বসিরহাট, 21 ফেব্রুয়ারি : কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই কিশোর ৷ পলাতক এক অভিযুক্ত ৷ উত্তর 24 পরগনার বসিরহাটের আখারপুরের ঘটনা ৷ ধৃতদের নাম রুহুল কুদ্দুস ও সাজিদ আলি ৷ পলাতক অভিযুক্তের নাম তোতা শেখ ৷ পলাতকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিতা কিশোরী নবম শ্রেণির ছাত্রী ৷ গত 18 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধেবেলা সে বাড়ির সামনে দাঁড়িয়েছিল । সেই সময় তার জ্ঞাতি দাদা রুহুল ও সাজিদ তাকে বাড়ির পাশের ইটভাটায় ডেকে নিয়ে যায় । সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল তোতা শেখ । তার বাড়ি হাসনাবাদের বরুণহাট এলাকায় । অভিযোগ, ইটভাটায় কেউ না থাকায় ওই তিন জন ওই কিশোরীকে ধর্ষণ করে ৷ কিশোরী জানায়, প্রথমে সে ভয়ে বাড়িতে কাউকে বলেনি ৷ কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সে বাড়িতে ঘটনার কথা জানায় ৷
ওই রাতেই কিশোরীর বাবা রুহুল, সাজিদ ও তোতার বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন ৷ আজ ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে ৷ ঘটনায় পুলিশ রুহুল ও তার বন্ধু সাজিদকে গ্রেপ্তার করেছে ৷ তোতা পলাতক । পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে । ধৃত দু'জনকে আজ বসিরহাট আদালতে তোলা হয় ৷ অভিযুক্তরা প্রাপ্তবয়স্ক না হওয়ায় সোমবার তাদের বিধাননগরে জুভেনাইল আদালতে পাঠানো হবে । বর্তমানে তাদের একটি হোমে রাখা হয়েছে ৷