ETV Bharat / state

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, কাঠগড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল - bhatpara state general hospital

ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্ত্বরে ৷ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিরও অভিযোগ তোলে মৃতের পরিবার ৷

বিক্ষোভ হাসপাতাল চত্বরে
বিক্ষোভ হাসপাতাল চত্বরে
author img

By

Published : Mar 23, 2021, 4:13 PM IST

ভাটপাড়া , 23 মার্চ : চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ রোগী মৃত্যুকে ঘিরে কাঠগড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ৷ পেটে ব্যাথা নিয়ে আজ হাসপাতালে ভর্তি করা হয় রাজকুমার পাসোয়ান (৪০) নামে এক ব্য়ক্তিকে ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবার ৷

মৃতের পরিবারের অভিযোগ , জগদ্দলের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমারকে অসুস্থ অবস্থায় প্রথমে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেন রোগীকে ৷ ইনজেকশন দেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে রাজকুমার ৷ পরে হাসপাতালের পরিকাঠামোগত অব্যবস্থার দোহাই দিয়ে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয় ৷ অ্যাম্বুলেন্স করে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয় ৷

রোগীর মৃত্যু হলে ফের তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসে তাঁর পরিবার ৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ও হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে তারা ৷

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, কাঠগড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। তিনিও কার্যত হাসপাতাল কতৃপক্ষকেই দুষেছেন ৷ কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তোলেন তিনি ৷ প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি ৷ স্বাস্থ্য দফতরে অভিযোগ করেও ফল না মেলার কথাও বলেন তিনি ৷

আরও পড়ুন : জোড়া মৃত্যু বংশীহারিতে

ঘটনাস্থানে আসে জগদ্দল থানার পুলিশ ৷ রোগী মৃত্যুর কারণ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷

ভাটপাড়া , 23 মার্চ : চিকিৎসায় গাফিলতির অভিযোগ ৷ রোগী মৃত্যুকে ঘিরে কাঠগড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ৷ পেটে ব্যাথা নিয়ে আজ হাসপাতালে ভর্তি করা হয় রাজকুমার পাসোয়ান (৪০) নামে এক ব্য়ক্তিকে ৷ সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবার ৷

মৃতের পরিবারের অভিযোগ , জগদ্দলের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমারকে অসুস্থ অবস্থায় প্রথমে নিয়ে আসা হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেন রোগীকে ৷ ইনজেকশন দেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়ে রাজকুমার ৷ পরে হাসপাতালের পরিকাঠামোগত অব্যবস্থার দোহাই দিয়ে রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হয় ৷ অ্যাম্বুলেন্স করে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁর মৃত্যু হয় ৷

রোগীর মৃত্যু হলে ফের তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসে তাঁর পরিবার ৷ সেখানেই কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ও হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে তারা ৷

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, কাঠগড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। তিনিও কার্যত হাসপাতাল কতৃপক্ষকেই দুষেছেন ৷ কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তোলেন তিনি ৷ প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি ৷ স্বাস্থ্য দফতরে অভিযোগ করেও ফল না মেলার কথাও বলেন তিনি ৷

আরও পড়ুন : জোড়া মৃত্যু বংশীহারিতে

ঘটনাস্থানে আসে জগদ্দল থানার পুলিশ ৷ রোগী মৃত্যুর কারণ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.