ETV Bharat / state

সার্চ ওয়ারেন্ট ছাড়া মহিলা BJP কর্মীর বাড়িতে তল্লাশি

কোনও সার্চ ওয়ারেন্ট ছাড়াই ভাটপাড়ার কাঁকিনাড়া রামনগর কলোনির এক BJP-র মহিলা কর্মীর বাড়িতে তল্লাশি পুলিশের ৷ অভিযোগ, কোনও মহিলা পুলিশকর্মীও ছিলেন না ৷

মিতা সরকার
author img

By

Published : Jul 22, 2019, 10:19 AM IST

ব্যারাকপুর, 22 জুলাই : ছিল না সার্চ ওয়ারেন্ট ৷ তা সত্ত্বেও এক মহিলা BJP কর্মীর বাড়িতে চালানো হল তল্লাশি ৷ ভাটপাড়ার কাঁকিনাড়া রামনগর কলোনির ঘটনা ৷ ওই মহিলার নাম মিতা সরকার ৷ যদিও তাঁর বাড়িতে কিছু উদ্ধার হয়নি ৷

19 জুলাই রাতে রামনগরের একটি ক্লাবে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির । তাঁর নাম বিশ্বনাথ সরকার ৷ এরপরই এই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ আবার কয়েকজনের দাবি , দুষ্কৃতীরা ছোড়া বোমায় মৃত্যু হয় বিশ্বনাথের ৷ সেই ঘটনার তদন্তে নেমে গতরাতে মিতার বাড়িতে অভিযান চালায় ভাটপাড়া থানার পুলিশ ৷

মিতা বলেন, "গতরাতে ভাটপাড়া থানার পুলিশ আমার বাড়িতে এসে হাজির হয় ৷ তারা বলে, আমি বাড়িতে সন্দেহভাজন কোনও ব্যক্তিকে গোপনে আশ্রয় দিয়েছি ৷ এছাড়া, আমি নাকি বাড়িতে আগ্নেয়াস্ত্রও লুকিয়ে রেখেছি । এরপর তারা আমার বাড়ি তল্লাশির নামে তছনছ করে ৷ সেসময় আমি বাড়িতে একাই ছিলাম ৷ ওরা আমার ফোনও নিয়ে নেয় ৷" কোনও মহিলা পুলিশ কর্মী ছাড়া কী ভাবে পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মিতা ৷

খবর পেয়ে মিতার বাড়িতে যান ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং৷ তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ তিনি বলেন, "একজন BJP কর্মীর বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তল্লাশি চালানো হয়েছে । আমাদের দলের মহিলা কর্মীকে চরম হেনস্থা করা হয়েছে ৷" এবিষয়ে তিনি জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হবেন এবং সংসদে বিষয়টি তুলবেন বলে জানান ৷

তবে, এবিষয়ে পুলিশ কোনও রকম মুখ খুলতে চাননি ৷ আজ ভাটপাড়া থানায় ওই মহিলা BJP কর্মীকে দেখা করার জন্যও বলা হয়েছে ৷

ব্যারাকপুর, 22 জুলাই : ছিল না সার্চ ওয়ারেন্ট ৷ তা সত্ত্বেও এক মহিলা BJP কর্মীর বাড়িতে চালানো হল তল্লাশি ৷ ভাটপাড়ার কাঁকিনাড়া রামনগর কলোনির ঘটনা ৷ ওই মহিলার নাম মিতা সরকার ৷ যদিও তাঁর বাড়িতে কিছু উদ্ধার হয়নি ৷

19 জুলাই রাতে রামনগরের একটি ক্লাবে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির । তাঁর নাম বিশ্বনাথ সরকার ৷ এরপরই এই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ আবার কয়েকজনের দাবি , দুষ্কৃতীরা ছোড়া বোমায় মৃত্যু হয় বিশ্বনাথের ৷ সেই ঘটনার তদন্তে নেমে গতরাতে মিতার বাড়িতে অভিযান চালায় ভাটপাড়া থানার পুলিশ ৷

