বন্ধু স্নান করে বেরিয়ে দিদির ওপর নির্যাতন দেখে চিৎকার চেঁচামেচি করলে গ্রামের লোকজন ভোলাকে ধরে ফেলেন। হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোলাকে আটক করে। মঙ্গলবার বিকেলে হাবড়া থানায় ধর্ষণের মমলা রুজু হয়। অভিযুক্ত ভোলাকে বুধবার বারাসত আদালতে পাঠানো হয়। বিচারক তাকে ১৪ দিল জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।Conclusion:পাশাপাশি দুই থানায় দুই মহিলাকে ধর্ষণের অভিযোগ, মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

হাবড়াঃ মূক ও বধির প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার অন্তর্গত মছলন্দপুরের উত্তর বেতপুল এলাকার় এক বছর তিরিশের মূক ও বধির প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নিখিল ব্যাপারী নামে এক যুবক। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, উত্তর বেতপুলের বাসিন্দা শ্যামল দেবনাথ ও তার স্ত্রী দু'জনেই প্রতিবন্ধী। গত রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ যখন ওই মহিলা শৌচকর্ম সারতে ঘর থেকে বাইরে যান, তখন পাশের বাড়ির যুবক মুখ চেপে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

মূক ও বধির হওয়ার কারণে ওই মহিলা প্রথমে কিছুই জানাতে পারেননি। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের অন্য সকলকে ইশারায় ঘটনাটি জানান। রাতে অভিযোগ দায়ের হয় গোবরডাঙা থানায়। প্রতিবন্ধী মহিলাকে হাবড়া হাসপাতলে পাঠানো হয়। মঙ্গলবার রাতেই গ্রেফতার হয় নিখিলকে।


অন্য দিকে, বন্ধুর দিদিকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার এক যুবক।
হাবড়া থানার অন্তর্গত বাণীপুর আস্রাফাবাদ সরকারি কলোনির ঘটনা। ধৃতের নাম ভোলা পাল। অভিযুক্ত, যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মানিকতলা আস্রাফাবাদ সরকারি কলোনির ভোলা পাল পেশায় দিনমজুর। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ পাশের বাড়িতে বন্ধুকে ডাকতে যায়। বন্ধু ও ভোলা ঘুরতে যাবে সেই জন্য বন্ধুকে স্নান করতে বলে। এই সুযোগে পাশের ঘরে থাকা বন্ধুর দিদিকে ধর্ষণ করে। বন্ধু স্নান করে বেরিয়ে দিদির ওপর নির্যাতন দেখে চিৎকার চেঁচামেচি করলে গ্রামের লোকজন ভোলাকে ধরে ফেলেন। হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোলাকে আটক করে। মঙ্গলবার বিকেলে হাবড়া থানায় ধর্ষণের মমলা রুজু হয়। অভিযুক্ত ভোলাকে বুধবার বারাসত আদালতে পাঠানো হয়। বিচারক তাকে ১৪ দিল জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.