ব্যারাকপুর, 1 অক্টোবর: রাত পোহালেই দিল্লিতে তৃণমূলের মেগা কর্মসূচি । তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অধীনস্থ দিল্লি পুলিশের উদ্দেশ্যে হুঙ্কার দিতে দেখা গেল রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে । রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বসলেন তিনি । মন্ত্রী বলেন,"দিল্লিতে লাঠি চললে পশ্চিমবঙ্গেও লাঠি চলবে ৷" কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দু'দিন দিল্লির যন্তর মন্তরে রয়েছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি । তা নিয়ে বাংলার বুকে রাজনৈতিক তরজা তো চলছেই । তারই মধ্যে পার্থ ভৌমিকের এই হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে । অনেকেই মনে করছেন, এই মন্তব্য একেবারে অগণতান্ত্রিক । সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এভাবে প্রকাশ্যে হুমকি দিতে পারেন না । আইন প্রণয়নকারীদের আরও সতর্কভাবে কথা বলার প্রয়োজন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ।
আরও পড়ুন: কাল থেকে শুরু ধরনা কর্মসূচি, রাজধানীতে আজ রাতেই গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেকরা
দিল্লি যাত্রা নিয়ে আগেই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তিনি সাফ বলেছেন," দিল্লিতে বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে, একটা আঁচড় যদি পড়ে শ্রমিক কৃষকের উপর…, ইট কা জবাব পাত্থর সে কীভাবে দিতে হয় সেটা গণতান্ত্রিকভাবে আগামিদিন মানুষ দেবে ৷" যদিও শাসকদলের এই ধরনা কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক পারদ কিন্তু ক্রমশই চড়ছে । ইতিমধ্যে বাতিল করা হয়েছে রাজধানীগামী দিল্লি ট্রেন । বাতিল হয়েছে দিল্লিগামী বিমানও । ফলে কর্মীসমর্থকদের দিল্লি যাওয়ার ভরসা বলতে বাসই । বাসে করেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এ রাজ্যের বঞ্চিত 100 দিনের শ্রমিক এবং শাসকদলের কর্মীসমর্থকরা । এ দিকে অভিষেকের হুঁশিয়ারির পর এবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের গলাতেও সেই হুঙ্কারের সুর শোনা গেল ।
রবিবার ব্যারাকপুরে তৃণমূল পার্টি অফিসে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা এবং আর্থিক বঞ্চনা নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে পার্থ বলেন,"ওখানে লাঠি চললে এখানেও লাঠি চলবে । আমরা শঙ্কিত হচ্ছি না । তবে রাজ্যের বিরোধী দলনেতা যে ধরনের কথাবার্তা বলছেন তা সম্পূর্ণ অগণতান্ত্রিক । আমরা সেই অগণতান্ত্রিক কথার তীব্র ধিক্কার জানাচ্ছি ৷" এরপরই দিল্লি পুলিশের উদ্দেশ্যে হুঙ্কারের ঝাঁঝ বাড়িয়ে সেচমন্ত্রী বলেন,"দিল্লি পুলিশ একা লাঠি চালাতে পারে না । পশ্চিমবঙ্গের পুলিশও লাঠি চালাতে পারে ৷" রাজ্যের মন্ত্রীর এই হুঁশিয়ারি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা । বিরোধী রাজনৈতিক দলের দাবি,"মন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা শোভা পায় না । পার্থ ভৌমিক যে কথা বলেছেন তা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ৷"
আরও পড়ুন: কর্মীরা যাচ্ছেন বাসে, দিল্লির ধরনায় যোগ দিতে বিমানে চড়লেন জলপাইগুড়ির তৃণমূল নেতারা!
যদিও তৃণমূলের নেতারা বলছেন, তাঁদের কানে আসছে নিত্যনতুন জল্পনা । বিজেপি নেতাদের কেউ কেউ নাকি বলছেন দিল্লিতে তৃণমূলের লোকজন গেলে তাঁদের লাঠিচার্জ করা হবে ৷ আর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই এ দিন এই মন্তব্য করেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক । ওয়াকিবহাল মহলের ধারনা, এই কথা বলে আদপে গেরুয়া শিবিরকেই নিশানা করছেন মন্ত্রী পার্থ ভৌমিক ।