ETV Bharat / state

"ভয় পাবেন না, আমরা আছি", বাড়ি গিয়ে বয়স্কদের বলছে পুলিশ - north 24 paraganas

উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন,"বারাসতে পরপর কয়েকটি চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে । বয়স্করা আক্রান্ত হয়েছেন । সেইজন্য পুলিশের তরফে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে । ধারাবাহিকভাবে এটা চলবে । "

বয়স্ক
author img

By

Published : Oct 15, 2019, 3:16 AM IST

Updated : Oct 15, 2019, 3:29 AM IST

বারাসত, 15 অক্টোবর : দুষ্কৃতীদের টার্গেট একাকী বৃদ্ধ-বৃদ্ধারা ! বারাসতে বয়স্কদের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অপরাধ ঘটায় নড়েচড়ে বসল জেলা পুলিশ । পুলিশের উপর বয়স্কদের আস্থা বাড়াতে ডোর টু ডোর ভিজিট করে অভয় দেওয়া হল । পুলিশ জানিয়েছে, এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে ।

বারাসতে চুরি,ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে । বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, দুষ্কৃতীরা মূলত সেই বাড়িগুলিকে টার্গেট করছে, যেখানে বৃদ্ধ-বৃদ্ধারা একা থাকেন । অপারাধের এই নয়া ট্রেন্ডে উদ্বেগ বেড়েছে জেলা পুলিশের । পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর সময় বারাসতের পাইয়োনিয়ার এলাকায় সুকমল কান্তি দাস নামে এক বৃদ্ধকে মারধর করে তাঁর বাড়িতে ডাকাতি হয় । ঘটনার সময় সুকমলবাবু বাড়িতে একা ছিলেন । এর আগে নবপল্লি এলাকায় ভাগবত মণ্ডল নামে এক বৃদ্ধর বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাঁর সর্বস্ব লুঠ করে পালায় ।

এলাকায় একাধিক এমন ঘটনায় ঘটায় আতঙ্কে বয়স্ক বাসিন্দারা । তাই তাঁদের অভয় দিতে তৎপর হয়েছে জেলা পুলিশ । পুলিশের টিম সোমবার নবপল্লি এলাকায় ডোর টু ডোর ভিজিট করে । মূলত,যে সমস্ত বাড়িতে বয়স্করা একা থাকেন, সেই বাড়িগুলিতে গিয়ে খোঁজ নেওয়া হয় পুলিশের তরফে ।

আচমকাই সাদা পোশাকের পুলিশকে দরজায় কড়া নাড়তে দেখে অনেকেই হতভম্ব হন। স্থানীয় বাসিন্দা ত্রিদিব দাশগুপ্ত বলেন,"গতকাল রাতে পুলিশের দু-জন সিভিল ড্রেসে আমার বাড়িতে আসে । তারা জিজ্ঞাসা করল,বাড়িতে আমি একাই থাকি কি না । কিছুক্ষণ কথা বলে চলে গেল । কিছুটা হতভম্ব‌ই হয়েছিলাম । তবে পুলিশের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই । এটা যদি পুলিশের প্রথম পদক্ষেপ হয় তবে সেই পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখতে হবে । তাহলেই পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা বাড়বে ।" অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ত্রিদিববাবুর কয়েক মাস আগে স্ত্রী বিয়োগ হয়েছে । একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে । বাড়িতে এখন তিনি একাই থাকেন ।

উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন,"বারাসতে পরপর কয়েকটি চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে । বয়স্করা আক্রান্ত হয়েছেন । সেইজন্য পুলিশের তরফে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে । ধারাবাহিকভাবে এটা চলবে । "

বারাসত, 15 অক্টোবর : দুষ্কৃতীদের টার্গেট একাকী বৃদ্ধ-বৃদ্ধারা ! বারাসতে বয়স্কদের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অপরাধ ঘটায় নড়েচড়ে বসল জেলা পুলিশ । পুলিশের উপর বয়স্কদের আস্থা বাড়াতে ডোর টু ডোর ভিজিট করে অভয় দেওয়া হল । পুলিশ জানিয়েছে, এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে ।

