ETV Bharat / state

এ যেন মরার উপর খাঁড়ার ঘা ! যশের ঘা শুকোনোর আগেই ভরা কোটালের ভ্রুকুটি - people of sundarban are scared as right after cyclone yaas another kotal is about to come

গত মাসের 26 তারিখ নাগাদ ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় যশ (Super Cyclone Yaas) ৷ যশের দগদগে ঘা এখনও শুকোয়নি ৷ তারপর এর মধ্যেই আবার আসছে অমাবস্যার ভরা কোটাল ৷ তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সুন্দরবনের বানভাসি মানুষের মধ্যে ৷ কারণ বাঁধের কাজ সম্পূর্ণ না হলে জল ঢুকবেই ৷ আবার জলমগ্ন হবে বিস্তীর্ণ এলাকা ৷

বসিরহাটে ভরা কোটালের আগে আতঙ্ক
বসিরহাটে ভরা কোটালের আগে আতঙ্ক
author img

By

Published : Jun 8, 2021, 5:20 PM IST

Updated : Jun 9, 2021, 11:16 AM IST

বসিরহাট, 8 জুন : এ যেন মরার উপর খাঁড়ার ঘা ! একে তো যশ এবং পূর্ণিমার ভরা কোটালের দগদগে ঘা এখনও শুকোয়নি । তারই মধ্যে দোসর অমাবস্যার ভরা কোটালের (Sundarban Kotal) ভ্রুকুটি । আতঙ্কে রাতের ঘুম উড়েছে সুন্দরবনের বানভাসিদের ৷ কী করবেন ? কোথায় যাবেন ? তা ভেবেই কুল-কিনারা পাচ্ছেন না দুর্গতরা । অমাবস্যার ভরা কোটালে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ দিয়ে ফের জল ঢোকার আশঙ্কা রয়েছে এলাকায় । ফলে আবারও প্লাবনের আশঙ্কার প্রহর গুনছেন যশ বিধ্বস্ত সুন্দরবনবাসী ৷ ইতিমধ্যে পরিস্থিতির পর্যালোচনা করে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন । কিন্তু তাতেও যেন আতঙ্ক কাটছে না দুর্গত মানুষের ।

গত 26 মে যশ (Super Cyclone Yaas) এবং পূর্ণিমার ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসের জেরে বিপর্যস্ত হয় সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ'টি ব্লক । সবচেয়ে বেশি প্রভাব পড়ে সন্দেশখালি 1 ও 2, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকে । জলের স্রোতে একের পর এক কাঁচা নদীবাঁধে ফাটল দেখা দেয় ৷ বাঁধ ভেঙে হু হু করে জল ঢোকে লোকালয়ে । জলের তোড়ে ভেসে যায় গ্রামের পর গ্রাম । সর্বস্বান্ত হতে হয়েছে বানভাসি মানুষকে । বিস্তীর্ণ এলাকার কৃষি জমি, মাছের ভেড়ি, ঘরবাড়ি এখনও জলের তলায় । সপ্তাহ খানেক পরও সুন্দরবনের অনেক এলাকা থেকে জল ঠিক মতো নামেনি । কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর অবধি জল । ফলে জলবন্দি অবস্থাতেই দিন কাটছে অনেকের । গৃহহীন হয়ে আবার অনেকের ঠাঁই হয়েছে উচুঁ জায়গায় রাস্তার ধারে কিংবা আশ্রয় শিবিরে । কেউ কেউ রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে কোনও রকমে দিনযাপন করছেন । জলবন্দি এলাকার কোথাও যেতে হলে এখনও বানভাসি মানুষের ভরসা কলাগাছের ভেলা ।

যশের পর এবার ভরা কোটালের চোখরাঙানিতে আতঙ্কিত সুন্দরবনের উপকূলবর্তীরা ৷

এরকম দুর্বিষহ পরিস্থিতির মধ্যে যখন দিন গুজরান করতে হচ্ছে বানভাসি মানুষকে, তখনই তাঁদের চিন্তা বাড়িয়েছে অমাবস্যার ভরা কোটালের ভ্রুকুটি । ইতিমধ্যে আগামী 11 ও 26 জুন পরপর দু'টি ভরা কোটালের সম্ভাবনার কথা জানিয়েছে প্রশাসন । আর তার জেরে তটস্থ সুন্দরবনের দুর্গত মানুষ । ফের প্লাবনের আশঙ্কায় প্রখর গুনছেন তাঁরা । আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাঁদের ৷ প্রশাসন পাশে থাকার ভরসা দিলেও শঙ্কা কিছুতেই কাটছে না সুন্দরবন অঞ্চলের বাসিন্দাদের ।

গোবিন্দ মণ্ডল বলেন, "সামনেই অমাবস্যার ভরা কোটাল । খুব খারাপ সময় আসছে আমাদের জন্য । এমনিতেই রাস্তার উপর পলিথিন টাঙিয়ে খুব কষ্টের মধ্যে রয়েছি । তার উপর আবার কোটাল ৷ খুব আতঙ্কে রয়েছি ৷"

একই সুর শোনা গিয়েছে শঙ্কর মণ্ডল নামে অপর এক বাসিন্দার গলাতেও । তিনি বলেন, "গৃহস্থের উঠোনে এখনও বুক সমান জল । ফলে সেখানে বসবাস করতে না পেরে রাস্তার ধারে উচুঁ জায়গায় ত্রিপল টাঙিয়ে কোনও রকমে দিন গুজরান করতে হচ্ছে । এখনও অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত নদীবাঁধ মেরামত হয়নি । ফলে অমাবস্যার ভরা কোটালে সেখান থেকে নদীর জল প্রবেশ করার সম্ভাবনা রয়েছে । আতঙ্ক ও শঙ্কা নিয়েই প্রহর গুনছি আমরা ৷"

