ETV Bharat / state

স্বামীকে বেহুঁশ করে যুবতিকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1 - গণধর্ষণের অভিযোগ

যুবতির অভিযোগ, স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করে দুই অভিযুক্ত ৷ আজ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ ৷ অপর অভিযুক্ত এখনও পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷

physical harassment
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 6, 2020, 11:15 PM IST

বসিরহাট, 6 ফেব্রুয়ারি : স্বামীকে বেহুঁশ করে যুবতিকে গণধর্ষণের অভিযোগ ৷ গ্রেপ্তার এক ৷ অন্যজন পলাতক ৷ উত্তর 24 পরগনার বসিরহাটের স্টেশনপাড়া এলাকার ঘটনা ৷

পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই যুবতি ৷ স্বামী ঠিকাদার দিলীপ সরকারের অধীনে কাজ করতেন ৷ যুবতি জানান, বুধবার রাতে দিলীপ তার এক বন্ধু সমীর গাইনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি এসেছিল ৷ সমীরকেও তাঁর স্বামী কাজের সুবাদে আগে থেকেই চিনতেন ৷ সেখানে তারা মদের আসর বসায় ৷ যুবতির অভিযোগ, স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করে দিলীপ ও সমীর ৷ এমনকী ভয়ও দেখানো হয় ৷ সকালে তারা চলে যাওয়ার পর পুরো বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান ৷

আজ দুপুরে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতি ৷ বিকেলে পুলিশ দিলীপকে গ্রেপ্তার করে ৷ আগামীকাল তাকে বসিরহাট আদালতে তোলা হবে ৷ তবে অপর অভিযুক্ত সমীর এখনও পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷ আজ বসিরহাট জেলা হাসপাতালে ওই যুবতির মেডিকেল পরীক্ষা করানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বসিরহাট, 6 ফেব্রুয়ারি : স্বামীকে বেহুঁশ করে যুবতিকে গণধর্ষণের অভিযোগ ৷ গ্রেপ্তার এক ৷ অন্যজন পলাতক ৷ উত্তর 24 পরগনার বসিরহাটের স্টেশনপাড়া এলাকার ঘটনা ৷

পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই যুবতি ৷ স্বামী ঠিকাদার দিলীপ সরকারের অধীনে কাজ করতেন ৷ যুবতি জানান, বুধবার রাতে দিলীপ তার এক বন্ধু সমীর গাইনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি এসেছিল ৷ সমীরকেও তাঁর স্বামী কাজের সুবাদে আগে থেকেই চিনতেন ৷ সেখানে তারা মদের আসর বসায় ৷ যুবতির অভিযোগ, স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে তাঁকে ধর্ষণ করে দিলীপ ও সমীর ৷ এমনকী ভয়ও দেখানো হয় ৷ সকালে তারা চলে যাওয়ার পর পুরো বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান ৷

আজ দুপুরে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতি ৷ বিকেলে পুলিশ দিলীপকে গ্রেপ্তার করে ৷ আগামীকাল তাকে বসিরহাট আদালতে তোলা হবে ৷ তবে অপর অভিযুক্ত সমীর এখনও পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চলছে ৷ আজ বসিরহাট জেলা হাসপাতালে ওই যুবতির মেডিকেল পরীক্ষা করানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার এক, পলাতক আরও এক

বসিরহাটঃ স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার এক অভিযুক্ত। পলাতক আরেক জন। ঘটনাটি ঘটেছে
উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার স্টেশনপাড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিলীপ সরকার। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ ও তাঁর স্বামী ভাড়াবাড়িতে থাকেন। স্বামী ঠিকাদারের অধীনে কাজ করেন। ঠিকাদার দিলীপ সরকার বুধবার রাতে সমীর গাইন নামে এক সঙ্গীকে নিয়ে তাঁদের ভাড়াবাড়িতে আসে। কাজের সুবাদে ঠিকাদার দিলীপ ও সমীরের সঙ্গে দম্পতির আগেই পরিচয় ছিল। বাড়িতে আসা-যাওয়াও ছিল। বুধবার রাতে ওই ভাড়াবাড়িতে যায় দিলীপ ও সমীর। সেখানে মদের আসর বসায়। নির্যাতিতা বধূর স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। তারপর ঘরের আলো বন্ধ করে দিলীপ ও সমীর ওই বধূকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। চলে যাওয়ার সময় ওই বধূকে ভয় দেখানো হয়। সকালে জ্ঞান ফিরলে নির্যাতিতা বধূ তাঁর স্বামীকে দিলীপ ও সমীরের রাতের কীর্তি বলে দেন। বৃহস্পতিবার দুপুরে বসিরহাট থানায় দিলীপ ও সমীরের বিরুদ্ধে ওই বধূ গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিকেলে পুলিশ ঠিকাদার দিলীপ সরকারকে গ্রেপ্তার করেছে। সঙ্গী সমীর পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিন বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতা বধূর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। শুক্রবার ধৃত দিলীপকে বসিরহাট আদালতে তোলা হবে।

