টিটাগড়, 4 নভেম্বর : ব্যারাকপুরের বাবনপুর এলাকায় BJP-র দখলে থাকা কার্যালয় ফের নিজেদের দখলে নিল TMC । এর জেরে এলাকায় অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয় পুলিশ ও RAF । TMC-র অভিযোগ, 23 মে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে BJP জেতার পর তৃণমূলের একাধিক পার্টি অফিস দখল করা হয় ।
নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক সুনীল সিং বলেন, "কার্যালয়টি TMC-র ছিল এটা ঠিক, কিন্তু TMC নেতা-কর্মীরা BJP-তে যোগদান করায় সেটি BJP-র পার্টি অফিসে পরিণত হয় । আজ TMC-র গুন্ডারা পুলিশ নিয়ে পার্টি অফিসটি দখল করে । যদিও ওই এলাকায় পার্টি অফিসে বসার মতো TMC-র কোনো নেতা-কর্মী নেই । মানুষ ঠিক সময় এর জবাব দেবে ।"