ETV Bharat / state

Businessman Missing : স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গিয়ে 16 দিন ধরে নিখোঁজ পানিহাটির ব্যবসায়ী - Businessman Missing

শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজ পানিহাটির ব্যবসায়ী (Panihati Businessman Missing for 16 days) ৷ 16 দিন পেরিয়ে গেলেও ছেলের খোঁজ না পাওয়ায় চিন্তিত বাবা-মা ৷ তাঁদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকরাই আটকে রেখেছে ছেলেকে ৷

Panihati News
নিখোঁজ ব্যবসায়ী
author img

By

Published : May 18, 2022, 8:59 AM IST

পানিহাটি, 18 মে : সদ‍্য বিবাহিতা স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন ৷ তারপর থেকে কেটে গিয়েছে 16টা দিন । কোনও খোঁজ নেই পানিহাটির প্রিন্টিং ব্যবসায়ী শুভজ‍্যোতি বোসের (Panihati Businessman is Missing after going Father in Laws House)। নিখোঁজ শুভজ‍্যোতির সন্ধান পেতে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর বাবা-মা ৷ তারপরেও কোনও হদিস মেলেনি ৷ ফলে উদ্বেগের মধ্যে দিন কাটছে শুভজ‍্যোতির পরিবারের ।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছে শুভজ‍্যোতির প্রতিবেশীরাও । তাঁদের কথায়, একটা ছেলে 16 দিন ধরে নিখোঁজ ৷ থানায় ডায়েরিও করা হয়েছে তারপরেও কোনও খোঁজ নেই ৷ যদিও এই বিষয়ে পুলিশ কিংবা শুভজ‍্যোতির শ্বশুরবাড়ির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

হুগলির উত্তরপাড়ার বাসিন্দা পূজা রায়ের সঙ্গে মাস দু'য়েক আগে বিয়ে হয় পানিহাটির নেতাজি সুভাষ রোডের বাসিন্দা শুভজ‍্যোতি বোসের । বিয়ের সাতদিন পরই শ্বশুরবাড়ি থেকে দিদির সঙ্গে উত্তরপাড়ায় চলে যান পূজা । সেই সময় নিজের ব‍্যবসার কাজে ব‍্যস্ত ছিলেন শুভজ‍্যোতি । বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি । পূজা ফোনে তাঁকে উত্তরপাড়ায় চলে আসার পরামর্শ দেয় বলে অভিযোগ । সেই মতো 1 মে কিছু টাকাপয়সা নিয়ে বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন শুভজ‍্যোতি । তারপর থেকে কোনও খোঁজ মিলছে না তাঁর । এমনটাই অভিযোগ শুভজ‍্যোতির বাবা-মার ।

পানিহাটিতে নিখোঁজ ব্যবসায়ীর বাবার বক্তব্য

আরও পড়ুন : Barrackpore Shooting Incident : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত 2

এই বিষয়ে শুভজ‍্যোতির বাবা ধ্রুবজ্যোতি বোস বলেন,"বাড়ি থেকে যাওয়ার সময় ছেলে বলেছিল একদিন পরই শ্বশুরবাড়ি থেকে ফিরে আসবে । কিন্তু ফিরে না আসায় ওর মোবাইলে যোগাযোগ করা হয় । ফোন সুইচ অফ থাকায় সেই সময় যোগাযোগ করা সম্ভব হয়নি । এরপর একদিন হঠাৎই পূজার দিদি ফোন করে জানায় ছেলে ও বউমাকে নাকি পাওয়া যাচ্ছে না । ছেলের সঙ্গে যোগাযোগ করতে বলে সে । সেই কথা শুনে 6 মে ছেলের ফোনে আবারও ফোন করি । তখন সে জানায় শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে জোর করে আটকে রেখেছে । মোবাইল কেড়ে নিয়েছে ৷ যোগাযোগ করতে দিচ্ছে না ৷ এরপরই কেটে যায় ফোনটি । তারপর ছেলের মোবাইল সুইচ অফ বলছে ।"

