ETV Bharat / state

লকডাউন ভেঙে বিভূতিভূষণ অভয়ারণ্যে চড়ুইভাতি তৃণমূল নেতার ! - bagda

লকডাউন ভেঙে অভয়ারণ্যে বেআইনিভাবে বনভোজন, অভিযুক্ত খোদ বন কর্মাধ্যক্ষ ৷

bongao
লকডাউন ভেঙে বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে চড়ুইভাতি তৃণমূল নেতার
author img

By

Published : Jun 15, 2020, 7:22 AM IST

বনগাঁ, 15 জুন : লকডাউন ভেঙে অভয়ারণ্যের ভিতরে চড়ুইভাতি করার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ অরূপ পালের বিরুদ্ধে । প্রতিবাদে অভয়ারণ্যের গেটে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । সেই বিক্ষোভে সামিল হলেন BJP নেতা-কর্মীরাও । ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার বিভূতিভূষণ অভয়ারণ্যের । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাগদা থানার পুলিশ ।

উত্তর ২৪ পরগনার পর্যটনের স্থান হিসাবে বিভূতিভূষণ অভয়ারণ্য বেশ জনপ্রিয়ই ৷ দৈনিক বহু মানুষ এখানে ঘুরতে আসেন । তবে, লকডাউন ঘোষণার পর থেকেই অভয়ারণ্য বন্ধ রয়েছে । রবিবার বিভূতিভূষণ অভয়ারণ্য যান বনভূমি কর্মাধ্যক্ষ অরূপ পাল, জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা, রাম বসু-সহ বাগদা এলাকার শতাধিক তৃণমূল নেতা-কর্মী । বাসিন্দাদের অভিযোগ, ভিতর থেকে ফরেস্টের গেট আটকে চলছিল পিকনিক । স্থানীয়রা গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে BJP নেতা অমৃতলাল বিশ্বাস-সহ অন্যান্য কর্মীরা । BJP পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়৷

BJP নেতা অমৃতলাল বলেন, ''আমফান ও রেশনের টাকার কাটমানির টাকায় পিকনিক করছেন তৃণমূল নেতারা ।'' বিষয়টি নিয়ে অভয়ারণ্যের বিট অফিসার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ''বন ও ভূমি কর্মাধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলাম গাছ লাগানোর বিষয়কে নিয়ে । তিনি সেই আলোচনা করতেই বেশ কয়েক জনকে নিয়ে এখানে এসেছিলেন । পিকনিকের কথা জানা নেই ।'' বনভোজনের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, 'আমফানে বহু গাছ নষ্ট হয়েছে । সেই গাছের বিষয়ে আলোচনা করতে আমরা গিয়েছিলাম । BJP-র লোকেরা মিথ্যা অভিযোগ করছে ।' যদিও বাগদার বিধায়ক দুলাল বর বলেন, ''লকডাউনের সময় মানুষ খেতে পাচ্ছে না । এই সময় তৃণমূলের নেতারা বেআইনিভাবে সরকারি ফরেস্টে পিকনিক করে ফুর্তি করছেন । আমরা সব জায়গায় অভিযোগ করব ।''

বনগাঁ, 15 জুন : লকডাউন ভেঙে অভয়ারণ্যের ভিতরে চড়ুইভাতি করার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ অরূপ পালের বিরুদ্ধে । প্রতিবাদে অভয়ারণ্যের গেটে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । সেই বিক্ষোভে সামিল হলেন BJP নেতা-কর্মীরাও । ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার বিভূতিভূষণ অভয়ারণ্যের । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাগদা থানার পুলিশ ।

উত্তর ২৪ পরগনার পর্যটনের স্থান হিসাবে বিভূতিভূষণ অভয়ারণ্য বেশ জনপ্রিয়ই ৷ দৈনিক বহু মানুষ এখানে ঘুরতে আসেন । তবে, লকডাউন ঘোষণার পর থেকেই অভয়ারণ্য বন্ধ রয়েছে । রবিবার বিভূতিভূষণ অভয়ারণ্য যান বনভূমি কর্মাধ্যক্ষ অরূপ পাল, জেলা পরিষদের সদস্য পরিতোষ সাহা, রাম বসু-সহ বাগদা এলাকার শতাধিক তৃণমূল নেতা-কর্মী । বাসিন্দাদের অভিযোগ, ভিতর থেকে ফরেস্টের গেট আটকে চলছিল পিকনিক । স্থানীয়রা গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে BJP নেতা অমৃতলাল বিশ্বাস-সহ অন্যান্য কর্মীরা । BJP পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়৷

BJP নেতা অমৃতলাল বলেন, ''আমফান ও রেশনের টাকার কাটমানির টাকায় পিকনিক করছেন তৃণমূল নেতারা ।'' বিষয়টি নিয়ে অভয়ারণ্যের বিট অফিসার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ''বন ও ভূমি কর্মাধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলাম গাছ লাগানোর বিষয়কে নিয়ে । তিনি সেই আলোচনা করতেই বেশ কয়েক জনকে নিয়ে এখানে এসেছিলেন । পিকনিকের কথা জানা নেই ।'' বনভোজনের অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, 'আমফানে বহু গাছ নষ্ট হয়েছে । সেই গাছের বিষয়ে আলোচনা করতে আমরা গিয়েছিলাম । BJP-র লোকেরা মিথ্যা অভিযোগ করছে ।' যদিও বাগদার বিধায়ক দুলাল বর বলেন, ''লকডাউনের সময় মানুষ খেতে পাচ্ছে না । এই সময় তৃণমূলের নেতারা বেআইনিভাবে সরকারি ফরেস্টে পিকনিক করে ফুর্তি করছেন । আমরা সব জায়গায় অভিযোগ করব ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.