বারাসতে চুরি,ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে । বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, দুষ্কৃতীরা মূলত সেই বাড়িগুলিকে টার্গেট করছে, যেখানে বৃদ্ধ-বৃদ্ধারা একা থাকেন । অপারাধের এই নয়া ট্রেন্ডে উদ্বেগ বেড়েছে জেলা পুলিশের । পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর সময় বারাসতের পাইয়োনিয়ার এলাকায় সুকমল কান্তি দাস নামে এক বৃদ্ধকে মারধর করে তাঁর বাড়িতে ডাকাতি হয় । ঘটনার সময় সুকমলবাবু বাড়িতে একা ছিলেন । এর আগে নবপল্লি এলাকায় ভাগবত মণ্ডল নামে এক বৃদ্ধর বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাঁর সর্বস্ব লুঠ করে পালায় ।

এলাকায় একাধিক এমন ঘটনায় ঘটায় আতঙ্কে বয়স্ক বাসিন্দারা । তাই তাঁদের অভয় দিতে তৎপর হয়েছে জেলা পুলিশ । পুলিশের টিম সোমবার নবপল্লি এলাকায় ডোর টু ডোর ভিজিট করে । মূলত,যে সমস্ত বাড়িতে বয়স্করা একা থাকেন, সেই বাড়িগুলিতে গিয়ে খোঁজ নেওয়া হয় পুলিশের তরফে ।

আচমকাই সাদা পোশাকের পুলিশকে দরজায় কড়া নাড়তে দেখে অনেকেই হতভম্ব হন। স্থানীয় বাসিন্দা ত্রিদিব দাশগুপ্ত বলেন,"গতকাল রাতে পুলিশের দু-জন সিভিল ড্রেসে আমার বাড়িতে আসে । তারা জিজ্ঞাসা করল,বাড়িতে আমি একাই থাকি কি না । কিছুক্ষণ কথা বলে চলে গেল । কিছুটা হতভম্ব‌ই হয়েছিলাম । তবে পুলিশের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই । এটা যদি পুলিশের প্রথম পদক্ষেপ হয় তবে সেই পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখতে হবে । তাহলেই পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা বাড়বে ।" অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ত্রিদিববাবুর কয়েক মাস আগে স্ত্রী বিয়োগ হয়েছে । একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে । বাড়িতে এখন তিনি একাই থাকেন ।

উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন,"বারাসতে পরপর কয়েকটি চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে । বয়স্করা আক্রান্ত হয়েছেন । সেইজন্য পুলিশের তরফে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে । ধারাবাহিকভাবে এটা চলবে । "