এরপর বিষয়টি খড়দা থানায় জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ আমাদের একটাই প্রার্থনা, ছেলেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক ।"

আরও পড়ুন : Gaighata Human Story : এভাবেও ফিরে আসা যায়! সাইকেলে রাজ্যে ঘুরে আত্মহত্যা না করার বার্তা সঞ্জয়ের

পানিহাটি, 18 মে : সদ‍্য বিবাহিতা স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন ৷ তারপর থেকে কেটে গিয়েছে 16টা দিন । কোনও খোঁজ নেই পানিহাটির প্রিন্টিং ব্যবসায়ী শুভজ‍্যোতি বোসের (Panihati Businessman is Missing after going Father in Laws House)। নিখোঁজ শুভজ‍্যোতির সন্ধান পেতে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর বাবা-মা ৷ তারপরেও কোনও হদিস মেলেনি ৷ ফলে উদ্বেগের মধ্যে দিন কাটছে শুভজ‍্যোতির পরিবারের ।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছে শুভজ‍্যোতির প্রতিবেশীরাও । তাঁদের কথায়, একটা ছেলে 16 দিন ধরে নিখোঁজ ৷ থানায় ডায়েরিও করা হয়েছে তারপরেও কোনও খোঁজ নেই ৷ যদিও এই বিষয়ে পুলিশ কিংবা শুভজ‍্যোতির শ্বশুরবাড়ির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

হুগলির উত্তরপাড়ার বাসিন্দা পূজা রায়ের সঙ্গে মাস দু'য়েক আগে বিয়ে হয় পানিহাটির নেতাজি সুভাষ রোডের বাসিন্দা শুভজ‍্যোতি বোসের । বিয়ের সাতদিন পরই শ্বশুরবাড়ি থেকে দিদির সঙ্গে উত্তরপাড়ায় চলে যান পূজা । সেই সময় নিজের ব‍্যবসার কাজে ব‍্যস্ত ছিলেন শুভজ‍্যোতি । বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি । পূজা ফোনে তাঁকে উত্তরপাড়ায় চলে আসার পরামর্শ দেয় বলে অভিযোগ । সেই মতো 1 মে কিছু টাকাপয়সা নিয়ে বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন শুভজ‍্যোতি । তারপর থেকে কোনও খোঁজ মিলছে না তাঁর । এমনটাই অভিযোগ শুভজ‍্যোতির বাবা-মার ।

পানিহাটিতে নিখোঁজ ব্যবসায়ীর বাবার বক্তব্য

আরও পড়ুন : Barrackpore Shooting Incident : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত 2

এই বিষয়ে শুভজ‍্যোতির বাবা ধ্রুবজ্যোতি বোস বলেন,"বাড়ি থেকে যাওয়ার সময় ছেলে বলেছিল একদিন পরই শ্বশুরবাড়ি থেকে ফিরে আসবে । কিন্তু ফিরে না আসায় ওর মোবাইলে যোগাযোগ করা হয় । ফোন সুইচ অফ থাকায় সেই সময় যোগাযোগ করা সম্ভব হয়নি । এরপর একদিন হঠাৎই পূজার দিদি ফোন করে জানায় ছেলে ও বউমাকে নাকি পাওয়া যাচ্ছে না । ছেলের সঙ্গে যোগাযোগ করতে বলে সে । সেই কথা শুনে 6 মে ছেলের ফোনে আবারও ফোন করি । তখন সে জানায় শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে জোর করে আটকে রেখেছে । মোবাইল কেড়ে নিয়েছে ৷ যোগাযোগ করতে দিচ্ছে না ৷ এরপরই কেটে যায় ফোনটি । তারপর ছেলের মোবাইল সুইচ অফ বলছে ।"

এরপর বিষয়টি খড়দা থানায় জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ আমাদের একটাই প্রার্থনা, ছেলেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক ।"

আরও পড়ুন : Gaighata Human Story : এভাবেও ফিরে আসা যায়! সাইকেলে রাজ্যে ঘুরে আত্মহত্যা না করার বার্তা সঞ্জয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.