শাসন, 9 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । এর জেরে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, তারজন্য বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, সেই রেশন নিয়েও বিভিন্ন জায়গা থেকে আসছে বহু অভিযোগ । কোথাও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, আবার কোথাও রেশন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ ৷ এমনকী, রেশন সামগ্রী পাচারের অভিযোগও উঠেছে । আজ রেশন সামগ্রী পরিমাণে কম পেয়ে দোকানের সামনে বিক্ষোভ দেখালেন শাসনের গোলাবাড়ি এলাকার গ্রাহকরা । খবর পেয়ে ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাসন থানার পুলিশ ৷
গোলাবাড়ি এলাকায় 28 নম্বর রেশন দোকানে আজ সকাল থেকেই খাদ্য সামগ্রী নিতে ভিড় করেন গ্রাহকরা । প্রায় শ'পাঁচেক গ্রাহক এসেছিলেন রেশন সামগ্রী নিতে । অভিযোগ, তা নিতে গিয়ে সামাজিক দূরত্বের নিয়মটুকুও মানা হয়নি । এরপর রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে দোকানের সামনে বিক্ষোভ শুরু হয়। গ্রাহকদের অভিযোগ,"রেশন দোকান থেকে চাল, গম দেওয়া হলেও সরকারের নির্ধারিত পরিমাণের থেকে কম চাল দেওয়া হচ্ছে ।"
রেশন দোকানের সামনে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে আসে শাসন থানার পুলিশ । বিক্ষোভকারীদের সরিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই বিষয়ে গোলাবাড়ির রেশন ডিলার শাহানাজ মোল্লা বলেন,"সরকার থেকে চাল, ডাল এলেও আটা আসেনি আমার রেশন দোকানে । তাই গ্রাহকদের আটা দেওয়া সম্ভব হয়নি । তবে, চাল ও ডাল দেওয়া হয়েছে ৷"
প্রশাসন সূত্রে খবর, আটার জোগান কম থাকায় সাময়িক সমস্যা তৈরি হলেও দ্রুত মেটানোর চেষ্টা চলছে । শীঘ্রই সেই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী প্রশাসন ।