Intro:টার্গেট একাকী বৃদ্ধ ও বৃদ্ধা! বারাসতে পরপর বেশ কয়েকটি দুষ্কৃতী মূলক কার্যকলাপ ঘটায় এবার নড়েচড়ে বসল জেলা পুলিশ! আস্থা বাড়াতে ডোর টু ডোর ভিজিট করে অভয় দেওয়া হল পুলিশের তরফে! পুলিশের এই অভিনব উদ্যোগকে অনেকে স্বাগত জানালেও এনিয়ে আবার কেউ কেউ প্রশ্ন তুলতেও ছাড়লেন না!Body:রাজু বিশ্বাস,বারাসত:-টার্গেট একাকী বৃদ্ধ ও বৃদ্ধা!বারাসতে পরপর বেশ কয়েকটি দুষ্কৃতী মূলক কার্যকলাপ ঘটায় এবার নড়েচড়ে বসল জেলা পুলিশ!আস্থা বাড়াতে ডোর টু ডোর ভিজিট করে অভয় দেওয়া হল পুলিশের তরফে!তবে,পুলিশের এই অভিনব উদ্যোগকে অনেকে স্বাগত জানালেও আবার কেউ কেউ এনিয়ে প্রশ্ন তুলতেও ছাড়লেন না!বারাসতে চুরি,ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে!এই সমস্ত ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, দুষ্কৃতীরা মূলত যে সমস্ত বাড়িতে একাকী বৃদ্ধ ও বৃদ্ধারা রয়েছেন, তাঁদেরকেই টার্গেট করেছেন!আর তাতেই উদ্বেগ বেড়েছে জেলা পুলিশের! পুলিশ সূত্রে জানা গেছে, দূর্গা পূজোর সময় বারাসতের পাইওনিয়ার এলাকায় সুকোমল কান্তি দাস নামে এক বৃদ্ধকে মারধর করে ডাকাতির ঘটনা ঘটে!সেই সময় পরিবারের বাকি সদস্যরা বাড়ির বাইরে ছিলেন! বাড়িতে ওই বৃদ্ধ একা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়!এর আগে বারাসত নবপল্লী এলাকাতেও ভাগবত মন্ডল এক বৃদ্ধকে টার্গেট করে দুষ্কৃতীরা সর্বস্ব লুঠ করে পালায়!এছাড়া,ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা আকছার ঘটেই চলেছে জেলা সদর বারাসতে! বেশিরভাগেরই কিনারা না হ‌ওয়ায় পুলিশের ওপর আস্থা ক্রমশ কমছে সাধারন মানুষের!এরপর‌ই, আস্থা বাড়াতে তৎপর হয় জেলা পুলিশ!বারাসত থানার পুলিশকে এবিষয়ে উদ্যোগী হতে বলা হয়!সেইমতো, পুলিশের একটি দল বারাসত নবপল্লী এলাকায় ডোর টু ডোর ভিজিট করে!মূলত,যে সমস্ত বাড়ির লোক কোথাও যদি গিয়ে থাকে, সেখানে কোন‌ও বৃদ্ধ ও বৃদ্ধা আছে কিনা, সেবিষয়ে খোঁজ খবর নেওয়া হয় পুলিশের তরফে! আচমকাই সাদা পোশাকে পুলিশ এসে খোঁজ খবর নেওয়ায় অনেকের মধ্যে প্রশ্ন যেমন উঁকি মেরেছে,তেমন‌ই হতভম্ব হয়ে গিয়েছেন কেউ কেউ! ত্রিদিব দাশগুপ্ত নামে এক বৃদ্ধ বলেন,"গতকাল রাতে পুলিশের দু-জন সিভিল ড্রেসে আমার বাড়ির সামনে জিজ্ঞাসা শুরু করে,বাড়ির লোকজন কোথায় গিয়েছে!এরপর, বাড়ির বাইরে বেরিয়ে আসলে তাঁরা আমার সাথে কথা বলে! পুলিশের এই উদ্যোগে কিছুটা হতভম্ব‌ই হয়ে গিয়েছিলাম!অনেকে সিভিল ড্রেসে আসায় সন্দেহ‌ও প্রকাশ করেছে"! তাঁর কথায়,"দিনকাল যা পড়েছে, তাতে কে পুলিশ আর কে দুষ্কৃতী তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ক্রমেই বাড়ছে!তবে, পুলিশের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই"! ত্রিদিব বাবু আরও বলেন,"এটা যদি পুলিশের প্রথম পদক্ষেপ হয়!সেই পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখতে হবে! তাহলেই পুলিশের ওপর সাধারন মানুষের আস্থা বাড়বে! প্রাক্তন সরকারি কর্মী ত্রিদিব বাবু কয়েক মাস আগে তাঁর স্ত্রীকে হারিয়েছেন! তাঁর একমাত্র কন্যা কোয়েলের‌ও বিয়ে হয়ে গিয়েছে! বাড়িতে এখন তিনি একাই থাকেন!তাই,আতঙ্কের মধ্যে তিনিও রয়েছেন!তবে, এনিয়ে অভয়বাণী দেওয়া হয়েছে জেলা পুলিশের তরফে! এবিষয়ে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর বলেন,"বারাসতে বেশ কয়েকটি চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে! সেইজন্য পুলিশের তরফে বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে! ধারাবাহিকভাবে এই ধরনের উদ্যোগ চলবে বলেও সাধারন মানুষকে আশ্বস্ত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর!Conclusion:এবিষয়ে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর বলেন,"বারাসতে কয়েকটি চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে!তাই, এনিয়ে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তরফে নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে!বাড়ি ফাঁকা থাকলে, সেবিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে"!এই ধরনের উদ্যোগ ধারাবাহিক চলবে বলেও সাধারন মানুষকে আশ্বস্ত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর!
Last Updated : Oct 15, 2019, 3:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.