বসিরহাট, 25 জুন : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল যাত্রী বোঝাই ইঞ্জিন ভ্যান (Passenger Van Accident)। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের ৷ আহত হয়েছেন আরও পনেরো জন । শনিবার এই ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার মাটিয়ার রাজনগরে । আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর । প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিশু, মহিলা ও পুরুষ মিলিয়ে কমপক্ষে 20 জন যাত্রী ছিলেন দুর্ঘটনার কবলে পড়া ওই ইঞ্জিন ভ্যানটিতে । দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় গর্ত দেখে ব্রেক কষেন চালক । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় ইঞ্জিন ভ্যানটি । তবে, দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতদের প্রত্যেকেরই বাড়ি হাড়োয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে । হাড়োয়ার গোপালনগরে এক আত্মীয়ের সৎকার সেরে শনিবার সকালে ইঞ্জিন ভ্যানে করে বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা । তখনই মাঝপথে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা । বসিরহাট-বনগাঁ রোডের পাশে একটি নয়ানজুলিতে যাত্রী বোঝাই ইঞ্জিন ভ্যানটি উলটে গিয়ে পড়লে চিৎকার-চেঁচামেচি শুরু হয় । সেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান । ঘটনাস্থলেই প্রাণ হারান ষাট বছরের এক প্রৌঢ় । বাকি দু'জনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে । আহত 15 জনের অধিকাংশরই মাথায়, বুকে এবং পিঠে আঘাত লেগেছে । তাঁদের শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর বলেই জানা যায় হাসপাতাল সূত্রে । ঘটনার জেরে এদিন শোরগোল পড়ে যায় এলাকায় । মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।
আরও পড়ুন : টানা বৃষ্টির জেরে সেবকে ধস, পাথর পড়ে উলটে গেল গাড়ি
এদিকে, দুর্ঘটনার জেরে এদিন বসিরহাট-বনগাঁ রোডে বেশ কিছুক্ষণের জন্য যানচলাচল বিপর্যস্ত হয়ে পড়ে । খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয় । দুর্ঘটনাগ্রস্থ ইঞ্জিন ভ্যানটি ক্রেনের সাহায্যে নয়ানজুলি থেকে তুলে নিয়ে যাওয়া হয় মাটিয়া থানায় । এরপরই ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয় গুরুত্বপূর্ণ এই রোডে ।