প্রশাসন সূত্রে খবর, কোটালের আগে পরিস্থিতির পর্যালোচনা করে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । মজুত করা হয়েছে পর্যাপ্ত ত্রাণসামগ্রীও ।

আরও পড়ুন : যশ বিধ্বস্ত কুলতলিতে পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন

বসিরহাট, 8 জুন : এ যেন মরার উপর খাঁড়ার ঘা ! একে তো যশ এবং পূর্ণিমার ভরা কোটালের দগদগে ঘা এখনও শুকোয়নি । তারই মধ্যে দোসর অমাবস্যার ভরা কোটালের (Sundarban Kotal) ভ্রুকুটি । আতঙ্কে রাতের ঘুম উড়েছে সুন্দরবনের বানভাসিদের ৷ কী করবেন ? কোথায় যাবেন ? তা ভেবেই কুল-কিনারা পাচ্ছেন না দুর্গতরা । অমাবস্যার ভরা কোটালে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ দিয়ে ফের জল ঢোকার আশঙ্কা রয়েছে এলাকায় । ফলে আবারও প্লাবনের আশঙ্কার প্রহর গুনছেন যশ বিধ্বস্ত সুন্দরবনবাসী ৷ ইতিমধ্যে পরিস্থিতির পর্যালোচনা করে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন । কিন্তু তাতেও যেন আতঙ্ক কাটছে না দুর্গত মানুষের ।

গত 26 মে যশ (Super Cyclone Yaas) এবং পূর্ণিমার ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাসের জেরে বিপর্যস্ত হয় সুন্দরবন লাগোয়া বসিরহাটের অন্তত ছ'টি ব্লক । সবচেয়ে বেশি প্রভাব পড়ে সন্দেশখালি 1 ও 2, হিঙ্গলগঞ্জ এবং মিনাখাঁ ব্লকে । জলের স্রোতে একের পর এক কাঁচা নদীবাঁধে ফাটল দেখা দেয় ৷ বাঁধ ভেঙে হু হু করে জল ঢোকে লোকালয়ে । জলের তোড়ে ভেসে যায় গ্রামের পর গ্রাম । সর্বস্বান্ত হতে হয়েছে বানভাসি মানুষকে । বিস্তীর্ণ এলাকার কৃষি জমি, মাছের ভেড়ি, ঘরবাড়ি এখনও জলের তলায় । সপ্তাহ খানেক পরও সুন্দরবনের অনেক এলাকা থেকে জল ঠিক মতো নামেনি । কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও কোমর অবধি জল । ফলে জলবন্দি অবস্থাতেই দিন কাটছে অনেকের । গৃহহীন হয়ে আবার অনেকের ঠাঁই হয়েছে উচুঁ জায়গায় রাস্তার ধারে কিংবা আশ্রয় শিবিরে । কেউ কেউ রাস্তার ধারে ত্রিপল টাঙিয়ে কোনও রকমে দিনযাপন করছেন । জলবন্দি এলাকার কোথাও যেতে হলে এখনও বানভাসি মানুষের ভরসা কলাগাছের ভেলা ।

যশের পর এবার ভরা কোটালের চোখরাঙানিতে আতঙ্কিত সুন্দরবনের উপকূলবর্তীরা ৷

এরকম দুর্বিষহ পরিস্থিতির মধ্যে যখন দিন গুজরান করতে হচ্ছে বানভাসি মানুষকে, তখনই তাঁদের চিন্তা বাড়িয়েছে অমাবস্যার ভরা কোটালের ভ্রুকুটি । ইতিমধ্যে আগামী 11 ও 26 জুন পরপর দু'টি ভরা কোটালের সম্ভাবনার কথা জানিয়েছে প্রশাসন । আর তার জেরে তটস্থ সুন্দরবনের দুর্গত মানুষ । ফের প্লাবনের আশঙ্কায় প্রখর গুনছেন তাঁরা । আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাঁদের ৷ প্রশাসন পাশে থাকার ভরসা দিলেও শঙ্কা কিছুতেই কাটছে না সুন্দরবন অঞ্চলের বাসিন্দাদের ।

গোবিন্দ মণ্ডল বলেন, "সামনেই অমাবস্যার ভরা কোটাল । খুব খারাপ সময় আসছে আমাদের জন্য । এমনিতেই রাস্তার উপর পলিথিন টাঙিয়ে খুব কষ্টের মধ্যে রয়েছি । তার উপর আবার কোটাল ৷ খুব আতঙ্কে রয়েছি ৷"

একই সুর শোনা গিয়েছে শঙ্কর মণ্ডল নামে অপর এক বাসিন্দার গলাতেও । তিনি বলেন, "গৃহস্থের উঠোনে এখনও বুক সমান জল । ফলে সেখানে বসবাস করতে না পেরে রাস্তার ধারে উচুঁ জায়গায় ত্রিপল টাঙিয়ে কোনও রকমে দিন গুজরান করতে হচ্ছে । এখনও অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত নদীবাঁধ মেরামত হয়নি । ফলে অমাবস্যার ভরা কোটালে সেখান থেকে নদীর জল প্রবেশ করার সম্ভাবনা রয়েছে । আতঙ্ক ও শঙ্কা নিয়েই প্রহর গুনছি আমরা ৷"

প্রশাসন সূত্রে খবর, কোটালের আগে পরিস্থিতির পর্যালোচনা করে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । মজুত করা হয়েছে পর্যাপ্ত ত্রাণসামগ্রীও ।

আরও পড়ুন : যশ বিধ্বস্ত কুলতলিতে পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন

Last Updated : Jun 9, 2021, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.