মিতা বলেন, "গতরাতে ভাটপাড়া থানার পুলিশ আমার বাড়িতে এসে হাজির হয় ৷ তারা বলে, আমি বাড়িতে সন্দেহভাজন কোনও ব্যক্তিকে গোপনে আশ্রয় দিয়েছি ৷ এছাড়া, আমি নাকি বাড়িতে আগ্নেয়াস্ত্রও লুকিয়ে রেখেছি । এরপর তারা আমার বাড়ি তল্লাশির নামে তছনছ করে ৷ সেসময় আমি বাড়িতে একাই ছিলাম ৷ ওরা আমার ফোনও নিয়ে নেয় ৷" কোনও মহিলা পুলিশ কর্মী ছাড়া কী ভাবে পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মিতা ৷

খবর পেয়ে মিতার বাড়িতে যান ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং৷ তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ তিনি বলেন, "একজন BJP কর্মীর বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তল্লাশি চালানো হয়েছে । আমাদের দলের মহিলা কর্মীকে চরম হেনস্থা করা হয়েছে ৷" এবিষয়ে তিনি জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হবেন এবং সংসদে বিষয়টি তুলবেন বলে জানান ৷

তবে, এবিষয়ে পুলিশ কোনও রকম মুখ খুলতে চাননি ৷ আজ ভাটপাড়া থানায় ওই মহিলা BJP কর্মীকে দেখা করার জন্যও বলা হয়েছে ৷

Intro:ভাটপাড়ায় এক মহিলা বিজেপি কর্মীর ওপর পুলিশি হেনস্তার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। Body: দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_22/07/2019

গত 19 শে জুলাই রাতে কাঁকিনাড়া রামনগর কলোনী এলাকায় একটি ক্লাবে ভয়াবহ বোমা বিস্ফোরণে বিশ্বনাথ সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে, নাকি দুষ্কৃতীরা তার ওপর বোমা ছোঁড়ার জন্যই মৃত্যু হয়েছে। সেই ঘটনা তদন্তে নেমে ভাটপাড়া থানার পুলিশ কাঁকিনাড়া রামনগর কলোনী এলাকায় মিতা সরকার নামে এক বিজেপি কর্মীর বাড়িতে পুলিশি অভিযান চালানো হয় রব রাতে। সেই সময় মিতা সরকারের বাড়িতে হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। এদিন রাতে ভাটপাড়া থানার পুলিশ বাহিনী এই মিতা সরকারের বাড়িতে গিয়ে হঠাৎ হাজির হয়, যে তার বাড়িতে সন্দেহজনক কোন ব্যক্তিকে গোপনে আশ্রয় দেওয়া হয়েছে।এছাড়াও তার বাড়িতে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এই অভিযোগে তার বাড়িতে তল্লাশির নামে ঘর বাড়ি তছনছ করেছে পুলিশ বলে অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও ওই সময় মিতা সরকার বাড়িতে একাই ছিলেন। কিন্তু কোন মহিলা পুলিশ কর্মী তাদের সাথে ছিলেন না। এই অবস্থায় কিভাবে পুলিশ তল্লাশি চালায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং তার বাড়িতে হাজির হন। তিনি জানান একজন বিজেপি কর্মীর বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তল্লাশি চালানো হয়েছে। তাদের দলের মহিলা কর্মীকে চরম হেনস্থা করা হয়েছে অভিযোগ তোলেন তিনি। অর্জুন বাবু বলেন এ বিষয়ে তিনি জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হবেন এবং সংসদে বিষয়টি তুলবেন বলে জানান তিনি। Conclusion:তবে এ বিষয়ে পুলিশ কোন রকম মুখ খুলতে চাননি আগামীকাল ভাটপাড়া থানায় ওই মহিলা বিজেপি কর্মীকে দেখা করার জন্য বলা হয়েছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.