ETV Bharat / state

বেআইনি নির্মাণ নিয়ে সরকার বিরোধিতায় সরব সব্যসাচী; শুনে হাসলেন পার্থ ! - বিধাননগরের মেয়রের পদত্যাগ

মেয়র পদ থেকে সব্যসাচীর পদত্যাগের কথা শুনে পার্থবাবু বলেন, "কী বলব ? যা ভালো বুঝেছে তাই করছে । দলের প্রতি তাঁর আনুগত্য থাকার কথা ছিল । ভুললে চলবে না বিধাননগরের মেয়র, বিধায়ক করেছিল তৃণমূল কংগ্রেসই । নিজের শক্তি নিশ্চয়ই আছে । কিন্তু, এটাও মনে রাখতে হবে, শক্তি দিয়েছিল মমতা ব্যানার্জির ছবি ও মুখ ।"

পার্থ
author img

By

Published : Jul 19, 2019, 2:30 AM IST

Updated : Jul 19, 2019, 7:18 AM IST

কলকাতা, 19 জুলাই : মেয়র পদ থেকে পদত্যাগ করে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন সব্যসাচী দত্ত । গতকাল সাংবাদিক বৈঠকে করেন তিনি । সেখানে জানান, কেন তিনি মেয়র পদ ছাড়ছেন । সব্যসাচীর বক্তব্য শুনেই হেসে ফেলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তাঁর প্রশ্ন, "এতদিন পর এসব কেন বলছেন ?"

গতকাল বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেন সব্যসাচী দত্ত । পরে সাংবাদিক বৈঠকে বলেন, "কিছু স্বার্থান্বেষী মানুষ অসৎ কাজে লিপ্ত । তারা বিধাননগর পৌরনিগমের মূলত রাজারহাট-গোপালপুর এলাকায় বেআইনি কাজকর্ম চালাচ্ছিল । বেআইনি নির্মাণ, পুকুর ভরাটে বাধা দিচ্ছিলাম, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম । কিন্তু, কেউ সহযোগিতা করেনি । তাই, আমার মনে হয়, এখানে থেকে এই আন্দোলন সম্ভব নয় । মানুষের দ্বারা মনোনীত পৌর প্রতিনিধি ও প্রতিনিধিদের দ্বারা মনোনীত মেয়র হিসেবে যদি মানুষের কথা না ভাবতে পারি তাহলে আমার মেয়র পদে থাকা উচিত নয় । আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি ।"

দেখুন ভিডিয়ো

মেয়র পদ থেকে সব্যসাচীর পদত্যাগের কথা শুনে পার্থবাবু বলেন, "কী বলব ? যা ভালো বুঝেছে তাই করছে । দলের প্রতি তাঁর আনুগত্য থাকার কথা ছিল । ভুললে চলবে না বিধাননগরের মেয়র, বিধায়ক করেছিল তৃণমূল কংগ্রেসই । নিজের শক্তি নিশ্চয়ই আছে । কিন্তু, এটাও মনে রাখতে হবে, শক্তি দিয়েছিল মমতা ব্যানার্জির ছবি ও মুখ ।"

সব্যসাচীর অভিযোগ শুনেই হেসে ফেলেন পার্থবাবু । বলেন, "আজ কেন বলতে গেলেন ? অনেকদিন ধরে মেয়র আছেন । বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা ছিল না ?হাস্যকর যুক্তি ।"

কলকাতা, 19 জুলাই : মেয়র পদ থেকে পদত্যাগ করে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন সব্যসাচী দত্ত । গতকাল সাংবাদিক বৈঠকে করেন তিনি । সেখানে জানান, কেন তিনি মেয়র পদ ছাড়ছেন । সব্যসাচীর বক্তব্য শুনেই হেসে ফেলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তাঁর প্রশ্ন, "এতদিন পর এসব কেন বলছেন ?"

গতকাল বিধাননগর পৌরনিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেন সব্যসাচী দত্ত । পরে সাংবাদিক বৈঠকে বলেন, "কিছু স্বার্থান্বেষী মানুষ অসৎ কাজে লিপ্ত । তারা বিধাননগর পৌরনিগমের মূলত রাজারহাট-গোপালপুর এলাকায় বেআইনি কাজকর্ম চালাচ্ছিল । বেআইনি নির্মাণ, পুকুর ভরাটে বাধা দিচ্ছিলাম, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম । কিন্তু, কেউ সহযোগিতা করেনি । তাই, আমার মনে হয়, এখানে থেকে এই আন্দোলন সম্ভব নয় । মানুষের দ্বারা মনোনীত পৌর প্রতিনিধি ও প্রতিনিধিদের দ্বারা মনোনীত মেয়র হিসেবে যদি মানুষের কথা না ভাবতে পারি তাহলে আমার মেয়র পদে থাকা উচিত নয় । আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি ।"

দেখুন ভিডিয়ো

মেয়র পদ থেকে সব্যসাচীর পদত্যাগের কথা শুনে পার্থবাবু বলেন, "কী বলব ? যা ভালো বুঝেছে তাই করছে । দলের প্রতি তাঁর আনুগত্য থাকার কথা ছিল । ভুললে চলবে না বিধাননগরের মেয়র, বিধায়ক করেছিল তৃণমূল কংগ্রেসই । নিজের শক্তি নিশ্চয়ই আছে । কিন্তু, এটাও মনে রাখতে হবে, শক্তি দিয়েছিল মমতা ব্যানার্জির ছবি ও মুখ ।"

সব্যসাচীর অভিযোগ শুনেই হেসে ফেলেন পার্থবাবু । বলেন, "আজ কেন বলতে গেলেন ? অনেকদিন ধরে মেয়র আছেন । বেআইনি কাজ বন্ধ করার ক্ষমতা ছিল না ?হাস্যকর যুক্তি ।"

Intro:


বেআইনি কাজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা কি ছিল না ? :

সব্যসাচীর অভিযোগের পাল্টা দিলেন পার্থ

কলকাতা, ১৮ জুলাই : 'অনেক দিন ধরে মেয়র রয়েছেন। যেটা বেআইনি ভাবে চলছে তা বন্ধ করার ক্ষমতা তার কি ছিল না ? এটা হাস্যকর যুক্তি ।' তৃণমূলের বেআইনি কাজ নিয়ে সব্যসাচী দত্ত'র অভিযোগের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।
Body:

আজ বিধান নগরের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন সব্যসাচী দত্ত। ইস্তফা দেওয়ার পরেই দলের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি। সব‍্যসাচির অভিযোগ, 'অবৈধ ব্যবসা ও পুকুর ভরাট করে নির্মাণ কাজের বিরোধিতা করেছিলাম। রাজ্য প্রশাসনের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। দুর্নীতির সঙ্গে আপোষ করতে পারেনি বলেই মেয়র পদ থেকে ইস্তফা দিলাম।' সব্যসাচী দত্ত এই অভিযোগ গুলিকে নষ‍্যাত করে দিয়ে রীতিমতো একহাত নিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বললেন, 'আজকে বলছেন কেনও অনেকদিন ধরেই মেয়র রয়েছেন। রাস্তায় নেমে এটা বন্ধ করে দিচ্ছেন ওটা বন্ধ করে দিচ্ছেন। তাহলে যেখানে বেআইনি হচ্ছে সেটা বন্ধ করার ক্ষমতা কি তার ছিল না ? হাস্যকর যুক্তি। দলের প্রতি আনুগত্যে যাদের ভাটা পড়বে, দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
Conclusion:
Last Updated : Jul 19, 2019, 7:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.