ETV Bharat / state

BJP-র থেকে কার্যালয় ফের দখল TMC-র - Party office recaptured by TMC

BJP-র দখলে থাকা কার্যালয় পুনর্দখল TMC-র । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন পুলিশ ও RAF । নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ব্যারাকপুরের বাবনপুর এলাকার ঘটনা ।

তৃণমূল কার্যালয়
author img

By

Published : Nov 4, 2019, 11:17 PM IST

টিটাগড়, 4 নভেম্বর : ব্যারাকপুরের বাবনপুর এলাকায় BJP-র দখলে থাকা কার্যালয় ফের নিজেদের দখলে নিল TMC । এর জেরে এলাকায় অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয় পুলিশ ও RAF । TMC-র অভিযোগ, 23 মে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে BJP জেতার পর তৃণমূলের একাধিক পার্টি অফিস দখল করা হয় ।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক সুনীল সিং বলেন, "কার্যালয়টি TMC-র ছিল এটা ঠিক, কিন্তু TMC নেতা-কর্মীরা BJP-তে যোগদান করায় সেটি BJP-র পার্টি অফিসে পরিণত হয় । আজ TMC-র গুন্ডারা পুলিশ নিয়ে পার্টি অফিসটি দখল করে । যদিও ওই এলাকায় পার্টি অফিসে বসার মতো TMC-র কোনো নেতা-কর্মী নেই । মানুষ ঠিক সময় এর জবাব দেবে ।"

BJP বিধায়ক সুনীল সিং

টিটাগড়, 4 নভেম্বর : ব্যারাকপুরের বাবনপুর এলাকায় BJP-র দখলে থাকা কার্যালয় ফের নিজেদের দখলে নিল TMC । এর জেরে এলাকায় অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয় পুলিশ ও RAF । TMC-র অভিযোগ, 23 মে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে BJP জেতার পর তৃণমূলের একাধিক পার্টি অফিস দখল করা হয় ।

নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক সুনীল সিং বলেন, "কার্যালয়টি TMC-র ছিল এটা ঠিক, কিন্তু TMC নেতা-কর্মীরা BJP-তে যোগদান করায় সেটি BJP-র পার্টি অফিসে পরিণত হয় । আজ TMC-র গুন্ডারা পুলিশ নিয়ে পার্টি অফিসটি দখল করে । যদিও ওই এলাকায় পার্টি অফিসে বসার মতো TMC-র কোনো নেতা-কর্মী নেই । মানুষ ঠিক সময় এর জবাব দেবে ।"

BJP বিধায়ক সুনীল সিং
Intro:নোয়াপাড়ায় বিজেপির থেকে ছিনিয়ে তৃণমূল নিজেদের পার্টি অফিস পুনর্দখল করলBody:উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ব্যারাকপুর বাবনপুর এলাকায় বিজেপির দখল করা একটি পার্টি অফিস নিজেদের দখলে নিলো তৃণমূল।আজ এই পরিস্থিতিতে যেকোনো রকম অশান্তি এড়াতে এই এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। তৃণমূলের বক্তব্য গত 23 শে মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়লাভ করার পর থেকেই একের পর এক তৃণমূলের পার্টি অফিস দখল করে নিয়ে নেয় তারা। কিন্তু সময় যত গড়িয়েছে বিজেপির আধিপত্য ততটাই কমতে শুরু করেছে। বহু তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে নিচু তলার কর্মীরাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর সেই বিজেপি পার্টি অফিসটি পুনর্দখল করে তৃণমূল।সেই রকমই আজ এই পার্টি অফিস দখল করে খুশি তৃণমূল। যদিও বিজেপির তরফে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুনীল সিং বলেন ওই পার্টিঅফিসটি তৃণমূলেরই ছিল এটা ঠিক কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করা সেটি বিজেপি পার্টি অফিসে পরিণত হয়েছিল। আজ তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভীতি প্রদর্শন করে এই পার্টি অফিস দখল করে তারা। কিন্তু এই পার্টি অফিসে তাদের বসার মতো কোনো নেতাকর্মী নেই এবং সাধারণ মানুষও তাদের সাথে না থাকায় এর জবাব মানুষ সময়মতো দিয়ে দেবে। সবমিলিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল এর মধ্যে রাজনৈতিক জমি দখল নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হল।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.