ETV Bharat / state

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়দের স্বয়ং ঈশ্বর পাঠান ! রাজের মন্তব্যের রেশ টেনে বললেন পার্থ - রাজ চক্রবর্তী

চাইলেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হতে পারেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়দের স্বয়ং ঈশ্বর পাঠান ! রবিবার বারাসতে পুজোর উদ্বোধনে এসে একথা বলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) ৷

Partha Bhowmick claims Mamata Banerjee was sent by God
Partha Bhowmick: মমতা বন্দ্যোপাধ্যায়দের ঈশ্বর স্বয়ং পাঠান ! রাজের মন্তব্যের রেশ টেনে বললেন পার্থ
author img

By

Published : Oct 23, 2022, 5:40 PM IST

বারাসত, 23 অক্টোবর: তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) পর এবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) ৷ আবারও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) কার্যত 'ঈশ্বরের দূত' বলে উল্লেখ করা হল ! রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিকের দাবি, চাইলেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়দের ঈশ্বর স্বয়ং পাঠান ! রবিবার দুপুরে বারাসতের ঐতিহ্যবাহী পায়োনীয়র অ্যাথলেটিক ক্লাবের পুজোমণ্ডপের উদ্বোধনে আসেন মন্ত্রী পার্থ ভৌমিক ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের একবার দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরের তুলনা করেন পার্থ ৷ এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক জীবনের একের পর এক উদাহরণ তুলে ধরেন তিনি ৷

এই বিষয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "ইচ্ছা হলেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না ৷ তাঁর আত্মত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ড বাংলার মানুষের মধ্যে চিরকাল গেঁথে থাকবে ৷ তাই, মমতা বন্দোপাধ্যায় হওয়া সম্ভব নয় ৷ এঁরা 'গড গিফ্টেট' ! ভগবান এঁদের তৈরি করে পাঠিয়েছেন !"

আরও পড়ুন: বারাসতে পুজো কার্নিভাল, শুভেন্দুকে বিঁধলেন পার্থ ভৌমিক

এদিন দুর্নীতির প্রসঙ্গও উঠে এসেছে মন্ত্রীর গলায় ৷ পার্থ ভৌমিকের কথায়, "কোনও চিকিৎসক যদি চিকিৎসা করতে গিয়ে ভুল করেন, তাহলে সমগ্র চিকিৎসক সমাজকে যেমন সেই ঘটনার সঙ্গে যুক্ত করা ঠিক নয়, তেমনই কোনও নেতা-মন্ত্রী যদি দুর্নীতি করে থাকেন, তাহলে তার দায়ও তৃণমূলের ঘাড়ে চাপানো সঠিক নয় ৷ দুর্নীতির দায় একান্তই ব‍্যাক্তিগত ৷ বিরোধীরা যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে কালি ছোড়ার চেষ্টা করুন, তা কিছুতেই পারবেন না তাঁরা ৷" ওয়াকিবহাল মহল বলছে, দল যে বিভিন্ন দুর্নীতিতে ধৃত তৃণমূলের নেতা ও মন্ত্রীদের সঙ্গে দূরত্ব বাড়াতে মরিয়া, পার্থর এদিনের এই মন্তব্যই তার প্রমাণ ৷

পার্থ ভৌমিকের মমতা স্তূতি !

প্রসঙ্গত,কিছুদিন আগে বনগাঁয় দলের বিজয়া সন্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চ থেকে তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন ৷ যা নিয়ে বিস্তর জলঘোলা হয় ৷ এদিন এ নিয়ে প্রশ্ন করা হলে পার্থ বলেন, "রাজ চক্রবর্তীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছিল ৷ আমি শুধুমাত্রই তারই জবাব দিয়েছি ৷ আমি আবারও বলছি,মমতা বন্দ্যোপাধ্যায়রা জোর করে তৈরি হন না ৷ এঁরা তৈরি হন জন্মগতভাবে ৷"

বারাসত, 23 অক্টোবর: তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) পর এবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick) ৷ আবারও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) কার্যত 'ঈশ্বরের দূত' বলে উল্লেখ করা হল ! রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিকের দাবি, চাইলেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়দের ঈশ্বর স্বয়ং পাঠান ! রবিবার দুপুরে বারাসতের ঐতিহ্যবাহী পায়োনীয়র অ্যাথলেটিক ক্লাবের পুজোমণ্ডপের উদ্বোধনে আসেন মন্ত্রী পার্থ ভৌমিক ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের একবার দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরের তুলনা করেন পার্থ ৷ এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক জীবনের একের পর এক উদাহরণ তুলে ধরেন তিনি ৷

এই বিষয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "ইচ্ছা হলেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না ৷ তাঁর আত্মত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ড বাংলার মানুষের মধ্যে চিরকাল গেঁথে থাকবে ৷ তাই, মমতা বন্দোপাধ্যায় হওয়া সম্ভব নয় ৷ এঁরা 'গড গিফ্টেট' ! ভগবান এঁদের তৈরি করে পাঠিয়েছেন !"

আরও পড়ুন: বারাসতে পুজো কার্নিভাল, শুভেন্দুকে বিঁধলেন পার্থ ভৌমিক

এদিন দুর্নীতির প্রসঙ্গও উঠে এসেছে মন্ত্রীর গলায় ৷ পার্থ ভৌমিকের কথায়, "কোনও চিকিৎসক যদি চিকিৎসা করতে গিয়ে ভুল করেন, তাহলে সমগ্র চিকিৎসক সমাজকে যেমন সেই ঘটনার সঙ্গে যুক্ত করা ঠিক নয়, তেমনই কোনও নেতা-মন্ত্রী যদি দুর্নীতি করে থাকেন, তাহলে তার দায়ও তৃণমূলের ঘাড়ে চাপানো সঠিক নয় ৷ দুর্নীতির দায় একান্তই ব‍্যাক্তিগত ৷ বিরোধীরা যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে কালি ছোড়ার চেষ্টা করুন, তা কিছুতেই পারবেন না তাঁরা ৷" ওয়াকিবহাল মহল বলছে, দল যে বিভিন্ন দুর্নীতিতে ধৃত তৃণমূলের নেতা ও মন্ত্রীদের সঙ্গে দূরত্ব বাড়াতে মরিয়া, পার্থর এদিনের এই মন্তব্যই তার প্রমাণ ৷

পার্থ ভৌমিকের মমতা স্তূতি !

প্রসঙ্গত,কিছুদিন আগে বনগাঁয় দলের বিজয়া সন্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে মঞ্চ থেকে তৃণমূলের তারকা বিধায়ক রাজ চক্রবর্তী দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন ৷ যা নিয়ে বিস্তর জলঘোলা হয় ৷ এদিন এ নিয়ে প্রশ্ন করা হলে পার্থ বলেন, "রাজ চক্রবর্তীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছিল ৷ আমি শুধুমাত্রই তারই জবাব দিয়েছি ৷ আমি আবারও বলছি,মমতা বন্দ্যোপাধ্যায়রা জোর করে তৈরি হন না ৷ এঁরা তৈরি হন জন্মগতভাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.