বাইট----

1. নির্যাতিতা বধূ
2. বাপি কর্মকার, নির্যাতিতার স্বামীBody:স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার এক, পলাতক আরও এক

বসিরহাটঃ স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার এক অভিযুক্ত। পলাতক আরেক জন। ঘটনাটি ঘটেছে
উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার স্টেশনপাড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিলীপ সরকার। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ ও তাঁর স্বামী ভাড়াবাড়িতে থাকেন। স্বামী ঠিকাদারের অধীনে কাজ করেন। ঠিকাদার দিলীপ সরকার বুধবার রাতে সমীর গাইন নামে এক সঙ্গীকে নিয়ে তাঁদের ভাড়াবাড়িতে আসে। কাজের সুবাদে ঠিকাদার দিলীপ ও সমীরের সঙ্গে দম্পতির আগেই পরিচয় ছিল। বাড়িতে আসা-যাওয়াও ছিল। বুধবার রাতে ওই ভাড়াবাড়িতে যায় দিলীপ ও সমীর। সেখানে মদের আসর বসায়। নির্যাতিতা বধূর স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। তারপর ঘরের আলো বন্ধ করে দিলীপ ও সমীর ওই বধূকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। চলে যাওয়ার সময় ওই বধূকে ভয় দেখানো হয়। সকালে জ্ঞান ফিরলে নির্যাতিতা বধূ তাঁর স্বামীকে দিলীপ ও সমীরের রাতের কীর্তি বলে দেন। বৃহস্পতিবার দুপুরে বসিরহাট থানায় দিলীপ ও সমীরের বিরুদ্ধে ওই বধূ গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিকেলে পুলিশ ঠিকাদার দিলীপ সরকারকে গ্রেপ্তার করেছে। সঙ্গী সমীর পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিন বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতা বধূর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। শুক্রবার ধৃত দিলীপকে বসিরহাট আদালতে তোলা হবে।

বাইট----

1. নির্যাতিতা বধূ
2. বাপি কর্মকার, নির্যাতিতার স্বামীConclusion:স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার এক, পলাতক আরও এক

বসিরহাটঃ স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার এক অভিযুক্ত। পলাতক আরেক জন। ঘটনাটি ঘটেছে
উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার স্টেশনপাড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিলীপ সরকার। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ ও তাঁর স্বামী ভাড়াবাড়িতে থাকেন। স্বামী ঠিকাদারের অধীনে কাজ করেন। ঠিকাদার দিলীপ সরকার বুধবার রাতে সমীর গাইন নামে এক সঙ্গীকে নিয়ে তাঁদের ভাড়াবাড়িতে আসে। কাজের সুবাদে ঠিকাদার দিলীপ ও সমীরের সঙ্গে দম্পতির আগেই পরিচয় ছিল। বাড়িতে আসা-যাওয়াও ছিল। বুধবার রাতে ওই ভাড়াবাড়িতে যায় দিলীপ ও সমীর। সেখানে মদের আসর বসায়। নির্যাতিতা বধূর স্বামীকে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। তারপর ঘরের আলো বন্ধ করে দিলীপ ও সমীর ওই বধূকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। চলে যাওয়ার সময় ওই বধূকে ভয় দেখানো হয়। সকালে জ্ঞান ফিরলে নির্যাতিতা বধূ তাঁর স্বামীকে দিলীপ ও সমীরের রাতের কীর্তি বলে দেন। বৃহস্পতিবার দুপুরে বসিরহাট থানায় দিলীপ ও সমীরের বিরুদ্ধে ওই বধূ গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। বিকেলে পুলিশ ঠিকাদার দিলীপ সরকারকে গ্রেপ্তার করেছে। সঙ্গী সমীর পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিন বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতা বধূর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। শুক্রবার ধৃত দিলীপকে বসিরহাট আদালতে তোলা হবে।

বাইট----

1. নির্যাতিতা বধূ
2. বাপি কর্মকার, নির্যাতিতার স্বামী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.