ETV Bharat / state

উদ্ধার কোটি টাকা মূল্যের প্যাঙ্গোলিন, গ্রেপ্তার পাচারকারী

author img

By

Published : Jan 22, 2020, 4:37 AM IST

উত্তর 24 পরগনার শাসনের তেঁতুলতলা বাজার এলাকায় বনদপ্তরের তরফে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটিকে ৷ বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস জানান, প্যাঙ্গোলিনটির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা ৷

Pangolin rescued
প্যাঙ্গোলিন

শাসন, 22 জানুয়ারি : উদ্ধার কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রজাতির প্যাঙ্গোলিন ৷ গ্রেপ্তার এক পাচারকারী, নাম মহম্মদ শরিফুল ৷ উত্তর 24 পরগনার শাসনের তেঁতুলতলা বাজার এলাকায় বনদপ্তরের তরফে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটিকে ৷

বনদপ্তর সূত্রে খবর, রাত ন'টা নাগাদ শরিফুল বাজারে একটি বস্তা নিয়ে দাঁড়িয়েছিল । সেখানে আসার কথা ছিল ক্রেতার । গোপন সূত্রে বনদপ্তরের কাছে খবর ছিল ৷ সেই অনুযায়ী আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিলেন বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস ৷ বস্তাটি নড়ে উঠতেই সুকুমারবাবু শরিফুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । পরে বস্তার মুখ খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে প্যাঙ্গোলিনটি ৷ ঘটনাস্থানেই আটক করা হয় শরিফুলকে ৷

সুকুমারবাবু জানান, প্যাঙ্গোলিনটির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা । 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শরিফুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ তাকে বারাসত আদালতে তোলা হবে । প্যাঙ্গোলিন পাচারে শরিফুলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তদন্ত করছে পুলিশ ৷

শাসন, 22 জানুয়ারি : উদ্ধার কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রজাতির প্যাঙ্গোলিন ৷ গ্রেপ্তার এক পাচারকারী, নাম মহম্মদ শরিফুল ৷ উত্তর 24 পরগনার শাসনের তেঁতুলতলা বাজার এলাকায় বনদপ্তরের তরফে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটিকে ৷

বনদপ্তর সূত্রে খবর, রাত ন'টা নাগাদ শরিফুল বাজারে একটি বস্তা নিয়ে দাঁড়িয়েছিল । সেখানে আসার কথা ছিল ক্রেতার । গোপন সূত্রে বনদপ্তরের কাছে খবর ছিল ৷ সেই অনুযায়ী আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিলেন বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস ৷ বস্তাটি নড়ে উঠতেই সুকুমারবাবু শরিফুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন । পরে বস্তার মুখ খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে প্যাঙ্গোলিনটি ৷ ঘটনাস্থানেই আটক করা হয় শরিফুলকে ৷

সুকুমারবাবু জানান, প্যাঙ্গোলিনটির বাজারমূল্য প্রায় এক কোটি টাকা । 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শরিফুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ তাকে বারাসত আদালতে তোলা হবে । প্যাঙ্গোলিন পাচারে শরিফুলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তদন্ত করছে পুলিশ ৷

Intro:কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রজাতির পেঙ্গুইন উদ্ধার, গ্রেপ্তার পাচারকারী

শাসনঃ বনদপ্তরের অভিযানে উদ্ধার হল বিলুপ্তপ্রায় প্রজাতির পেঙ্গুইন। সঙ্গে গ্রেপ্তার এক পাচারকারী। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার শাসন থানার তেঁতুলতলা বাজার এলাকা থেকে পেঙ্গুইনটি উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ সরিফুল।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ন'টা নাগাদ পাচারকারী সরিফুল তেঁতুলতলা বাজারে একটি বস্তা নিয়ে দাঁড়িয়ে ছিল। সেখানে আসার কথা ছিল ক্রেতার। গোপন সূত্রে সে খবর পায় বনদপ্তর। বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস কর্মীদের নিয়ে সেখানে আগে থেকে ফাঁদ পাতে। সুকুমার বস্তা নড়ে উঠতেই জিজ্ঞাসাবাদ শুরু করে। বস্তা খুলতেই ভিতরে মেলে বিরল প্রজাতির একটি পেঙ্গুইন। সঙ্গে সঙ্গে সরিফুলকে আটক করা হয়। উদ্ধার করা হয় পেঙ্গুইনটি। রেঞ্জ অফিসার সুকুমারবাবু জানান, পেঙ্গুইনটির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সরিফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। পাচারচক্রে সরিফুলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, পুলিশ তা তদন্ত করছে। Body:কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রজাতির পেঙ্গুইন উদ্ধার, গ্রেপ্তার পাচারকারী

শাসনঃ বনদপ্তরের অভিযানে উদ্ধার হল বিলুপ্তপ্রায় প্রজাতির পেঙ্গুইন। সঙ্গে গ্রেপ্তার এক পাচারকারী। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার শাসন থানার তেঁতুলতলা বাজার এলাকা থেকে পেঙ্গুইনটি উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ সরিফুল।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ন'টা নাগাদ পাচারকারী সরিফুল তেঁতুলতলা বাজারে একটি বস্তা নিয়ে দাঁড়িয়ে ছিল। সেখানে আসার কথা ছিল ক্রেতার। গোপন সূত্রে সে খবর পায় বনদপ্তর। বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস কর্মীদের নিয়ে সেখানে আগে থেকে ফাঁদ পাতে। সুকুমার বস্তা নড়ে উঠতেই জিজ্ঞাসাবাদ শুরু করে। বস্তা খুলতেই ভিতরে মেলে বিরল প্রজাতির একটি পেঙ্গুইন। সঙ্গে সঙ্গে সরিফুলকে আটক করা হয়। উদ্ধার করা হয় পেঙ্গুইনটি। রেঞ্জ অফিসার সুকুমারবাবু জানান, পেঙ্গুইনটির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সরিফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। পাচারচক্রে সরিফুলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, পুলিশ তা তদন্ত করছে। Conclusion:কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রজাতির পেঙ্গুইন উদ্ধার, গ্রেপ্তার পাচারকারী

শাসনঃ বনদপ্তরের অভিযানে উদ্ধার হল বিলুপ্তপ্রায় প্রজাতির পেঙ্গুইন। সঙ্গে গ্রেপ্তার এক পাচারকারী। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার শাসন থানার তেঁতুলতলা বাজার এলাকা থেকে পেঙ্গুইনটি উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ সরিফুল।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ন'টা নাগাদ পাচারকারী সরিফুল তেঁতুলতলা বাজারে একটি বস্তা নিয়ে দাঁড়িয়ে ছিল। সেখানে আসার কথা ছিল ক্রেতার। গোপন সূত্রে সে খবর পায় বনদপ্তর। বারাসতের রেঞ্জ অফিসার সুকুমার দাস কর্মীদের নিয়ে সেখানে আগে থেকে ফাঁদ পাতে। সুকুমার বস্তা নড়ে উঠতেই জিজ্ঞাসাবাদ শুরু করে। বস্তা খুলতেই ভিতরে মেলে বিরল প্রজাতির একটি পেঙ্গুইন। সঙ্গে সঙ্গে সরিফুলকে আটক করা হয়। উদ্ধার করা হয় পেঙ্গুইনটি। রেঞ্জ অফিসার সুকুমারবাবু জানান, পেঙ্গুইনটির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সরিফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। পাচারচক্রে সরিফুলের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, পুলিশ তা তদন্ত করছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.